Google Chrome প্রেমিদের জন্য কিছু অসাধারণ Extensions::::

Google Chrome প্রেমিদের জন্য কিছু অসাধারণ Extensions::::

আসসালামু-আলাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।আজকে আমি আপনাদের জন্য নিয়ে এস্চি গুগল ক্রম এর কিছু  Extensions নিয়ে নিন নয়তো বিরাট মিস করবেন।
বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালই আছেন। বন্ধুরা আমি আজ আসলাম গুগল ক্রম ভক্তদের জন্য কিছু অসাধারণ Extensions নিয়ে আসলাম। চলুন দেখি না কি কি Extensions
 আছে?


১. Photo zoom for facebook:

আসলে এই Extensions টি এক্কে বারে চরম একটি Extensions। এটি আপনি আপনার ফেসবুক ব্যবহারের ধারনাই পালটে দেবে। এই Extensions এর মাধ্যমে আপনি কোন ছবিকে দেখতে ইচ্ছে করলে তা Click করে দেখতে হবে না। এই Extensions টি থাকলেই চলবে। কোন ছবির উপর মাউস রাখলেই ছবিটি অটোমেটিক বড় হয়ে যাবে তার সাইজ অনুযায়ি।ডাউনলোড করে নিন।
নিচের কিছু ছবি দেখে নিন।

২. AdBlock

এটি এমন একটি Extensions যা আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের বিরিক্তকর ADD দেখা থেকে বাচাবে অর্থাৎ যে কোন ধরনের ADD কে এই Extensions হাইড করে দিবে অনেকটা নিচের ছবির মত। ডাউনলোড করে নিন। ক্লিক করুন

৩. Awesome New Tab Page
এটি আপনার  New Tab এর ডিজাইন পরিবর্তন করে দেবে। এটি এমন ভাবে পরিবর্তন করে দিবে যে আপনি অতি সহজে আপনার বিভিন্ন ওয়েবসাইট এর ঠিকানা সেভ করে রাখতে পারবেন। এছাড়া এটি দেখতে খুবই সুন্দর এটি গুগল ক্রমকে অসাধারণ রুপ দেয় ডাউনলোড না করলে বুঝতে পারবেন না। ডাউনলোড করে নিন।
নিচের ছবিটি দেখেনঃ

৪. Facebook Messenger

এটির নাম দেখে অবশ্যই বুঝতে পারছেন এটি কি? এটি একটি Facebook Messenger । এর মাধ্যমে আপনি আপনার গুগল ক্রম থেকে সরাসরি Chat করতে পারবেন। আমরা অনেক সময় ফেসবুক চালু রেখে অন্য অয়েবসাইটে কাজ করি তাই অন্য কেউ মেসেজ পাঠালে আবার সেই ফেসবুক এ যেতে হয়। এখন থেকে আর যাওয়া লাগবে না। এটি দ্বারা যে কোন পেজ থেকে Chat করতে পারবেন।  ডাউনলোড করে নিন।
নিচের ছবিটি দেখুনঃ

কোনো সমস্যা হলে কমেন্ট করবেন । ভালো থাকবেন ।তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লহ হাফেজ।

এটা আমার প্রথম পোস্ট , তাই কোন ভুল হলে ক্ষমা করবেন।

এই পোস্ট টি প্রথম আমার ব্লগ এ প্রচারিত হয়েছিল  : http://786techtips.blogspot.com

সময় পেলে আমার ব্লগ এ ঘুরে আসুন ।

---------------------------------------------------------------------------------------------------------

Level 0

আমি ZAHID HASAN SHOVON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিভাবে youtube ভিডিও ডাউনলোড করবো?

@সাজিদুল হাসান আমি আপনার কথা ঠিকমত বুঝতে পারলাম না। একটু স্পষ্ট ভাবে বলুন।

Level New

firefox এ adblock বাদে অন্য কিছু থাকলে বলুন….

Google chrome আর Firefox এ কিভাবে web page save as করে single file (*.mht) এ পেজ সেভ করা যায়? Internet Explorer আর Opera তে খুব সহজেই এটা করা যায়।

    @writerbuddha: firefox e UnMHT add on install korun
    r Google chrome still searching

অপেরা মিনির জন্য কিছু বলুন।

আমি যখন ক্রোম দিয়ে ইউটিউব ব্রাউজ করি তখন ভিডিও রান করলে আই ডি এম ডাউনলোড প্যানেল সো করেনা। যার কারনে ভিডিও ডাউনলোড করতে পারিনা।তাই আপনার কাছে যদি এর কোনো সলুসন থাকে তাহলে দিবেন।

@সাজিদুল হাসান apnar shomoshata ami bujte pareci.. aktu opekha korun ai bapare ami pic shoo akta post korbo 2-1 diner moddhe.. so http://786techtips.blogspot.com/ ar shate thakun…. tnx

amake ektu knock koiren ekhane coment er maddome. karon ami sobsomoy net calaina.

Level 0

ভালো পোস্ট,

Level 0

thanks