সেরা ৫ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশন

Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ক্রোম ব্রাউজারের সেরা ৫ টি এক্সটেনশন নিয়ে আলোচনা করবো যেগুলো আপনার সারাদিনের কাজকে আরো সহজ করে দিবে। তো এখানে অনেকেই হয়ত নতুন। তারা আমাকে প্রশ্ন করতে পারে ক্রোম এক্সটেনশন আসলে কি? এটা কী কাজে লাগে? এটি আসলে দেখতেই বা কেমন? তাদেরকে উদ্দেশ্য করেই আমার প্রশ্নের উত্তর রইলো আপনারা পড়ে নিবেন। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রশ্নঃ ক্রোম এক্সটেনশন কি? কি কাজে লাগে?
উত্তরঃ ক্রোম এক্সটেনশন হলো ক্রোমের জন্য একপ্রকার টুলস বা এটিতে আপনি বট ও বলতে পারেন। এগুলো অনেকটা রোবট এর নিদিষ্ট কাজ করে থাকে। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ক্রোম এক্সটেনশন হয়ে থাকে। অনলাইন জগতে হাজার হাজার ক্রোম এক্সটেনশন রয়েছে।
ক্রোম এক্সটেনশন মূলত পিসি বা ল্যাপটপ এর দ্বারাই আপনি সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে কানেক্ট করে এই সুবিধা নিতে পারবেন। কিন্তু মোবাইল ফোনে সরাসরি ক্রোম ব্রাউজার ব্যবহার করে এর এক্সটেনশন গুলোর সুবিধা নিতে পারবেন না। এই এক্সটেনশন গুলোর সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই Qiwi Browser টি প্লে-স্টোর থেকে আপনার মোবাইলে ইন্সটল করে তারপর সেই ব্রাউজারে কাঙ্ক্ষিত এক্সটেনশন এড করে এর সুবিধা গুলো আপনি ভোগ করতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন দেখে নেই ক্রোম ব্রাউজারের সেরা ৫ টি এক্সটেনশন গুলো কি কি?

১. Ads Block - অ্যাডস্ ব্লোক

বর্তমানে এই Ads Block ক্রোম এক্সটেনশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রোম এক্সটেনশন। যা মোবাইল কিংবা পিসি/ল্যাপটপ উভয় ইউজারদের জন্য বেশ জনপ্রিয় একটি এক্সটেনশন। কারণ আমরা প্রতিদিন কোন না কোনো ওয়েবসাইটে ভিজিট করি। যদি আমরা নিয়মিত ওয়েবসাইট ভিজিট করে থাকি তাহলে একটি জিনিস খুব ভালো করে লক্ষ করলে দেখতে পারবো যে যে সব থার্ড পার্টি ওয়েবসাইট আছে তারা বিভিন্ন রকম নোংরা এবং বিরক্তিকর সব অ্যাডস্ শো করায়। আমরা অনেকেই এই বিরক্তিকর অ্যাডস্ গুলো থেকে মুক্তি চাই কিন্তু ভালো কোনো সমাধান খুঁজে পাই না। আপনি মোবাইল কিংবা পিসি/ল্যাপটপ ইউজার হয়ে থাকলে আর আপনি যদি এসব বিরক্তিকর অ্যাডস্ থেকে মুক্তি চান তাহলে Ads Block ক্রোম এক্সটেনশন টি আপনার জন্য সেরা হতে চলেছে। কারণ এই এক্সটেনশন টি আপনার ফোনে কিংবা পিসি/ল্যাপটপ এ যুক্ত করে নিলে সকল প্রকার অ্যাডস্ আসা বন্ধ হয়ে যাবে। গুগলে এই এক্সটেনশনটির মোট ইউজার সংখ্যা রয়েছে ১০, ০০০, ০০০+ ইউজার। তাই আপনি নির্ভয়ে Ads Block ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।

২. Voice In Speech - ভয়েস ইন স্পিচ

এই এক্সটেনশন টি মূলত কম্পিউটার কিংবা ল্যাপটপ ইউজার দের জন্য বেস্ট একটি এক্সটেনশন। কারণ এই এক্সটেনশন এর কাজ মোবাইল ইউজারদের ডিফল্ট ভাবেই দেওয়া থাকে। তাই মোবাইলে এটির এক্সটেনশন ব্যবহার করার কোন দরকার নেই। আপনি হয়ত এতক্ষণ এ আন্দাজ করতে পেরেছেন যে এটির আসলে কাজ কি? এটির কাজ মূলত কথা বলে বা ভয়েস দিয়ে লেখা। কম্পিউটার কিংবা ল্যাপটপ এ বাংলা বা ইংরেজি টাইপিং বেশ ঝামেলা করে এবং তা অনেক সময়সাপেক্ষ। আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে আপনার পিসি/কম্পিউটার এর জন্য এই এক্সটেনশন টা বেস্ট একটি অপশন হতে পারে৷ কারণ এখন থেকে আপনি খুব সহজেই ভয়েস দিয়ে টাইপিং কর‍তে পারবেন। গুগলে এই এক্সটেনশনটির মোট ইউজার সংখ্যা রয়েছে ৩০০, ০০০+ ইউজার। তাই আপনি নির্ভয়ে Voice In Speech ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।

৩. Email Tracker For Gmail - ই-মেইল ট্রাকার ফর জিমেইল

আপনি একজন স্টুডেন্ট কিংবা আপনি একজন চাকরিজীবী অথবা আপনি একজন ব্যবসায়ী। তাই ই-মেইল অথবা জিমেইল আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ আপনার দিনের প্রায় বেশির ভাগ সময় ইমেইলের মাধ্যমেই তথ্য আদান প্রদান হয়। সেক্ষেত্রে Email Tracker For Gmail এই ক্রোম এক্সটেনশন টি আপনার জন্য বেস্ট হবে। কারণ আমরা অনেক সময় অনেকের কাছে মেইল পাঠিয়ে থাকি। তারপর সারাদিন ভাবতে থাকি সে কি মেইল টা পেয়েছে কিংবা সে কি মেইল টা দেখছে? আপনিও যদি আমার মতো এমন চিন্তার মানুষ হয়ে থাকেন তাহলে আপনার চিন্তার অবসান ঘটার সময় এসে গেছে। কারণ এখন থেকে আপনি কাউকে মেইল করলে সে যখন সেই মেইল টি ভিউ করবে কিংবা মেইল টি যখন ওপেন করবে তখন সাথে সাথে Email Tracker For Gmail এই ক্রোম এক্সটেনশন টি আপনাকে জানিয়ে দিবে যে অপর পার্শ্বের ব্যক্তিটি আপনার ই-মেইল পড়েছে। গুগলে এই এক্সটেনশনটির মোট ইউজার সংখ্যা রয়েছে ১০, ০০০, ০০০+ ইউজার। তাই আপনি নির্ভয়ে Email Tracker For Gmail ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।

৪. ClipBoard History - ক্লিপবোর্ড হিস্টোরি

এটি মূলত কম্পিউটার কিংবা ল্যাপটপ এর জন্য বেস্ট একটি এক্সটেনশন। মোবাইলে এই এক্সটেনশনটির ব্যবহার করার কোন দরকার নেই। কারণ বর্তমানে Redmik Keybord এই এই ফিচার টি দেওয়া আছে। আর বর্তমানে প্রায় ৯০% মোবাইল ইউজার এই Redmik Keybord টি ব্যবহার করে৷ তবে এই ClipBoard History ক্রোম এক্সটেনশন টি কম্পিউটার ইউজার এর জন্য সেরা একটি এক্সটেনশন। কারণ এখানে আপনি কোনো লেখাকে কপি করে পিন করে রাখতে পারবেন। আপনি সেই লেখাকে ভুলে যাবেন কিন্তু আপনার পিসি বা ল্যাপটপ থেকে সেই লেখা হারাবে না। যতোদিন পিন করে রাখবেন ততোদিন সেই লেখা সেখানে থেকে যাবে। এছাড়াও আপনি একসাথে অনেকগুলো আলাদা আলাদা লেখা কপি করে রাখতে পারবেন। পরে প্র‍য়োজন অনুযায়ী আলাদা আলাদা কাজে সেই লেখাগুলো আলাদা আলাদা ভাবে পেস্ট করে লিখতেও পারবেন। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা অনেক বেশি দরকারি টাইপ করেন আবার সাথে সাথে কপিও রাখতে হয় তাহলে আপনার জন্য এই ClipBoard History ক্রোম এক্সটেনশন টি সেরা একটি অপশন হতে পারে। গুগলে এই এক্সটেনশনটির মোট ইউজার সংখ্যা রয়েছে ১০০, ০০০+ ইউজার। তাই আপনি নির্ভয়ে ClipBoard History ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।

৫. Go Full Page - গো ফুল পেজ

এটিও মূলত পিসি বা কম্পিউটার এর জন্য সেরা একটি ক্রোম এক্সটেনশন। কারণ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পিসি বা ল্যাপটপ থেকে কোন একটা বিষয়ে স্ক্রিনশট দিতে চাইলে স্কিন শট দেওয়া কিন্তু বেশ ঝামেলার সহজে হয় না। আর মোবাইল ইউজার রা সহজেই স্কিন শট দিতে পারে। তাই বললাম এটি মূলত একটি ডেক্সটপ ক্রোম এক্সটেনশন। আপনি এই এক্সটেনশন টি ব্যবহার করে খুব সহজেই পিসি বা ল্যাপটপ এর ফুল পেজ কিংবা প্রয়োজনীয় জায়গার স্কিন শট নিতে নিতে পারবেন খুব সহজে মানে ১ ক্লিকেই। আপনি যদি একজন পিসি কিংবা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে এই Go Full Page ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন। গুগলে এই এক্সটেনশনটির মোট ইউজার সংখ্যা রয়েছে ৭০০০, ০০০+ ইউজার। তাই আপনি নির্ভয়ে Go Full Page ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।

তো বন্ধুরা এই ছিল আজকের টিউন। পিসি, ল্যাপটপ কিংবা মোবাইলে ব্যবহার করার জন্য সেরা ৫ টি গুগল ক্রোম এক্সটেনশন। আপনি চাইলে আজকে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রতিদিন টেকনোলজি বিষয়ক নতুন নতুন টিপস এন্ড ট্রিক নিয়ে আর্টিকেল পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে TrickNew দেখা হবে পরবর্তী টিউনে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকটিউনস এর সাথেই থাকবেন। ধন্যবাদ।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস