বিশ্বকাপ ফুটবল ২০১৪ ডিজিটাল ফিক্সচার- এস.এম.এস রিমাইন্ডার বিনামূল্যে

আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়া উৎসব বিশ্বকাপ ফুটবল ২০১৪। এবারের বিশ্বকাপ দক্ষিন আমেরিকার ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কারনে প্রায় সবগুলো খেলাই বাংলাদেশ সময়ে দিবাগত রাতে অনুষ্ঠিত হবে। মোবাইলে (যে কোন অপারেটর) বিনামূল্যে বিশ্বকাপ ফুটবল ২০১৪ গ্রুপ স্টেজ ম্যাচের প্রতিটি খেলার পূর্বে এস.এম.এস রিমাইন্ডার জন্যে  নিমোক্ত ধাপগুলো অনুসরন করতে হবে।

১. আপনার Google Account-এ Sign In করতে হবে।

২. https://www.google.com/calendar লিংক থেকে Google Calender পেজে যেতে হবে।

৩. চিত্রের মতো Calender Settings-এ যেতে হবে।

৪. Calender Settings থেকে Mobile Setup ট্যাবে যেতে হবে।

৫. মোবাইল নাম্বার বক্সে নাম্বার লিখে Send Verification Code এ ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই Google থেকে Verification Code আসবে। Verification Code টি নির্ধারিত বক্সে লিখে Finish Setup এ ক্লিক করতে হবে। Verification হওয়ার পর Google থেকে আবার একটি Confirmation কোড আসবে।

৬. সেটিংস সেভ করে ক‌্যালেন্ডার ওপেন করতে হবে।

৭. চিত্রের মতো করে Other Calender থেকে Add By URL এ ক্লিক করতে হবে।

৮. URL বক্সে লিংকটি

https://www.google.com/calendar/ical/lq727rbhtpn41u9dle68phmjtk%40group.calendar.google.com/public/basic.ics

পেস্ট করে Add Calender এ ক্লিক করতে হবে।

৯. এরপর Fifa World Cup 2014 Brasil নামে একটি Calender Add হবে।

১০. এবার চিত্রের মতো Fifa World Cup 2014 Brasil ক্যালেন্ডারের Down arrow তে ক্লিক করে Reminders & Notification সিলেক্ট করতে হবে।

১১. এখানে ২টি এস.এম.এস. রিমাইন্ডার একটি খেলা শুরু হওয়ার ৬ ঘন্টা পূর্বে এবং অপরটি ৩০ মিনিট পূর্বে দেয়া আছে। তবে রিমাইন্ডার সুবিধামত পরির্বতন করা যেতে পারে।

এবার উপভোগ করুন Fifa World Cup 2014.

Google Calender Feature টি নিমোক্ত কাজেও ব্যবহার করা যেতে পারে।

১. Occasion Reminder

২. BirthDay Reminder

৩. দৈনিক, মাসিক অথবা বাৎসরিক কিস্তি, ঔষধ, বেতন, বিল পরিশোধের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।

Level 0

আমি tonmoy345। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ! এবার দেখাযাক কাজ হয় কিনা!

এই ক্যালেন্ডারটাতে কোন দেশের সময় ব্যবহার করা হয়েছে?
যদি ব্রাজিলের সময় ব্যবহার করেন তাহলে তো সব গুলো ম্যাচ ১ ঘন্টা আগে দিছেন। যেমন- প্রথম ম্যাচ শুরু হবে ব্রাজিলের সময় অনুযায়ী 5pmএ ও বাংলাদেশ সময় অনুযায়ী রাত ২টা মানে 13-06-2014, 2amএ।
একটু বুঝিয়ে বলবেন, প্লিজ। আর এমন একটা সুন্দর কাজের জন্য অবশ্যই ধন্যবাদ।

    Level 0

    @Md. Abdulla Al Mamun: এ টিউনের উদ্দেশ্য হল গুগল ক্যালেন্ডার সম্পর্কে ধারনা দেয়া এবং বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর সময় সংক্রান্ত জটিলতা দূর করা। এ ক্যালেন্ডারে প্রতিটি ম্যাচের বাংলাদেশ সময় অনুযায়ী রিমাইন্ডার সেট করা হয়েছে। ।অর্থাৎ ব্রাজিলের স্থানীয় সময় GMT -3 কে বাংলাদেশের স্থানীয় সময় GMT +6 এ পরিনত করা হয়েছে। এ কারনে বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর প্রথম ব্রাজিল বনাত ক্রোয়েশিয়ার ম্যাচ ব্রাজিলের স্থানীয় সময় অনুযায়ী ১২ই জুন,২০১৪ বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে- যা বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী ১৩ই জুন রাত ২ টায় অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।

Level 3

ধন্যবাদ

Level 0

thank’s

thanks

Level 0

Thanks

NICE POST

Level 0

এটা কি শুধু ব্রাজিল এর খেলার ফিক্সার? পুরো খেলার ফিক্সারটি কিভাবে কেলেন্ডার এ আপলোড করব? পোস্টটি সুন্দর হয়েছে।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

Level 0

thanks

Nice Post……..

Level 2

Thanks for nice post. It realyy help if its remined us on time. We need more this type of new exciting post. Thanks for sharing with us. Keep uit up.