বর্তমান সময়ে জনপ্রিয় ৫ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশন!

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম, টেকটিউনস এর নতুন একটি টিউনে আপনাকে সুস্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা। আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো গুগলের সেরা ৫ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশন নিয়ে। এবার আপনাদের মনে মনে প্রশ্ন আসতেই পারে ক্রোম কি? ক্রোম হলো গুগলের তৈরি ওয়েব ব্রাউজার। যা বর্তমানে ডিফল্ট ব্রাউজার হিসেবে সকল অ্যান্ড্রয়েড ডিভাইসেই দেওয়া থাকে। আচ্ছা, আমরা সকলেই ক্রোম ব্রাউজার ব্যবহার করেছি তাই না? হ্যাঁ, আমরা সকলেই করেছি। তা না হলে, আপনি আজকে আমাদের আর্টিকেল পড়তে আসলেন কীভাবে? হা হা হা, মজা করেছি। তাহলে আসল কথায় আসি, আজকে আমরা ৫ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশন সম্বন্ধে বিস্তারিত জানবো। তো চলুন তার আগে জেনে নেই ব্রাউজার এক্সটেনশন কী?

ব্রাউজার এক্সটেনশন আসলে কী?

ক্রোম ব্রাউজার এক্সটেনশন হল ছোট সফটওয়্যার প্রোগ্রাম যা ক্রোম ব্রাউজারে অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করে থাকে। ব্রাউজার এক্সটেনশন ব্যবহারকারীদের ব্রাউজিং কার্যক্রম কাস্টমাইজ করার সুযোগ দিয়ে থাকে। ক্রোম এক্সটেনশনগুলি আপনাকে আপনার কাজের পদ্ধতি আরো বেশি উন্নত করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আপনি একটি এক্সটেনশন ব্যবহার করলে একই সাথে একাধিক ট্যাব ব্রাউজ করতে পারবেন, আরো একটি এক্সটেনশন ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলি সংরক্ষণ করতে পারবেন। এরকম অনেক এক্সটেনশন আছে যা আমাদের অনলাইন জীবনকে আরো বেশি সহজ করে তুলেছে।

মোদ্দাকথা ক্রোম ব্রাউজার এক্সটেনশন আমাদের অনলাইন জীবনের সকল কার্যক্রমকে আরো বেশি সহজ, সমৃদ্ধ ও সময়োপযোগী করে তুলেছে। গ্লোবাল বিশ্বের অনলাইনের এই যুগে মানুষ সহজেই নিত্যনতুন জিনিস জানতে অথবা শিখতে চায়। তো বন্ধুরা আজকে আমরা জানবো, বর্তমান সময়ে সবচেয়ে উত্তম পাঁচটি ক্রোম ব্রাউজার এক্সটেনশন নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - সেরা ৫ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশন।

1. Bitwarden Password Manager

Bitwarden ক্রোম এক্সটেনশনটি হল একটি জনপ্রিয় ওপেন-সোর্স পাসওয়ার্ড ম্যানেজার যা আপনার সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে সাহায্য করবে। Bitwarden Chrome এক্সটেনশনটি আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে এবং সেগুলি সহজেই মনে রাখতে অনেক বেশি সাহায্য করবে। আপনাকে শুধু আপনার মাস্টার পাসওয়ার্ড মনে রাখলেই হবে, বাকি সব কাজ Bitwarden Extension নিজে করে নেবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনার সেভ করা পাসওয়ার্ড এখানে অনেক বেশি সুরক্ষিত থাকবে। তাই আপনার সিকিউরিটি নিয়ে আপনাকে অতিরিক্ত চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই। Bitwarden Chrome এক্সটেনশনের জনপ্রিয় ফিচারগুলো হলোঃ

পাসওয়ার্ড জেনারেটর

এটি আপনার জন্য অটোমেটিকভাবেই অনেক বেশি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেবে।

অটো লগইন

আপনার প্রয়োজনীয় প্রায় সকল ওয়েবসাইটে লগইন করার সময় এক ক্লিকেই আপনার পাসওয়ার্ড পূরণ করে লগ-ইন করতে পারবেন।

পাসওয়ার্ড শেয়ারিং

আপনার বিশ্বস্ত ব্যক্তিদের সাথে নির্দিষ্ট পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA)

আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জনিত নিরাপত্তা ত্রুটিগুলো আরো বাড়াতে MFA ফিচারটি চালু করতে পারবেন।

ক্লাউড সিঙ্ক

আপনার পাসওয়ার্ডগুলো ক্লাউডে সিঙ্ক করে আপনার সকল ডিভাইস থেকে এক্সেস করতে পারবেন। এটি মূলত অনেক জনপ্রিয় এবং অনেক বেশি ব্যবহার হওয়া একটি ফিচার। চাইলে আপনিও ব্যবহার করতে পারেন।

সিক্রেট নোট

আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেমন ক্রেডিট কার্ডের নম্বর, ডকুমেন্ট ইত্যাদি সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে পারবেন। এতে আপনার ক্রেডিট কার্ডের নম্বর, ডকুমেন্ট ইত্যাদি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এমনকি অ্যাপ ডেভলপমেন্ট প্রতিষ্ঠানের মালিক ও সেই ডাটা হস্তক্ষেপ করে না। এটি একটি ভালো ফিচার।

ডার্ক ওয়েব স্ক্যানিং

আপনার পাসওয়ার্ডগুলো ডার্ক ওয়েবে লিক হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন। এই ফিচারটিও বেশ জনপ্রিয়। যার কারণে আপনি আগে থেকেই নিজেকে সতর্ক করতে পারবেন। আপনার সাথে এমন কিছু হলে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলবেন।

ওপেন-সোর্স

এটি একটি ওপেন-সোর্স প্রজেক্ট, তাই আপনি এর কোড পরীক্ষা করে দেখতে পারবেন। এমনকি আপনি চাইলে নিজেই নিজেরটি মডিফাইড করে ব্যবহার করতে পারবেন।

Bitwarden Password Manager

Official Website @ Bitwarden Password Manager

2. Grammarly

দেখুন বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রিয়জনদের সাথে চ্যাটিং কথা বলা গল্প করা থেকে শুরু করে প্রায় সকল কাজগুলোই করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। এতে মাঝে মাঝে আমাদের লেখার মাঝে বানানে ভুল হয়, বানান ভুলের এমন সমস্যাগুলো এড়াতে Grammarly আমাদের সাহায্য করতে পারবে। তো চলুন তার আগে জেনে নেই Grammarly কী?

Grammarly কী?

Grammarly হল একটি ভাষা-সংশোধন ব্রাউজার এক্সটেনশন যা আপনার টাইপ করা টেক্সটের বানান, ব্যাকরণগুলোর ত্রুটিগুলি শনাক্ত করতে পারে। এতে আপনার লেখার গুণগতমান আরো বেশি উন্নত হবে। আমাদের দৈনন্দিন অনেক কাজেই আমরা ইংরেজি ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা টা হলো আমরা বেশির ভাগ মানুষই ইংরেজি লিখতে গিয়ে কিছু না কিছু ভুল করেই ফেলি, যেমন: বানানে ভুল, Grammar এ ভুল ইত্যাদি।

আমরা বেশির ভাগ মানুষ Facebook ব্যবহার করি। ফেসবুকে Status লিখার ক্ষেত্রে বানান এবং Grammar ভুল এর ফলে সহ্য করতে হয় বন্ধুদের অপমান এবং বিভিন্ন কথা। ফ্রিলান্সারদের প্রতিদিন ক্লাইন্টদের সাথে কথা বলা এবং কাজের জন্য বিড করার প্রয়োজন হয়। কভার লেটারে ভুল হলে সেই কাজ পাওয়াটা কষ্টকর হয়ে যায়। এই সকল সমস্যা সমাধান করার একমাত্র উপায় Grammarly এক্সটেনশন ব্যবহার করা৷ আমরা আমাদের ইংরেজি ভুল সংশোধনের জন্য Grammarly ব্যবহার করতে পারি। Grammarly যেভাবে কাজ করে:

  • বানান শুদ্ধ করতে সাহায্য করে। গ্রামার চেক করে এবং কোথাও ভুল হলেই সেই ভুল সংশোধন করতে পারে।
  • শব্দের সমার্থক শব্দ ও পারিভাষিক শব্দ সাজেস্ট করতে পারে। যা দ্বারা আপনি খুব সহজেই আপনার লেখাগুলোকে সঠিক করতে পারবেন।
  • কপি, পেস্ট লেখা খুব সহজেই ডিটেক্ট করতে পারে।

Grammarly

Official Website @ Grammarly

3. AdBlock

আমরা কেউই চাই না ওয়েবসাইট ভিজিট করার সময়, কোন কোম্পানির অ্যাড আমাদের চোখে আসুক। AdBlock এর মাধ্যমে আমরা সহজেই যেকোনো ওয়েবসাইটের অ্যাড ব্লক করে দিতে পারি। সবচেয়ে ভালো একটি বিষয় হলো এটি ব্যবহার করতে কোন অর্থ প্রদান করতে হয় না। সম্পূর্ণ ফ্রিতেই AdBlock এক্সটেনশনটি ব্যবহার করতে পারবেন। AdBlock হলো জনপ্রিয় একটি বিজ্ঞাপণ বন্ধকারী ব্রাউজার এক্সটেনশন। যার মাধ্যমে আপনি সকল ওয়েবসাইট থেকে বিরক্তিকর বিজ্ঞাপনগুলোকে বন্ধ করে দিতে পারবেন।

AdBlock এক্সটেনশন টি ব্যবহার করার কারণে আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করলে তা সাধারণ সময়ের থেকে অনেক বেশি দ্রুত লোডিং হবে৷ যার ফলে আপনার অতিরিক্ত ডেটা খরচ কমে যাবে। স্বাচ্ছন্দ্যভাবেই ব্রাউজিং কার্যক্রম চালাতে পারবেন। অ্যাডব্লক প্লাস ভিডিও বিজ্ঞাপণ, ব্যানার, পপ-আপ এবং অন্যান্য ধরনের থার্ড পার্টি এবং বিরক্তিকর বিজ্ঞাপণ, সেইসাথে ট্র্যাকিং এবং ম্যালওয়্যার ব্লক করার জন্য জনপ্রিয় একটি ব্রাউজার এক্সটেনশন হয়েছে।

AdBlock

Official Website @ AdBlock

4. Dark Reader

হয়ত আমরা সকলেই জানি যে মোবাইল কম্পিউটারের রেডিয়েশন, আমাদের চোখের ত্বকের জন্য বেশ ভালোই ক্ষতিকর। তাই আমাদের সকলের উচিত মোবাইলের ব্রাইটনেস কমফোর্ট জুনে রাখা। যাতে মোবাইলের ক্ষতিকর রেডিয়েশনের আলো থেকে আমাদের চোখকে ভালো রাখতে পারি। বিশেষজ্ঞরা মনে করেন ডার্ক থিম মানুষের চোখের ত্বকের জন্য ভালো। Dark Reader এর মাধ্যমে ব্রাউজিং করার সময় ওয়েব পৃষ্ঠার ডার্ক মোড করে নিতে পারবেন। ডার্ক মুড অন করে মোবাইল অথবা কম্পিউটার চালানো সম্ভব। এতে আমাদের চোখ ত্বক ঠিক থাকবে। তো চলুন Dark Reader সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে নেই।

Dark Reader কী?

Dark Reader হল একটি জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন। যা ব্রাউজিং করার সময় ওয়েব পৃষ্ঠা ডার্ক মোডে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। আপনার চোখের উপর চাপ কমাতে এবং রাতে ব্রাউজিং করাকে আরও আরামদায়ক করে তোলার জন্য Dark Reader ব্যবহার করা হয়। আপনার প্রয়োজনীয়তা এবং পছন্দের উপর নির্ভর করবে, আপনি এই Dark Reader ব্রাউজার এক্সটেনশনটি ব্যবহার করবেন কিনা৷ তবে এটি খুবই জনপ্রিয় একটি ব্রাউজিং এক্সটেনশন। Dark Reader এক্সটেনশনটি আপনার ইন্টারনেট ব্রাউজারের সময় কানেকশন ড্রপ অথবা ইন্টারনেট স্লো হওয়ার মতো সমস্যাগুলো ছাড়া সকল ওয়েবসাইটের জন্য ডার্ক থিম অথবা নাইট মোড এনাবেল করতে পারবেন।

