Google chrome এর সেভ করা পাসওয়ার্ড বের করুন সেটিং থেকে

আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আর অন্যদের শুভেচ্ছা জানিয়ে সুরু করছি আজকের পোস্ট। কাজের জন্য অনেক ওয়েবসাইট এ রেজিস্ট্রেশান করতে হই এবং সব পাসওয়ার্ড মনে রাখা সম্ভব নয় বলে আমরা পাসওয়ার্ড গুলো ব্রাউজার এ সেভ করে রাখি। কিন্তু কোন কারনে যদি আপনি কি পাসওয়ার্ড দিএছেন ওটা জানা দরকার হয় সেক্ষেত্রে সেই পাসওয়ার্ড গুগল ক্রম থেকে কি করে বের করতে হয় আজ তা শিখে দিচ্ছি। এর জন্য আপনার গুগল ক্রম ব্রাউজার এর সেটিং এ যান এবং নিছের ছবির মতো show advanced setting এ ক্লিক করুন।

এর পর নিছের ছবির মতো Managed saved passwords এ ক্লিক করুন।

দেখবেন নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে। এখন যে সাইট এর Password দেখতে চান সেখে মাউস রেখে ক্লিক করুন তারপর show ক্লিক করুন দেখবেন পাসওয়ার্ড শো করবে।

প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, তবে অন্য কোন মানুষ যাতে এই পাসওয়ার্ড না দেখতে পারে এজন্য কি করতে হবে তার উপায় বলুন।

Level 0

এতটা সিম্পল জিনিস নিয়ে টিউন করে সবার সময় নষ্ট না করলেই কি নয়? এর পরের টিউন কি হবে? কিভাবে ক্রোমে ব্রাউজিং হিস্ট্রি দেখা যায়? কিংবা কিভাবে ক্রোম দিয়ে ইন্টারনেট চালানো যায়? :p

    @anofed: আপনি অনেক জানেন anofed ভাই তবে অনেকে হিস্ট্রি বের করতেও জানে না।