পিসি সুপার ইউজার [পর্ব-০২] :: গুগল ক্রোম এর ১৯ টি লুকানো ফিচার, যা হয়তো আপনি জানেন না!

পিসি সুপার ইউজার

গুগল ক্রোম নিয়ে আমার নতুন কিছু বলার নাই। এক কথায় ফ্যান্টাসটিক একটা ব্রাউজার। এটি একটি ফ্রী ওয়্যার ব্রাউজার, যেটা গুগল দ্বারা উন্নয়নক্রিতো। Starcounter এর গণনা অনুসারে সারা পৃথিবীতে ৫৬% ব্যবহার কারি ডেক্সটপ এ গুগল ক্রোম ব্যবহার করেন। তাছাড়া এই ব্রাউজার টি স্মার্ট ফোন এর জন্য ও বেশ জনপ্রিয়। গুগল ক্রোম এর এতটা সফলতার জন্য "ক্রোম" এই নামটি একটি ব্র্যান্ড এ পরিণীত হয়েছে। এবং এর অনেক গুলো প্রোডাক্ট ও আছে,  ChromeCast এর মদ্ধে অন্যতম। গুগল ক্রোম এর প্রধান কোড গুলো গুগল Open Source হিসেবে উন্মুক্ত করেছে, যার নাম "ক্রোমিয়াম"। যাই হোক, এইবার ফিরে আসি আসল ঘটনায়, মানে টিউন এ। আমি আপনাদের আজ ক্রোম এর ১৯ টি লুকায়িত ফিচার দেখাবো। যা আপনাকে করে তুলবে ক্রোম সুপার ইউজার!

১। অনেক গুলো ট্যাবকে একসাথে টেনে নিয়ে জাওয়াঃ

আমারা সকলেই জানি যে কোন ট্যাব কে Drag করে Drop করলে তা নতুন Window নিয়ে ওপেন হয়। কিন্তু আপনি জানেন কি, যে এক সাথে অনেক গুলো ট্যাব Drag এবং Drop করা যায়! আপনার কীবোর্ড থেকে Ctrl কী চেপে যে ট্যাব গুলো দিয়ে নতুন উইন্ডো খুলতে চান, তার উপর ক্লিক করুন এই বার Drag করে Drop করে দিন। দেখবেন আপনার ক্লিক করা সব কয়টা ট্যাব দিয়ে নতুন একটা উইন্ডো হয়ে গেছে। কি? এখনও বুঝতে পারেন নি? হুম নিজের ছবি গুলো আপনার জন্য,

চিত্র-১ঃ একটি সাধারন গুগল ক্রোম উইন্ডো, এবং সাথে ৪ টি ট্যাব ওপেন করা আছে।

চিত্র-২ঃ পছন্দের ২ টি ট্যাব কে CTRL কী ধরে Drag এবং Drop করা হয়েছে, ফলে অই দুইটি ট্যাব নিয়ে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে।

২। আপনার গুগল ক্রোম একটি ক্যালকুলেটরঃ

হুম বন্ধুরা, আপনার গুগল ক্রোম সাধারন অংক গুলো নিজেই করতে পারে। তাও আবার Google.Com এ প্রবেশ করে। শুধু মাত্র আপনার গুগল ক্রোম এড্রেস বার এ গিয়ে Simple Math টাইপ করুন, (এন্টার চাপার দরকার নেই) দেখবেন নিচে তার উত্তর করে দিয়েছে গুগল ক্রোম। তাও আবার Google.Com এ প্রবেশ করে। তবে কিছু জিনিশঃ আপনার Default Search Engine হিসেবে "গুগল" Select থাকতে হবে, ইয়াহু, বিং ইত্তাদি থাকলে হবে না। incognito window বা প্রাইভেট উইন্ডো ওপেন করলে এটি কাজ করবে না।

৩। আপনার গুগল ক্রোম একটি Unit Converter:

আপনার গুগল ক্রোম ক্যালকুলেটর হওয়ার পাশাপাশি একটি Unit Converter ও। যে Unit টি আপনি Convert করতে চান তা শুধু Search এ লিখুন আমার মত করে ব্যাস! আপানার Unit টি Convert হয়ে যাবে। গত বার এর মত একই ফ্যাক্ট, গুগল Default Search Engine থাকতে হবে, incognito window বা প্রাইভেট উইন্ডো ওপেন করলে এটি কাজ করবে না।

৪। গুগল ক্রোম একটি সাধারন Image Browser:

গুগল ক্রোম দ্বারা আপনি Jpg, Png, Gif ইত্তাদি ফটো Browse করতে পারবেন। আপনার ফাইল এক্সপ্লোরার থেকে যেকোনো ইমেজ Drag করে ক্রোম এ Drop করুন।

৫। Drag To Search:

যেকোনো ওয়েব পেজ থেকে কোন টেক্সট কে Highlight করে এরপর একে Drag করে সার্চ বক্স এ Drop করলে অই keyword টি গুগলে সার্চ হয়ে যাবে। এই Copy And Paste এর মত কাজ করে। নিচের ছবি দুইটি দেখুনঃ

৬। Drag a URL to the Bookmarks Bar:

এটি অনেক সুন্দর এক ফিচার। আপনার যে লিঙ্কটি ওপেন করতে চান, সেই লিঙ্কটি ড্রাগ করে সার্চ বার এ ড্রপ করলেই হবে। আপনি চাইলে লিঙ্কটি এডিট করতে পারবেন। কোন লিঙ্ক কে যদি নিউ ট্যাব নিয়ে খুলতে চান তাহলে লিঙ্কটি ড্রাগ করে নিউ ট্যাব এর আইকন এর পাসে ড্রপ করে দিলেই আপনার লিঙ্ক নিউ ট্যাব নিয়ে খুলবে।

৭। কীবোর্ড কমান্ড ব্যবহার করে এক ট্যাব থেকে আরেক ট্যাব সুইচ করাঃ

এইটা আমার অনেক পছন্দের একটা ফিচার। আপনি যদি দ্রুত কাজ করতে পছন্দ করেন, তবে এই ফিচারটি আপনার অ ভালো লাগবে। আপনার কীবোর্ড এ Ctrl কী চেপে ধরে ক্রমান্বয়ে ১,২,৩,৪,৫,৬ চাপতে থাকুন দেখবেন ক্রমিক ভাবে আপনার ট্যাব গুলো সুইচ হচ্ছে।

৮। কী কমান্ড ব্যবহার করে ওয়েবপেজ কে Up and Down এ Navigate করুনঃ

আপনি শুধু মাত্র SPACE কী ব্যবহার করে আপনার ওয়েবপেজ কে Up and Down এ Navigate করতে পারেন। SPACE কী চাপলে পেজ Down হবে এবং SHIFT+SPACE কী চাপলে পেজ Up এ Navigate হবে।

৯। পছন্দের ওয়েব সাইট গুলো স্টার্ট এ যোগ করতে পারবেনঃ

আপনি যদি আমার মত হন, যে পিসি তে ইন্টারনেট যোগ করার পর একই সাইট গুলো তে বার বার ভিসিট করতে হয় তাহলে একয় ঠিকানা বার বার কেন টাইপ করা? ক্রোমকেই কাজ টা নিজেই করতে দিন না। ক্রোম এর সার্চ বার এ গিয়ে লিখুন "chrome://settings/startup" তার পর ENTER চাপলেই উপরের মত পপ আপ দেখতে পারবেন। তারপর ক্রোম ওপেন করেই যে ওয়েবসাইট গুলোতে আপনাকে জেতে হয় টা টাইপ কে অ্যাড করে দিন! ব্যাস, এই বার যখন আপনি আপনার ক্রোম ওপেন করবেন আপনার ক্রোম আপনাকে স্বয়ংক্রিয় ভাবে আপনার পছন্দের ওয়েবসাইট গুলোতে নিয়ে যাবে।

১০। সব ফাইল গুলোকে স্বয়ংক্রিয় ভাবে ডেক্সটপ এ ডাউনলোড করতে পারবেনঃ

আগেই বলে রাখছি যে এই টিপস টা সবার কাজের না। কিন্তু আপনি যদি আমার মত হয়ে থাকেন তবে এই টিপস টি আপনার কাজে লাগবে। আমি আমার ডাউনলোড করা ফাইল গুলো খুব সহজেই অ্যাক্সেস করতে চাই! আর দ্রুত অ্যাক্সেস করার জন্য আমি এক মাত্র ডেক্সটপ কেই সরব উত্তম মনে করি। ক্রোম এর সার্চ বার এ গিয়ে লিখুন "chrome://settings" তার পর ENTER চাপুন। এইবার নিচে scroll করে Advanced Settings link এ ক্লিক করুন। এইবার ডাউনলোড লোকেশান থেকে ডেক্সটপ কে দেখিয়ে দিন। হয়ে গেলেন আপনি এক ধাপ ফাস্ট!