Dark Reader

Official Website @ Dark Reader

5. Google Translate

আমরা আমাদের মাতৃভাষা ব্যতীত, অন্য যেকোনো ভাষা বুঝতে কঠিন হবে এটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা এরও সমাধান রয়েছে। Google translate এর মাধ্যমে আমরা যেকোনো বিদেশি ভাষাকে আমাদের মাতৃভাষায় অনুবাদ করতে পারব। যেখানে কি বলা হয়েছে সেটাও খুব ভালোভাবেই বুঝতে পারবো। নিজের ভাষাকে পরিবর্তন করে উক্ত ভাষায় অনুবাদ করতে পারবেন। এবার হয়ত ভাবছেন এই ট্রান্সলেট আসলে কি? তো চলুন শুরুতেই জেনে নেই Google Translate কী?

Google Translate কী?

Google Translate হল একটি ভাষা অনুবাদ ব্রাউজার এক্সটেনশন যা আপনাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে সহায়তা করবে। এটি আপনার বিদেশ ভ্রমণের জন্য অথবা অন্য ভাষা শিখতে সহায়ক হতে পারে। গুগল ট্রান্সলেট (Google Translate) এর কাজ হলো একটি ভাষার লেখা বা বাক্য কে অন্য যেকোনো ভাষায় রুপান্তর (Translate) করা। অর্থাৎ আপনি যদি কিছু শব্দ বাংলায় অনুবাদ করতে চান তাহলে সহজেই আপনি সেটি গুগল ট্রান্সলেট (Google Translate) এর মাধ্যমে করে নিতে পারবেন। এতে আপনাকে আলাদা কোনো প্রকার ঝামেলা করতে হবে না। তাছাড়া আপনি গুগল ট্রান্সলেট (Google Translate) সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। গুগল ট্রান্সলেট ব্যবহার করার জন্য আলাদা কোনো অর্থের প্রয়োজন নেই।

মজার ব্যাপার হলো গুগল ট্রান্সলেট (Google Translate) মোবাইল এবং কম্পিউটার দুই ধরনের ডিভাইস এই ব্যবহার করা যায়। মোবাইল ব্যবহারকারীদের জন্য গুগল ট্রান্সলেট (Google Translate) গুগল প্লে স্টোর এ অ্যাপ্লিকেশন আকারে প্রকাশ করা হয়েছে। আরও মজার বিষয় হলো আপনি যখন গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন তখন শুধু মাত্র ঐ শব্দের অর্থই নয় বরং আপনি আপনার পছন্দমতো অথবা চাহিদামতো যেকোনো শব্দেই অনুবাদ করতে পারবেন।

Google Translate

Official Website @ Google Translate

শেষ কথা

আজকের টিউনে আলোচনা করা ব্রাউজার এক্সটেনশনগুলো বর্তমানে সময়ে অনেক বেশি জনপ্রিয় এবং কাজের এক্সটেনশন। সবগুলো এক্সটেনশন আপনি ক্রোম ব্রাউজার এক্সটেনশন স্টোরেই পেয়ে যাবেন। আর এই ব্রাউজার এক্সটেনশনগুলো ব্যবহার করতে আপনাকে আলাদাভাবে কোন হিডেন চার্জ অথবা এক্সট্রা ফ্রি দেওয়া লাগবে না। সম্পূর্ণ ফ্রিতেই আপনি এই ব্রাউজার এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারবেন। আজকের টিউনে আলোচনা করা ব্রাউজার এক্সটেনশনগুলো নিয়ে অনেক তথ্যই তুলে ধরতে পারি নাই। আজকের আলোচনা করা বিষয়গুলোর মধ্যে কোথায় কোনো ভুল হলে তা অবশ্যই ক্ষুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের টিউন নিয়ে কারো কোনো পরামর্শ থাকলে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। গঠনমূলক সুন্দর পরামর্শ হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে দিবো। কথায় আছে, ভালোবাসা সেতো বড্ড সেকেলে কজনই বা পারে ভালোবাসতে বাধ্য করতে? আমাদের জীবন গুগল, ক্রোম, ব্রাউজার এক্সটেনশন এতটাই পানির মতো সহজ করে দিয়েছে, গুগল ক্রোম কী আসলেই ভালোবাসতে বাধ্য করে না? প্রশ্নটা তুলা থাক।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৫ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশন! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস