সেরা ৫ টি অনলাইন একশন গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরাও একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সেরা ৫ টি অনলাইন একশন গেম সম্পর্কে আলোচনা করবো। যাদের ফোনে রেম কম বা যারা ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো বড়ো গেম গুলো খেলতে পারেন না তারা হয়তো ভিষন মন খারাপ করে থাকেন তাই না? হ্যা তাদের জন্যই আজকে আমার এই টিউন, যাদের ফোনের রেম কম বা ফোন বেশি ভালো না তারাও আমার আজকের এই অনলাইন গেম গুলো খেলতে পারবেন। আর তাদের একা একা বসে থাকা বোরিং সময় গুলো মজায় মজায় কাটাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজে নেমে পরি।

তো যারা এই অনলাইন গেম গুলো খেলবেন। তাদের ফোনের রেম বেশি লাগবে না মোটামুটি একটা কোয়ালিটি সম্পুর্ন ফোন হলেই আপনি এই গেম গুলো খেলতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো যে এই গেম গুলো গ্রাফিক্স কিন্তু ততোটা হাই কোয়ালিটির পাবেন না। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গেম গুলো আপনাকে বোরিং করবে না। বেশ ভালোই মজা করে খেলতে পারবেন। তো শুরুতেই আমরা যে গেম টি নিয়ে আলোচনা করবো সেটি হলো -

১. Mini Militia - মিনি মিলিটিয়া

এক সময়য়ের সেরা সারা পাওয়া গেম ছিলো এটি এর বিষেষ কারণ ছিলো এই গেমটি আপনারা ১ থেকে ১৫ জন্য বন্ধু একসাথে মিলেমিশেও এই গেম টি খেলতে পারবেন। এছাড়া চাইলে আপনি নিজে একা একা ও এই গেমটি খেলতে পারবেন। এই গেমটি খেলার জন্য কোনরকম এম্বির প্র‍য়োজন হতো না। যাষ্ট wifi এবং hotspot দিয়েই বন্ধুদের সাথে পাল্লা পাল্লি করে এই গেম টা খেলে সেরা ইঞ্জয় করতে পারবেন। তবে আপনি গেম টি প্লে স্টোর থেকে যে ভার্সন পাবেন সেটি কিন্তু খেলে এতোটা মজা পাবেন না। এর জন্য আপনাকে অবশ্যই মুড ভার্সন এর এপ ডাউনলোড করে ইন্সটল করে খেলতে হবে। তবে আমি আপনাদের প্লে- স্টোর লিংক টিই দিবো। গেমটির সাইজ মাত্র ৫৩ এম্বি। এটি ১ জিবি থেকে যেকোন ফোনের রেমেই খেলতে পারবেন। আপনি আপনার সেরা চয়েস হিসাবে এই গেমটি বাছাই করে নিতে পারেন। এটি প্লে-স্টোরে প্রায় ১০০ মিলিয়ন এর বেশি বার ইন্সটল করা হয়েছে। প্লে-স্টোর থেকে গেমটি ইন্সটল করতে -  এখানে ক্লিক করুন

২. Hero Hunters - হিরো হান্টার্স

 

এটি কিন্তু একটি 3D শুটিং গেমস। যদিও একটি বেশি এম্বির গেমস তবুও খুব বেশি কিন্তু নয় মাত্র ১৪০ এম্বির একটি গেম। আপনি এই গেমটি ১ জিবি রেমেও আরামছে খেলতে পারবেন। তবে বলতে হয় এটি কিন্তু একটি অনলাইন গেম। আর এটি খেলতে অবশ্যই আপনার এম্বইর প্রয়োজন হবে। গেমটিতে 3D গ্রাফিক্স ব্যবহার করার কারনে এর গ্রাফিক্স এক কথায় দূদান্ত। এই গেমটিতে আপনাকে অন্য সব গেমের মতোই খেলে খেলে লেভেল আপ করতে হবে। গান কয়েন দিয়ে কিনতে হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম গান কালেকশন। গেমটিতে রয়েছে আলাদা আলাদা লেভেল এর জন্য আলাদা আলাদা দূদান্ত গ্রাফিক্স করা সব প্লেস। আপনি যদি একজন একশন গেম লাভার গেমারস হয়ে থাকেন আতলে এই গেমটি একবার হলেও খেলে দেখবে পারেন। এককথায় দূদান্ত একটি গেম। প্লে-স্টোরে এটির এখন অব্দি প্রায় ১০+ মিলিয়ন ডাউনলোড রয়েছে। প্লে-স্টোর থেকে গেমটি ইন্সটল করতে -  এখানে ক্লিক করুন

৩. Heroes Of CyberSphere - হিরস্ অফ সাইবারশেপার

 

এই গেমটি মূলত কিসউনজা - ফান শুটিং গেমস কোম্পানির তৈরি একটি সেরা অনলাইন গেম। এই গেমটি আপনি আপনার নরমাল ফোনটিতেও অনেক সুন্দর ভাবে খেলতে পারবেন। গেমটির রয়েছে সেরা আর দূদার্ন্ত সব গ্রাফিক্স। এটি আপনি আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন না ঠিকিই কিন্তু অনলাইন থেকে ৪ জন কম্পিউটার বন্ধু নিয়ে আপনি এই গেমটি খেলে সেরা ইঞ্জয় করতে পারবেন। গেমটিতে রয়েছে অসাধারন সব ফায়ার সাউন্ড সিষ্টেম। ভিন্ন রকম গান কালেকশন এমনকি ভিন্ন রকম এনেমিও। গেম টিতে আপনি নাইট মুডের লেভেল, মরুভূমির লেভেল, এমনকি জঙ্গলে ফাইটিং লেভেল ও পাবেন। এক কথায় অসাধারন একটি গেম। গেমটির সাইজ মাত্র ৬১ এম্বি। যার কারণে ছোট রেমেও ধুমছে আপনি গেমটি খেলতে পারবেন। আপনি যদি অনলাইন একশন গেমে অভ্যাস্ত থাকেন তাহলে এই গেমটি একবার ট্রাই করতে পারেন। প্লে-স্টোর থেকে গেমটি ইন্সটল করতে -  এখানে ক্লিক করুন

৪. Raft Survival - রেফর্ট সারভাইভাল

যদিও এটি একটি ভিন্ন রকম গেমস তবুও এটি কিন্তু একটি একশন গেমস ও বলা চলে। পুরো গেমটি সার্ক কে নিয়ে। আপনি গেমটি শুরুর আগে আপনাকে সার্ক মারার জন্য বরশি, থোরকো, কেটা, সহ আরো যাবতীয় সকন জিনিস দেওয়া হবে। সার্কগুলো মেরে আপনাকে টার্গেট কে উদ্ধার করতে হবে। এখানে আরো একটি মজার বিষয় হলো এখানে আপনি একা খেলবেন না। এটি একটি অনলাইন গেম হওয়ার কারনে এখানে আপনি সহ অনলাইন থেকে আরো ৩ জন প্লেয়ার মানে মোট ৪ জন প্লেয়ার মিলে গেমটি শুরু হবে। তারপর লেভেল গুলো এগনোর জন্য আপনাকে অবশ্যই শার্ক গুলোকে মেরে মেরে পুরো লেভেল ক্লিয়ার করে জিততে হবে। হারার চাঞ্জ ও অনেক বেশি। গেমটির গ্রাফিক্স ও এককথায় দূদান্ত। ১-২ জিবির রেমে গেমটি আরামছে খেলতে পারবেন। গেমটির সাইজ মাত্র ১০১ এম্বি। এবং প্লে-স্টোরে গেমটির ১০০+ মিলিয়ন ডাউনলোড রয়েছে। আপনি যদি নিয়মিত ভিন্ন ধরনের গেম খেলে অভ্যাস্থ হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি দূদান্ত গ্রাফিক্স সম্পূর্ণ গেম হতে পারে। চাইলে আপনি এই গেমটি একবার খেলে দেখতে পারেন। প্লে-স্টোর থেকে গেমটি ইন্সটল করতে - এখানে ক্লিক করুন

৫. Mad Zombies - ম্যাড জম্বিস

গেমটির নাম শুনেই হয়তো বুযে গেছেন কেমটি কেমন হতে পারে। হ্যা বন্ধুরা অনেকেই কিন্তু জম্বি টাইপের গেম অনেক ভালোবাসে। তাই ভাবলাম কেনোনা এই গেমটাও আপনাদের মাঝে শেয়ার করি। কারণ এটি অনলাইন এবং অনলাইন একটি শুটিং গেম। গেমটিতে 3D গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যার কারনে গেমটির গ্রাফিক্স অনেক দূদান্ত। গেমটিতে প্রতিটি লেভেল জেতারপর আপনাকে আলাদা আলাদা যায়গায় লেভেল দেওয়া হবে। সব থেকে সুন্দর আর মজার একটি বিষয় হলো গেম টির প্রতিটি লেভেল প্রায় ভাঙ্গা বাড়ি, পোড়া বাড়ি এবং ভয়ানক সব বাড়িতে করা হয়েছে। যার কারণে গেমটি আরো দূদান্ত হয়েছে। গেমটিতে আপনি চাইলে ভালো গুলি কিংবা ক্যারেক্টার কিনতে পারবেন এরজন্য অবশ্যই আপনার ডলার এর প্রয়োজন হবে৷ আপনি কিনতে না চাইলে ফ্রি দেওয়া জিনিস গুলো দিয়েও এই গেমটি খেলতে পারবেন। এই গেমটিতে প্রতিটি লেভেল জেতা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। যারা প্রতিনিয়ত জম্বি গেম খেলেন তারা জানেন জম্বি গেমের লেভেল পার করা কতোটা কঠিন। তো যাই হোক আপনি যদি একজন একজন জম্বি শুটিং গেম লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি বেস্ট একটি গেম হতে চলেছে। গেমটির সাইজ মাত্র ১২২ এম্বি। এছাড়া এটি প্লে-ষ্টোটে এখন পযন্ত মোট ১০+ মিলিয়ন ডাউনলোড জয় করেছে। প্লে-স্টোর থেকে গেমটি ইন্সটল করতে - এখানে ক্লিক করুন

তো বন্ধুরা এই ছিলো আজকের টিউন সেরা ৫ টি অনলাইন একশন শুটিং গেম। আশাকরি টিউন টি আপনাদের ভালো লেগেছে। কোন গেমটি আপনি ইন্সটল করে খেলা শুরু করলেন তা টিউনমেন্ট এ অবশ্যই জানাতে ভুলবেন না। প্রতিদিন টেকনোলজি বিষয়ক নতুন নতুন টিপস এন্ড ট্রিক নিয়ে আর্টিকেল পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে TrickNew দেখা হবে পরবর্তী টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে ততোক্ষন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকটিউনস এর সাথেই থাকবেন ধন্যবাদ।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস