ইসলামের ভাষায় PUBG হালাল নাকি হারাম?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় PUBG। বন্ধুরা আমরা যারা মুসলমান, বিশেষ করে তাদের জন্য আজকের এই টিউন। ইসলামের ভিত্তিতে PUBG কি হালাল নাকি হারাম সমস্ত কিছু নিয়ে কথা বলব আজকের এই টিউনে। বন্ধুরা ইসলামের ভিত্তিতে PUBG একদম হারাম। বন্ধুরা আপনারা যারা PUBG গেমস খেলছেন তারা কিভাবে শিরক করছেন সব কিছু বলব আজকের এই টিউনে। আমি আশাকরি আজকের এই টিউন পড়া শেষে সবাই PUBG খেলা ছেড়ে দিবেন।

তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

১. প্রথমেই আমরা যখন PUBG গেমস ওপেন করি তখন বিমান থেকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নামে। তার মাঝথেকে একটি জায়গা রয়েছে যেখানে নামলে ফ্রিতে অনেক কিছু দেওয়া হয়। এখানে নামার পর আপনাকে মূর্তির সামনে মাথা নতো করতে হবে। আপনি যে ধর্মের হন না কেন মাথা নতো করতে হয়। মূর্তির সামনে মাথা নতো করলে এটা যে শিরক তাতে কোন সন্দেহ নাই। আমরা অনেকেই জানি পবিত্র কুরআনে আল্লাহ বলে দিয়েছেন শিরক কারী কোন দিন জান্নাতে যেতে পারবে না। তাই বন্ধুরা আমরা যারা মুসলমান তারা চেষ্টা করব এরকম শিরক না করার জন্য। এতে আমাদের ঈমান নষ্ট হবে।

২. আমরা যখন এই গেমসের আরেকটু ভেতরে যাই, তখন দেখতে পাই রাস্তার পাশে অনেক গাড়ি। এই গাড়ি গুলোর যে সামনে মূর্তি আকা রয়েছে। আমরা মুসলমান হয়েও কিন্তু এটা আমাদের দেখতে হচ্ছে।

৩. আমরা যখন আরেকটু ভেতরে যাই, তখন দেখতে পাই একটা মূর্তির নিচ পেঠে পবিত্র কা'বা শরিফ উল্টো করে ধরে রেখেছে। এখন আপনি মনে করতে পারেন এটা হয়ত একটা বক্স হবে। পৃথিবীতে কি আর কোন বক্স নেই শুধু কা'বা শরিফের আকৃতি ছাড়া। তারা কিন্তু কৌশলে কা'বা শরিফকে অবমাননা করছে। তাদের প্লান হচ্ছে, আপনি যদি সরাসরি পবিত্র কা'বা শরিফ দেখে ফেলেন তাহলে আর সেই গেমস খেলবেন না। তাই তারা উল্টো করে রেখে দিয়েছে। আমরা তার প্রতিবাদ করার বদলে PUBG খেলছি। আমাদের লজ্জা হওয়া উচিত।

৪. একজন প্লেয়ার যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়। তখন সে সেজদাহ দেয়। আর আপনারা জানেন এটা শিরকে পরিনত হয়। আর আমি আপনি এই গেমস খেলে নিজেই শিরক করছি।

৫. আপনারা যখন আরেকটু ভেতরে যাবেন তখন দেখতে পাবেন একটা কাঠের মাঝখানে এক চোখ। আপনারা কি চিন্তা করতে পারছেন দাজ্জালের এক চোখ। আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে দাজ্জালের এক চোখ থাকবে। আর এই দাজ্জালের সামনে নিজের প্লেয়ার দের দিয়ে মাথা নতো করাই।

৬. আমরা আরেকটু ভেতরে গেলে দেখতে পাব, এই যে কাঠের উপরে তাদের মূর্তি। স্পষ্ট বুঝা যাচ্ছে তারা তাদের ধর্মকে প্রচার করে যাচ্ছে। আর আমরাও তা হাসি মুখে দেখে যাচ্ছি। আসলে বন্ধুরা আমাদের লজ্জা হওয়া উচিত। কারণ আমাদের এরকম গেমস বন্ধ করার বদলে, আমরা সাপোর্ট করে যাচ্ছি।

৭. Alan walker DJ গান দিয়ে তাদের ধর্মকে প্রচার করে যাচ্ছে। বন্ধুরা এটা হয়ত আপনারা বুঝতে পারছেন না। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আশাকরি। Alan walker একটি টি-শার্ট এবং একটি ড্রেস ব্যবহার থাকে। বন্ধুরা আপনারা হয়ত খেয়াল করে থাকবেন বর্তমানে কোন কিছু ভাইরাল হলেই তা নিয়ে অনেক কিছু তৈরি করা হয়। এখন তাদের প্লান অনুযায়ী এই যে তাদের গেঞ্জিতে যে লোগো দেওয়া আছে সেই লোগো অনুযায়ী আপনিও একটি টি-শার্ট ব্যবহার করেন। আপনি যখন মার্কেটে এই রকম টি-শার্ট দেখতে পাবেন, তখন আপনি স্বাভাবিক মনে করে কিনে ফেলবেন। কিন্তু এটা স্বাভাবিক নয়। তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

৮. এই PUBG গেমস এ একটা প্লেয়ারের পেছনে খেয়াল করে দেখুন সাদা কালারের একটি মসজিদের মিনার। এখন আমার প্রশ্ন যেখানে ইসলাম বিরোধী অনেক কিছু রয়েছে। ঠিক একই জায়গায় মসজিদ দেওয়ার কারণ কি। বন্ধুরা এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ ভাঙ্গা অবস্থায় রয়েছে। আমরা মুসলমান সবাই জানি হযরত ঈসা (আঃ) আবার আমাদের মাঝে আসবেন এবং মুসলমানদের বিজয়ী করবেন। যে মসজিদে তিনি আকাশ থেকে অবতরণ করবেন। ঠিক একি রকম এই মসজিদ। এখন আপনি চিন্তা করে দেখেন হযরত ঈসা (আঃ) যে স্থানে অবতরণ করবেন ঠিক ঐ জায়গায় এই রকম ইসলাম বিরোধী কার্যক্রম চলছে। তাও ঠিক একি জায়গায় আমরা মুসলমান হয়ে খেলছি।

বন্ধুরা এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন এত কিছুর পরেও আপনি কিভাবে বলবেন যে এই গেমস খেলা ঠিক। বন্ধুরা এই গেমস শুধু হারাম না শিরক। আমরা মুসলমান এই গেমস খেলে দাজ্জালের প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমি আপনাদের সামনে যা তুলে ধরেছি শুধু যে এখানেই শেষ তা না। এমন আরও অনেক ইসলাম বিরোধী কার্যক্রম চলছে এই গেমসে। বন্ধুরা আমি আশাবাদী আমার আজকের এই টিউন দেখার পরে আপনাদের মাঝে যে বা যারা এই গেমস খেলেন তারা আর এই গেমস খেলবেন না। এই গেমস খেলে নিশ্চয়ই আপনি আপনার ঈমান নষ্ট করতে চান না।

শুধু তাই না বন্ধুরা এরকম গেমসের প্রতি আপনারা লিপ্ত হয়ে নিজের জীবন নষ্ট করে ফেলছেন। যদিও আমার থেকে আপনারা একটু বেশি বুঝেন তারপরও আমি আপনাদের সামনে শুধু যা সত্যি তা তুলে ধরেছি।

বন্ধুরা এই ছিলো আজকের মতো। যদি আমি কোন কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন আমি যা বলেছি তা ঠিক, তাহলে আশাকরি আজ থেকে আর এই গেমস খেলবেন না।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলের ইমেজটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ইমেজ যোগ করা হয়েছে।

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি কোন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারবেনা। অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া যাবে না। ইমেজের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট ছাড়া যেকোনো ডার্ক অথবা গ্রেডিয়েন্ট আছে এমন ইমেজ হতে পারবে কিন্তু কোনোভাবেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর কোন ইমেজ দিয়ে টেমপ্লেটে যোগ করা যাবে না।

করণীয়:

সংশোধন করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলে ইমেইজের সাথে মিলিয়ে, ইমেইজের সাথে দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি করে, ইমেইজ থেকে জেনারেটকৃত কালার থেকে First Rectangle Element এ প্রাইমারি কালার ও Second Rectangle Element এ সেকেন্ডারি কালার সেট করা হয়নি।

টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, ইমেইজ থেকে জেনারেটকৃত কালার থেকেই, টিউন থাম্বনেইলে ইমেইজের সাথে মিলিয়ে, ইমেইজের সাথে দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি করে, First Rectangle Element এ প্রাইমারি কালার ও Second Rectangle Element এ সেকেন্ডারি কালার সেট করে দিতে হয়।

করণীয়:

টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, First Rectangle Element ও Second Rectangle Element এর কালার এমন নির্বাচন করুন যেন তা ইমেইজের সাথে মানান সই হয়। যেন ইমেইজের সাথে একটি দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি হয়। First Rectangle Element ও Second Rectangle Element এর কালার এমন নির্বাচন করবেন না যে তা দেখতে কটকটে দেখায়। First Rectangle Element ও Second Rectangle Element এর কালার যেন ইমেইজের সাথে মিলে একটি কালার স্কিম তৈরি করে যে অনুযায়ী Rectangle Element এর কালার নির্বাচন করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

থাম্বনেইল পরিবর্তন ঠিক হয়নি। আপনার টিউনটিতে ভুল রয়েছে।

কারণ:

যথাযত নির্দেশনা সত্ত্বেও আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেটটির বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন করে টিউন থাম্বনেইল টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট করে সে টিউন থাম্বনেইল টেমপ্লেট দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করে সেট করা হয়েছে।

টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেটটিতে নির্দেশিত এলিমেন্ট ছাড়া অন্য কোন এলিমেন্টের কোন ধরনের চেঞ্জ করা যায় না। ভুল বসতও চেঞ্জ করা যায় না। কারণ তা না হলে টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে যায়।

করণীয়:

টিউন থাম্বনেইল টেমপ্লেটটি আপনাকে নতুন করে রি-এসাইন করা হয়েছে। আপনার মেইল চেক করুন। নতুন করে রি-এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট এর মাধ্যেমে এই টিউনের থাম্বনেইল আবার তৈরি করে সেট করুন।

পরবর্তিতে যেন আবার টিউন থাম্বনেইল টেমপ্লেটটির বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন হয়ে টিউন থাম্বনেইল টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে না যায় সে বিষয়ে বিষয়ে সতর্ক থাকতে হবে।

পরবর্তিতে টিউন থাম্বনেইল টেমপ্লেটের বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন করে টিউন থাম্বনেইল টেমপ্লেটের কনসিসটেন্টসি নষ্ট করা হলে আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হবে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।