গুগল ক্রমের দুইটি কার্যকরী ট্রিকস! যা হয়তো আপনি নিজেই খুঁজছেন!

টিউন বিভাগ গুগল ক্রোম
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুগল ক্রমের দুইটি খুবই কার্যকরী ট্রিকস নিয়ে যা হয়তো আপনারা নিজেরাই এতদিন ধরে খুজতেছেন। আমি নিচে প্রতিটি ট্রিকস সিরিয়াল নাম্বার সহ বর্ণনা দিচ্ছি।

১. Incognito Screenshot

আমার আজেকের ট্রিকস গুলোর প্রথম ট্রিকস টি হচ্ছে Incognito Screenshot. আমরা সকলেই মাঝে মাঝে গুগল ক্রম এর Incognito Mode ব্যবহার করে থাকি। আর এর কাজ আমরা সকলেই জানি। Incognito Mode সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একজন ছদ্মবেশী লোক হিসেবে ক্রম ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ আপনি ক্রমে Incognito Mode ব্যবহার করলে কোনো ওয়েবসাইট থেকে আপনার কোনো তথ্য নিতে পারবেনা। কে আর কোথা থেকে নেট ব্যবহার করছেন সেটা কেউ জানতেও পারবে না। এমনকি আপনি যেসকল ব্রাউজিং করবেন সেই সকল ব্রাউজিং এর কোনো তথ্য এবং কোনো History কোথাও পাওয়া যাবে না। এমনকি ক্রোম এর History তেও পাওয়া যাবে না।

তো এই Incognito Mode ব্যবহার করতে যেয়ে আমরা প্রায়ই খুব বড়ো একটা সমস্যায় পড়ি। সেটা হচ্ছে আমরা এই মোড এ কোনো প্রকার স্ক্রিন শট নিতে পারিনা। কিন্ত আপনি যদি আমার আজকের এই ট্রিকস টি ফলো করেন তাহলে আপনি এখন থেকে Chrome এর Incognito Mode এও স্ক্রিন শট নিতে পারবেন। সেটা করার জন্যে আপনাকে প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। Open করে অ্যাড্রেস বারে chrome://flags এই লেখাটি কপি করে পেস্ট করে go করুন।

 

এইরকম একটা পেজ আসবে। উপরের search বারে Incognito screenshot লিখে সার্চ করুন।

 

Defoult এ ক্লিক করুন।

 

Enabled করুন।

 

এরপর নিচের দেখানো Relaunch এ ক্লিক করুন।

 

এরপর আবার Incognito Mode এ ঢুকুন।

 

এবার স্ক্রিন শট নেওয়ার চেষ্টা করুন। নিচে দেখুন আমি Incognito Mode এ Screenshot নিতে পেরেছি। আপনিও পারবেন। এবং আপনি যেকোনো ওয়েবসাইট ভিসিট করে স্ক্রীনশট নিতে পারেন। বিশ্বাস না হলে ট্রাই করুন।

 

২. Group Tabs

আজকের দ্বিতীয় ট্রিকস এর নাম হচ্ছে Group Tabs. গুগল ক্রমে হয়তো আমরা সকলেই একাধিক ট্যাব ব্যবহার করি। একাধিক ট্যাব ব্যবহারের ক্ষেত্রে কখনও কখনো এমন হয় যে একসাথে অনেকগুলো ট্যাব ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ট্যাব গুলো নিয়ন্ত্রণ করতে ঝামেলা হয়, দেখতে খারাপ দেখায়, ভুলে একটি ট্যাব এর বদলে অন্য একটি ট্যাব ওপেন হয়ে যায় এবং কখনও আপনার ভুল ক্লিক এর মাধ্যমে কোনো গুরুত্তপূর্ণ ট্যাব বন্ধ ও হয়ে যায়।

সেক্ষেত্রে আমরা কি করতে পারি। এর জন্য আমার কাছে রয়েছে খুবই ছোট্ট ও মজার একটি ট্রিকস। যার মাধ্যমে আপনি একই রকম বা একই ক্যাটাগরি এর কয়েকটি ট্যাব কে একটি ট্যাব এর গ্রুপে রূপান্তরিত করতে পারবেন। এর ফলে আপনার সুবিধা হবে যে, আপনার ট্যাব গুলো নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়ে যাবে, ভুল করে অন্য ট্যাব ওপেন হবেনা, এবং আপনার কোনো ভুল ক্লিক হবেনা ফলে আপনার কোনো ট্যাব ভুলবশত বন্ধ ও হতে পারবেনা।

এই ট্রিকস টি ব্যবহার করার জন্যে প্রথমে আপনাকে গুগল ক্রম ওপেন করতে হবে। এরপর যেকোনো একটি ওয়েসাইট ওপেন করতে হবে। এরপর উপরের দেখানো (+) প্লাস আইকন এ ক্লিক করে নতুন একটি ট্যাব ওপেন করে নিবেন।

 

এরপর আবার যেকোনো একটি ওয়েসাইট ওপেন করুন। আবার নতুন করে অনেক গুলো ট্যাব ওপেন করুন। উপরে যেখানে ট্যাব সংখ্যা দেওয়া থাকে সেখাjনে ক্লিক করুন।

 

আপনার ওপেন করা সবগুলো ট্যাব  একসাথে দেখতে পাবেন।

 

আর এখনই হচ্ছে আপনার আসল খেলা। এখানে আপনি যেকোনো একটি ট্যাব এর উপর ক্লিক করে ধরে রাখুন। ধরে রাখা ট্যাব কে আলতো করে পাশের অন্য একটি ট্যাব এর উপর বসিয়ে দিন। দেখবেন যে একটি ট্যাবের ভিতরে দুটি ট্যাব রয়েছে। এরপর আরো একটি ট্যাব এনে এটার উপর বসিয়ে দিন। দেখবেন একসাথে তিনটা ট্যাব একটি ট্যাবের মধ্য রয়েছে। অর্থাৎ ইহা একটি ট্যাবের গ্রুপে পরিণত হয়ে গেছে। আপনি এভাবে আপনার ইচ্ছেমত যত খুশি তত গ্রুপ ট্যাব বানাতে পারবেন। এবং প্রতিটি গ্রুপে আপনার ইচ্ছেমত ট্যাব রাখতে পারবেন।

 

উপরে দেখুন আমি দুইটি গ্রুপ ট্যাব বানিয়েছি। এবং আমার গ্রুপ ট্যাব গুলোতে অনেকগুলো করে ট্যাব রাখা আছে।

Level 3

আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস