
সবাই কিরাম আছেন? আশা করি ভালই আছেন। আমিও মন্দ নেই। ২০১৪ সালের প্রথম টিউন এটি আমার। তাই কিছু অন্যরকম টিউন নিয়ে হাজির হলাম 🙂 । আজ আপনাদের সাথে আমি অসাধারন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি, টিউনের টাইটেল দেখা অবশ্যই ইতিমধ্যেই জেনে গেছেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে আইওএস ৭ একটি জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যাপেল প্রেমিকদের কাছে। অনেকেই ভাবেন যে আমিও যদি এটির মত স্টাইলের কিছু ব্যবহার করতে পারতাম! হ্যাঁ আপনিও পারবেন, এটি ব্যবহার করতে তবে, এর জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতে হবে। আর এটি ক্রোম এরই একটা এক্সটেনশন।
➡ আমি ফেসবুকেও আছি কোন প্রকার সমস্যা হলে নক কইরেন!

যা ব্যবহারের মাধ্যমে আপনি পাবেন ফুল IOS 7 আউটলুক। আপনি যখন নতুন ট্যাব খুলবেন ক্রোমে তখন আপনার সামনে নতুন ধরনের একটা পেজ আসবে যার আউটলুক হবে পুরোপুরি আইওএস ৭ এর মতন। এখানে আপনি নতুনভাবে আপনার পছন্দের ওয়েবসাইট যোগ করে নিতে পারবেন। নিচের মেনুবার থেকে App Store এ গিয়ে আপনি আপনার পছন্দের অ্যাপস টিও যোগ করে নিতে পারেন। এ ছাড়াও রয়েছে সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আপনার মনমত আইকন সেট করতে পারবেন আইকন ইমপোর্ট ও এক্সপোর্ট করতে পারবেন ডিলিট করতে, আইকনের জায়গা পরিবর্তন ও আরো আছে অনেক ফিচার।



তাহলে আর দেরি কেন? যার যার দরকার নিয়ে নেন। IOS7 না চালাতে পারেন কিন্তু এর বিকল্প তো রয়েছে। কিছু না হোক কথায় আছে না দুধের স্বাদ ঘোলে তো মিটানো এই। তাই কিছু না পেয়েও কিন্তু আইওএস ৭ এর মতন অনেক কিছুই কিন্তু পাচ্ছেন। আর পুরোপুরি চাইলে আইফোন ছারা উপায় নাই 😆 । আর ফ্রি জিনিসের এর থেকে বেশি কিছু আশা করা ঠিক না। অনেক কথা বলে ফেললাম। এইটি আমি নিজেও ব্যবহার করতেছি আমার কাছে তো ভালো লাগছে, তাই টিউটোরিয়ালটি শেয়ার করলাম। এখন আপনাদের উপকারে আসলেই আমার এই লেখা সার্থক। কোন সমস্যা হলে জানাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগল আপনার কাছে এ বিষয়টি। সবাই ভাল থাকবেন।
আমি হাসিবুর (HR)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Darun tune bro t
Google Adsense Account Karo Proyojon Hole Contact Korte Paren 2 Hour e Kore Dibo :01737549011