১১। ভুলকরে ক্লোজ করা ট্যাব গুলো কে ফিরিয়ে নিয়ে আনতে পারবেনঃ

হটাত করে আমার দাদির কথা মনে পরে গেলো। তিনি বলতেন, "তারাহুরো করে বান্দা জিবনের ক্ষয়, আল্লাহ্‌ মানুষ কে করতে দিলে অল্প থেকেই হয়"। হুম বন্ধুরা আমরা অনেকেয় দ্রুত কাজ করতে ভালোবাসি। আর বেশি তারাহুরো করতে গিয়ে ভুল করে এমন কাজের ট্যাব বন্ধ করে ফেলি যা টেবিলে মাথা আছার দিলেও আর ফিরে আসবেনা। আমার ত একদিন ১ ঘণ্টার কাজ এ পন্ডু হয়ে গিয়েছিল! তবে আপ্নারা চিন্তা নিবেন না। কারন এই ধরনের ছোটো খাটো ভুল ক্রোম মাফ করে দেবে। এখন ভুল করে কোন কাজের ট্যাব ক্লোজ করে দিলেও ক্রোম তা ফিরে দেবে আপনাকে। ভুল হয়ে গেলে কীবোর্ড এ চাপুন Control-Shift-T কমান্ড। হা আপনার সব বন্ধ করা ট্যাব আবার ফিরে আসবে। কি হলো কাঁদছেন ক্যান? আরে ট্যাব ত ফিরে আসছে, :p ধুর মিয়া, চোখের পানি মোছেন!! 🙂 😛

১২। জুম ইন এবং জুম আউটঃ

হুম এইটা কিন্তু ভীষণ কাজের ফিচার। আপনি চাইলে ওয়েবপেজ কে ইচ্ছা মত জুম ইন এবং জুম আউট করতে পারবেন। আর্টিকেল পরার সময় কিন্তু এইটা বেশ কাজে লাগে বৈকি। কীবোর্ড থেকে Ctrl কী চেপে মাউস এর চাকা উপরে নিচে ঘুরানর মাধ্যমে আপনি আপনার ওয়েব পেজ কে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। চিত্রে দেখানো magnifying আইকন দিয়ে অ আপনি এইটা নিয়ন্ত্রন করতে পারবেন।

১৩। ইজি কমান্ড ব্যবহার করে browsing history মুছে ফেলুনঃ

browsing history মুছে ফেলা এখন আর সহজ এবং ফাস্ট। আপনি চাইলে এখন খুব দ্রুত আপনার সব ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলতে পারেন including past URLs, cached images, passwords, and cookies সব কিছু। আপনার কীবোর্ড এ Control-Shift-Delete কমান্ড দিন এর পরে "Clear browsing data" নামক নতুন এক উইন্ডো ওপেন হবে। ব্যাস, যা ইচ্ছা মুছে ফেলুন।

১৪। ক্রোম সার্চ বক্স এ ই অনেক ফিচার লুকিয়ে আছেঃ

আপনি কি জানেন, ক্রোম সার্চ বক্স এর ডান পাশে থাকা ছোটো স্টার আইকন টি তে ক্লিক করে বর্তমান ট্যাব এ থাকা ওয়েবসাইট কে বুকমার্ক করা যায়। এবং তা favorites লিস্ট থেকে খুজে পাওয়া যায়। তাছাড়া ক্রোম সার্চ বক্স এর বাম পাশে থাকা পেজ আইকন টি ক্লিক করলে ট্যাব এ থাকা অই ওয়েবসাইট টির সম্পর্কে অনেক লুকানো তথ্য খুজে পেয়ে যাবেন! যেমনঃ উক্ত সাইটটীতে আপনি সরব প্রথম কবে ভিসিট করেছিলেন, সাইট টির কানেকশান Encrypted কি না, সাইট টি ভেরিফাইড কি না ইত্যাদি।

 ১৫। একটানেই কোন লিঙ্ক কে ডেক্সটপ এ বুকমার্ক করুনঃ

কি? পছন্দের সাইট এর লিঙ্ক আপনার ডেক্সটপ এ বুকমার্ক করে রাখতে চান? এ আবার এমন কি কাজ? ক্রোম সার্চ বক্স থেকে লিঙ্কটি হাইলাইট করুন। এইবার সোজা টেনে নিয়ে এসে ডেক্সটপ এ ছেড়ে দিন! হাঁ, বলে ছিলাম না? পানির মতো সোজা!

১৬। যেকোনো কিছু Translate করুনঃ

অসাধারণ এক ফিচার এইটা। আপনি চাইলে যে কোন ওয়েবসাইট কে যেকোনো ভাষায় Translate করতে পারেন। শুধু তাই না! ওয়েবসাইট এ থাকা যে কোন ওয়ার্ড বা বাক্য কেও Translate করতে পারবেন। আর সবচেয়ে ভাল কথা এইটায় যে এই কাজ টি এখন হবে মাত্র দুই ক্লিক এ। এখন ই অফিসিয়াল Google Translate extension টি এড করে নিন আপনার ক্রোম এর সাথে। তারপর ওয়েবপেজ এর যেকোনো ওয়ার্ড বা সেন্টেন্স কে হাইলাইট করুন এবং ক্লিক করুন চিত্র দেখান আইকন এ। ব্যাস, দুনিয়ার সব ভাষায় Translate হবে এবার, কথা দিলাম!

