Pubg Mobile 18.0 Beta Download করুন আর Released হওয়ার আগেই জেনে নিন কি থাকছে নতুন Update Version টিতে।
Pubg Mobile 18.0 গেমস খেলতে আমরা তো সবাই পছন্দ করি তাই না। আর বর্তমানে যদি কোন Trend গেমস থেকে থাকে তবে তা PUBG Mobile.
যদিও এর PC Version রয়েছে। তবে তা Paid কিংবা ভালো মানের পিসি না থাকার কারনে অনেকেই PUBG Mobile এর দিকে ঝুকছে।
এই গেমসটি যা কিনা Android কিংবা IOS ডিভাইসের জন্য রয়েছে। আর এটা কোন অংশেই কম নয় PC Games এর তুলনায়। যার ফলে সেরা গেমস গুলোর তালিকাতে এর স্থান শীর্ষে।
আর আমরা সবাই জানি যে এর একটি Season শেষ হতেই Update Version চলে আসে। প্রতিটি Season গুলোতে থাকে নতুন চমক। যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে।
Pubg Mobile 18.0 এবার Update Version টিতে যা থাকছে আমি ছোট্ট করে তা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের জন্য। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক আজকের আয়োজন।
গত এক বছর ধরে অপেক্ষায় ছিলাম Erangel 2.0 কবে আসবে। এবার ভেবেই নিয়েছিলাম যে Erangel 2.0 Remaster খেলা যাবে নতুন Update আসলে। কিন্তু না এবার তা আসেনি তাই একটু মনটা খারাপ যদিও।
যদিও বেশী ভাগ Gamer যারা আছে তারা Erangel Map পছন্দ করে।
তাই Tencent এবার Miramar কে দিয়েছে Visual Effect যার ফলে হয়তো এবার অনেকেই Miramar খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।
আগের থেকে Remaster করা Miramar দেখতে অনেক ভালো লেগেছে আমার কাছে।
আর এতে যুক্ত করা হয়েছে Dust Storm Effect বা ঘূর্নিঝড়।
দেখা যাবে আপনার Map এর একটি নির্দিষ্ট Location টিতে চলবে ঘূর্নিঝড়।
যেখানে আপনি পৌছালে দেখতে পারবেন যে আশেপাশে কাগজ সহ অনেক কিছুই উড়ছে এই ঘূর্নিঝড়ের মধ্যে।
তবে কিছুটা ঝাপসা হলেও একদম মন্দ হয়নি বলতেই হচ্ছে।
ঘূর্নিঝড়ের মধ্যে গেলে আপনাকে যদিও উড়িয়ে নিয়ে যাবেনা তবে সেখানে পেতে পারেন Miramar Crate.
যা কিনা Airdrop এর মত Supply প্রদান করবে আপনাকে।
এখানেই শেষ নয় আরো দেখা মিলবে কিছু নতুন ফিচারের।
যেমন আগামীতে আপনি Win94 কে Sniper হিসাবে ব্যবহার করতে পারবেন।
আর তাতে সংযুক্ত থাকবে 2.7x Scope.
যারা আগে Win94 কে পাত্তাই দিতেন না তারাও হয়তো এবার Win94 কে ভালোবেসে ফেলবেন।
আর পাশাপাশি আপনার যাতায়েত সুবিদার্থে যুক্ত করা হয়েছে নতুন একটি যানবাহন।
আপনারা হয়তো Miramar এ গাড়িতে চলাচল করেছেন।
তাহলে এটাও জেনে থাকবেন যে গাড়ি গুলোর গতি অনেক কম।
আর আপনার এই অসুবিধা দূর করতে এসেছে ১৬০ গতিতে চালানোর মত একটি যানবাহন।
Golden Mirado শুধু নামেই Gold নয় দেখতেও আসলেই অনেক সুন্দর করে বানানো হয়েছে।
আর সাথে যুক্ত হয়েছে ভালো গতি যা কিনা Miramar এর অন্য যানবাহনে দেখতে পাওয়া যাবেনা।
Long Range এর জন্য আমরা Scope ব্যবহার করে থাকি আর Short Range এর জন্য Holo অথবা Red Dot.আর এই Scope আর Red Dot/Holo পরিবর্তন করে খেলতে গিয়ে অনেক সময় পড়তে হয় ঝামেলার মুখে। এবার তার সমাধান দিতে যুক্ত হয়েছে নতুন Canted Sight ফিচার।
এবার আপনি চাইলে একই সাথে Scope এবং Red Dot/Holo চালাতে পারবেন কোন রকম পরিবর্তন করা ছাড়াই। শুধু আপনাকে একটি ক্লিক করতে হবে উপরে দেখানো চিহ্নটিতে। ব্যস হয়ে যাবে ঝামেলা শেষ।
Canted Sight এর মাধ্যমে আপনি একই অস্ত্রে ব্যবহার করতে পারবেন Scope কিংবা Red Dot/Holo. আর তা যে কোন অস্ত্র হতে পারে সমস্যা নেই। শুধু Scope Attach করা যায় এমন অস্ত্র হলেই চলবে।
আমার কাছে Paylab এর দুইটি ফিচার অনেক ভালো লেগেছে তার মধ্যে একটি হলো BlueHole Mode.
এই Mode টি একদম Different লেগেছে আর তার কারন। আগে দেখা যেতো Blue Zone গোল আকারে ছোট হতো আর সবাইকে Safe Zone এর মধ্যে প্রবেশ করতে হতো।
কিন্তু এবার আপনাকে সম্মুখিন হতে হবে দুইটি Zone এর। আগের মত Zone তো থাকবেই।
তার পাশাপাশি Safe Zone এর ভিতর আরেকটি Zone থাকবে।
আর আপনাকে অবস্থান করতে হবে দুটি Zone এর মাঝে সাদা অংশে। নয়তো পড়তে হবে উভয় সংকটে।
PayLab এর আরেকটি ফিচার এসেছে আর তা হলো Arctic Mode. অনেকেই হয়তো সেই বরফে ঢাকা Erangel Miss করছেন। যেখানে আপনি চাইলে Skate Board চালাতে পারতেন।
চিন্তা করবেন না এবার তার থেকেও অনেক বেশী কিছু পেতে যাচ্ছেন।
আপনি আগের মত Skate Board চালাতে পারবেন।
আর পাশাপাশি ঠান্ডায় মরতে চাইলে তাও পারবেন।
এখানে খেলার পাশাপাশি নিজেকে গরম রাখতে হবে। লাকড়ি খুজতে হবে আগুন জ্বালানোর জন্য।
পাশাপাশি Chicken পুড়ে কাবাব বানাতে পারবেন। আর Action সেটা আপনি আমার থেকেও ভালো জানেন সেটাও থাকছে।
আপনাদের জন্য তো রয়েছেই Crew Challenge, Bonus Challenge, Sponsored Match সাথে World League.
আরো পাচ্ছেন Cheer Park যেখানে আপনি সময় কাটাতে পারবেন সাথে রয়েছে Social Experiment করার সুবিধা।
আপনি অন্যকে Gift করতে পারবেন।
একজন আরেকজনকে Challenge করতে পারবেন।
আবার চাইলে সরাসরি Cheer Park থেকে নিজের Team Mate বেছে নিয়ে Classic বা অন্য Mode এ খেলতে পারবেন।
রয়েছে Training নেওয়ার ব্যবস্থা সাথে বাধা থাকবে Time limit.
আপনার Training এর সময় Score যদি বেশী হয় তবে তা ভেসে উঠবে বড় সড় একটি Display তে।
আর তার মাধ্যমে নিজেকে পৌছাতে পারবেন Score Board টিতে।
চাইলে লাফ ঝাপ করতে পারবেন কোন সমস্যা নেই। আর আপনি চাইল অন্য ভাবেও উপভোগ করতে পারবেন এই Cheer Park.
আপনি হয়তো নামেই Chicken Dinner পেতেন এবার চাইলে Chicken Dinner দেখতেও পারবেন।
যাই হোক ভাই আমি তো ক্লান্ত তাই একটু বসে বিশ্রাম নিচ্ছি আর Cheer Park এর প্রকৃতি দেখছি।
আর আগের মত আপনাকে বার বার Map Setting এ গিয়ে সব পরিবর্তন করতে হবে না।
হাতের কাছেই এনে দেওয়া হয়েছে এই Setting.
আমার জানামতে সম্পূর্ন Update তুলে ধরার চেষ্টা করেছি। তবে মূল আপডেট তখন Clear হবে যখন Global ভাবে তা Released হবে।
জানিনা আমার লেখা আর্টিকেল আপনাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তবে লাইক, টিউমেন্ট এবং, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
আপনি হয়তো বলতে চাচ্ছেন ভাই Review তো দিলেন কিন্তু Download করা নিয়ে কিছু বললেন না।
চিন্তা করবেন না আপনার ভাই সেটাও ব্যবস্থা করে রেখেছে আপনাদের জন্য।
যারা Android Device কিংবা Emulator দিয়ে Beta Version টি খেলতে চান তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Android Download
(Size 1.5GB)
আর যারা iOS ব্যবহার করেন তারা চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই Safari ব্যবহার করতে হবে।
(Size 1.5GB)
সম্পূর্ণ Beta Version টির সাইজ হবে 2.5GB এর মত। তবে তা সকল Map Download করার জন্য।
তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
-
লেখকঃ ইসমাঈল হোসেন (সৌরভ)
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician