বিসমিল্লাহির রহমানির রাহিম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা পৃথিবীতে এমন কিছু গেমস রয়েছে যেগুলো খুব স্বাভাবিক খেলে আমরা সময় পার করি। কিন্তু এমন ও কিছু গেমস রয়েছে যেগুলো খেলে আমরা গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ি। শুধু তাই না ওই গেমস খেলতে খেলতে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলি। আমরা আমাদের পরিবার ও বন্ধুদের কাছে থেকে দূরে সরে যাই। তাদের সাথে খারাপ আচরণ ও করি, কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় গেমস খেলে মানুষ আত্নহত্যা করে।
আজ এমন একটি টপিক ব্লু হোয়েল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল টপিকে চলে যাই
এক সময়ের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি খেলা ব্লু হোয়েল। প্রযুক্তি নির্ভর এই গেমসটির ফাদে পড়ে আত্নহত্যা করতে পিছু নামছে না অনেক যুবক যুবতীরা।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই মরণঘাতী গেমের নির্মাতা কে? কেন তৈরি করা হয় এই গেম, চলুন যেনে নেই এই সম্পর্কে বিস্তারিত।
ব্লু হোয়েলের নির্মাতা Phillip Buddakan, Phillip রাশিয়ার নাগরিক ডাক নাম Phillip Parks। ১৮ বছর বয়সে Phillip প্রথমে ব্লু হোয়েল নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে 57 নআমক গ্রুপ তৈরি করেন। এরপর ৫ বছরের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেন। ৫ বছরের জন্য সমাজের যেসব মানুষ অপ্রয়োজনীয় তার মতে তাদের ধ্বংস করার জন্য তিনি এই পরিকল্পনা গ্রহণ করেন। Phillip যখন এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন, তখন তিনি রাশিয়ার একটি বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করতেন। Phillip সাউন্ড ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। বিশ্ব বিদ্যালয়ে তিন বছর পড়াশোনা করার পর ব্লু হোয়েল বিষয়টি প্রকাশ হলে ২০১৬ সালে তাকে বিশ্ব বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ঐ সময় থাকে গ্রেপ্তার করে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। ২০১৬ সালের মে মাসে Philip কে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ব্লু হোয়েল গেমস মোটেও কোন ইন্টারনেট ভিত্তিক কোন সফটওয়ার অ্যাপ্লিকেশন গেমস নয়। এটি সোসাল মিডিয়া ভিত্তিক একটি গেমস। বলা হচ্ছে যেসব কম বয়সের ছেলে মেয়ে অবসাধে ভোগে তারাই অসাবধানতার কারণে এই গেমে আসক্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এটি কোন ক্লান্তি বা বিষন্নতা দূর করার গেমস নয়। এটি আত্নহত্যার প্রবেশ পথ মাত্র। ইন্টারনেট বা গুগল কোথাও খোঁজে পাবেন না এই গেমস। খোঁজে পেতে পারে কারো পাঠানো কোন গুপন লিংক এর মাধ্যমে। এই গেমস খেললে মৃত্যু অনিবার্য।
বন্ধুরা এখন আপনি প্রশ্ন করতে পারেন একটি গেমস খেললে কিভাবে মৃত্যু হতে পারে। ব্লু হোয়েল এর অর্থ হলো নীল তিমি। নীল তিমি মৃত্যুর আগে সাগরে উঠে আসে। তারা আত্নহত্যা করেন বলে অনেকের ধারণা। এ কারণে এই গেমের নাম করা হয়েছে ব্লু হোয়েল। গেমে ৫০টি ধাপ রয়েছে, মনে রাখবেন একবার এই গেমে ঢুকে গেলে সব গুলো স্ত্ররে যেতে বাধ্য হতে হয়। ২০১৩ সালে F 57 নামক একটু গ্রুপ এই গেমস তৈরি করে। ২০১৫ সালে VK.com নামক একটি সোসাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয় সেই সাথে অনেক মানুষ ডাউনলোড ও করে। রাশিয়ায় এই গেমস খেলে এই পর্যন্ত ১৫১ জনের মৃত্যু হয়েছে এবং রাশিয়ার বাহিরে মারা গেছে ৫০ জন।
গেমটি মূলত ডাক ওয়েবের গেমস। ডাক ডাক ওয়েব হলো ইন্টারনেটের অন্ধকার জগৎ। মনে রাখবেন গেমটি একবার ডাউনলোড করলে কখনো আপনি Uninstall করতে পারবেননা। গেমটি আপনার সিস্টেমে ঢুকে আপনার Ip address, Email Password, Facebook password, Contact list, Gallery photo এমন কি Aponar Bank information আপনার লোকেশন তারা জেনে নিচ্ছে। আর এই সমস্ত কিছু করা হচ্ছে অনেক সু কৌশলে। ব্লু হোয়েল গেমস ওপেন করা মাত্র আপনাকে একজন Admin পরিচালনা শুরু করবে। গেমটির ১০টি লেভেল খুব আকর্ষণীয় User admin কিছু মজার মজার নির্দেশনা দেন যেমন- রাত ৩ ঘটিকায় ঘুম থেকে উঠে Horor movie দেখা, চিল্লা চিল্লি করা, উঁচু ছাদের কিনারায় হাটা হাটি করা। পছন্দের খাবার খাওয়া ইত্যাদি। একারণে গেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিশোর কিশোরীরা। আর এর সাহায্য নিয়ে Admin হাতিয়ে নিবে আপনার পার্সোনাল ইনফরমেশন যা চলবে ১৫ লেভেল পর্যন্ত। এরপর শুরু হবে গেমের পরের লেভেল গুলো। পরের লেভেলে চলবে সব ভয়ংকর কাজ। ব্লেড দিয়ে হাতে নীল তিমির ছবি আকা, সারা গায়ে হাত দিয়ে আঁচড় দেওয়া, কখনো ভোরে ছাদের উপরে ঘুরাঘুরি করা, রেললাইন সময় কাটানো, ভয়ংকর সব মুভি দেখা ইত্যাদি। তারপরের লেভেলে আত্ন নির্যাতন মূলক টাস্ক সামনে এলে কিশোর কিশোরীরা এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে যে গেম ছাড়া তারা বের হতে পারে না। আর এর মধ্যে কৌশল পরিবর্তন করে Admin। আপনি টেরও পাবেন না প্রথম ২০ ধাপে সংগ্রহ করা তোথের উপর ভিত্তি করা আপনার মোহগ্রস্ত করতে পারে। আপনি ভাববেন এই গেমস ছাড়া বেছে থাকা অসম্ভব। একই সঙ্গে পরিবার ও সহপাঠীদের সাথে খারাপ আচরণের মাধ্যমে আপনাকে এক করে দেওয়া হবে।
২৫ লেভেলের পর নির্দেশনা আসবে মাদক বা ড্রাগস নেওয়ার জন্য এরপর সম্যেহিত করে আপনকে ৩০ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপর চাওয়া হবে আপনার নগ্ন ছবি। আপনি সম্যেহিত বা মাদকের কারণে নগ্ন ছবি পাঠাতে হবেই। এরপর নির্দেশনা আসবে আপনার ভালোবাসার মানুষের সাথে খারাপ কিছু কাজ করে গোপনে ছবি আপলোড করতে। আপনার যখন ওই গেমস থেকে নেশা চলে যাবে
এরকম ভাবে চলে যাবে ৪০ লেভেল পর্যন্ত। এরপর আপনি কি কি করেছেন সব মনে পড়বে। বেচে থাকার আকুতি জানাবেন আপনি। আপনি কাদবেন আর বলবেন দয়াকরে গেমসটিUninstall করে দিন। উপরে বলা হয়েছে এই গেমে একবার ঢুকলে আর বের হওয়া যায়না। সেটার ব্যাখ্যা আপনি পেয়েগেছেন নিশ্চয়। তারপরেও বলে রাখা ভালো Admin আপনাকে Blackmail করবে। কারণ আপনি বের হওয়ার চেষ্টা করছেন। গেম টিম বা Admin তখন সবকিছু ফাসকরে দেওয়ার হুমকি দেবে, কারণ নগ্ন ছবি সহ আপনার যাবতীয় কিছু তাদের হাতে থাকবে। তাই আপনাকে এই গেমে থাকতেই হবে। পরবর্তীতে ৫০ লেভেলে আপনাকে এমন কিছু টাস্ক দেওয়া হবে যা করা মানি আপনার মৃত্যু, আর এভাবেই ঘটে এই গেমের পরিসমাপ্তি।
তাই বন্ধুরা আপনাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে। যেকোন লিংকে ক্লিক করার আগে একটু বিবেচনা করে ক্লিক করবেন। এবং সবধরনের গেম খেলা থেকে একটু বিরত থাকবেন।
বন্ধুরা এই ছিলো আজকের টপিক, আশাকরি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ভালো ও সুস্থ থাকুন সবাই, আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.