 ১৭। আপনার ক্রোম কে এবার একটু রঙ্গিন করুন থিমস ব্যবহার করেঃ

কি, ক্রোম এর একই মুখ দেখতে দেখতে অস্থির? চিন্তার কোন কারন নাই ভায়া! আপনার জন্য আছে অনেক ফ্রী থিম। এইবার আপনার ক্রোমকে ইচ্ছা মত রাঙ্গিয়ে নিন। আপনি চাইলে আরেকটু রঙ দিতে পারেন আপনার ক্রোমকে, "chrome://apps" এই লিঙ্ক এ যান। দেখুন মাজিক। এইটা গুগল অ্যাপস পেজ। এইটাকে হুম হিশাবে লাগাতে পারেন।

 ১৮। আপনার বাচ্চার জন্য আলাদা প্রোফাইল তৈরি করে রাখুন (যেটা আপনার দ্বারা নিয়ন্ত্রিত):

আপনি যদি সন্তানের বাবা হন তাহলে আপনি নিশ্চয়  চাইবেন না যে আপনার সন্তান টি ইন্টারনেট জগতের খারাপ জঙ্গলে হারিয়ে না যায়। গুগল ক্রোম আপনাকে আপনার বাচ্চার জন্য আলাদা প্রোফাইল তৈরি করার সুযোগ করে দিয়েছে। যেটা আপনি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রন করতে পারবেন। সর্বপ্রথম, আপনাকে একটি নতুন প্রোফাইল তৈরি করতে হবে Settings > People > Add person. এইখানে গিয়ে। মনে রাখবেন "Control and view the websites this person visits from your log-on account" এই বক্স টি যেন চেক করা থাকে, প্রোফাইল তৈরি করার সময়। প্রোফাইল তৈরি করা হয়ে গেলে ক্রোম মানেজ এ যান। এখানে দেখতে পাবেন যে supervised user's page তৈরি হয়েছে। SafeSearch অন করে রাখুন, এবং আপনি চাইলে যে কোন ওয়েবসাইট কে ব্লক করে রাখতে পারেন এখান থেকে। আপনি একাধিক বাচ্চাদের জন্য একাধিক প্রোফাইল তৈরি করতে পারেন।

১৯। ক্রোম এর কিছু গোপন পেজঃ

হাঁ, ক্রোম এ কিছু গোপন পেজ আছে। আপনার ক্রোম সার্চ বার এ গিয়ে লিখুন "Chrome URL" (সাধারণত chrome:// দিয়ে শুরু হয় এই টাইপ এর লিঙ্ক)। ব্যাস আপনার লুকান পেজ চলে আসবে। এর ভেতর কিছু লিঙ্ক আপনি সেটিংস্‌ থেকে পাবেন, আর কিছু লিঙ্ক শুধু মাত্র সরাসরি লিঙ্ক ই দিতে হবে। আরেকটু সহজ করে দিলাম আপনার ক্রোম সার্চ বার এ গিয়ে লিখুন "chrome://chrome-urls"। এখন ব্রাউজ করুন হিডেন লিঙ্ক।

অবশেষে বিশাল এক ধন্যবাদ দিতে চাই এই দানব টিউন টি মনোযোগ সহকারে পরার জন্য। ভালো থাকুন। আবার দেখা হবে নতুন পর্বে।

ক্রেডিট; TecHubs.Net
ইউটিউব; TecHubs TV
ফেসবুক; TecHubs

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Darun hoyse tune ta. Thnx

এক কথায় অসাধারন, পিডিএফ আকারে সেভ করলাম

Level New

এরকম টিউনই তো চাই । =D

অসাধারন

Android এর Chrome দিয়ে Save Page বা Save As PDF করার কোন উপায় জানালে অনেক উপকৃত হতাম।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন করার জন্য। আমি কথা বলতে চাই ১৮ নাম্বার সেকশন নিয়ে। যদি আপনার তৈরী করে দেয়া ইউজার Cntrl+Shift+N প্রেস করে ব্রাউজিং শুরু করে তখন তাকে কিভাবে ট্র্যাক করা যাবে?

ধন্যবাদ না দিয়ে পারলাম নাহ… সত্যিই অনেক সুন্দর হইছে টিউনটা…

অনেক সুন্দর