ক্রাইসিস ২ বিবৃতি এবং ফ্রি ডাউনলোড

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ক্রাইসিস, ফার ক্রাই, ওয়ারহেড-এর মতো গেমগুলোর পর গেম ডেভেলপার ক্রাইটেক নতুন করে তৈরি করেছে ক্রাইসিস গেমটির পরবর্তী সংস্করণ ক্রাইসিস ২। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়, শুটিংয়ে নতুন পদ্ধতির প্রয়োগ আর উপস্থাপনের গুণেই এই গেমটি রোমাঞ্চ এনে দেবে গেমারকে।

বলা হচ্ছে, ২০১১ সালে এই গেমটি আসায় কল অফ ডিউটি গেমটি থেকে গেমারদের কিছুটা সরিয়ে আনতে পারবে ক্রাইসিস ২।


গেমটি খেলতে নিউ হয়র্ক শহরের দীর্ঘ যাত্রাপথে গেমারকে মুখোমুখি হতে হবে নানা বিপদের।

মুল ক্রাইসিস গেমটির সঙ্গে ক্রাইসিস ২ এর কিছুটা মিল থাকলেও গেমটির স্থান এবং দৃশ্যপট পুরোপুরি পাল্টে ফেলা হয়েছে।

এটি খেলতে গেমটির প্রধান চরিত্র অ্যালকাট্রাজ একটি বিশেষ প্রযুক্তির ন্যানোস্যুট ব্যবহার করবে। গেমটিতে শক্তিশালী বিপক্ষ তৈরি করা হয়েছে যারা প্রায় সমান ক্ষমতার অস্ত্র ব্যবহার করে।

২৫ মার্চেই মুক্তি পাওয়া এ গেমটি খেলা যাবে একক এবং যৌথভাবে।

কম্পিউটারে ভালোমানের গ্রাফিক্স এবং উচ্চশক্তির প্রসেসর থাকলে গেমটি খেলে বেশ আনন্দ পাওয়া যাবে বলেই বিভিন্ন রিভিউ সাইট জানিয়েছে।

ফরম্যাট : এক্সবক্স ৩৬০, পিএসথ্রি, উইন্ডোজ
ডেভেলপার: ক্রাইটেক
প্রকাশক : ইলেকট্রনিক আর্টস
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০১১
স্কোর : ৭/১০

গেমটির ফ্রি ডাউনলোড পাবেন এখানে

রেজিষ্ট্রেশন/ক্র্যাক ডাউনলোড এখানে

*লেখাটি এখানে পূর্ব প্রকাশিত

Level 0

আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

pc system requirement কত। আর ফ্রি বলতে কি ডেমু, নাকি অন্যকিছু সব খুলে বললে ভালো হয়। থেঙ্কু।

গেমটির সিস্টেম রিকোয়্যারমেন্ট হলো :

Core 2 Duo
or
Athlon 64 X2 processor clocked at 2GHz

2GB of RAM
GeForce 8800 GT
or
Radeon HD 3850 with 512MB of video memory

9GB of hard-drive space

DirectX 9.0c-compatible audio

আর লিংকে গেমটির ফুল ভার্সনই দেয়া আছে কিন্তু অনেক বড়, সম্ভব হলে ডাউনলোড করে খেলতে পারেন। ধন্যবাদ।

ধন্যবাদ

Xbox এ খেল্লাম…দারুন গেম 🙂

    পিএসথ্রি বা এক্সবক্স এ গেম খেলে অন্যরকম মজা পাওয়া যায়। অন্তত পিসি থেকে বেশী।

Level 0

vai go vai 8 gb go vai
ami r ai duniai nai…….

    দু:খিত ভাই, এর চেয়ে ছোট পেলাম না। বাজারে এটা ৩/৪ ডিস্ক এর ডিভিডিতে পাবেন, একত্র করলে সাইজটা বোধহয় বেশী না। কি আর করবেন, ডাউনলোড দিয়ে একমাস ঘুমান 😉

আপনি কোন যায়গায় দেখেছেন যে এই গেম কল অব ডিউটি থেকে গেমারদের সরিয়ে আনবে?পারলে রেফারেন্সে লিঙ্ক দিন।খুশি হব।মানি যে crysis 2 খুব ভাল একটা গেম।কিন্তু কল অব ডিউটির সাথে টেক্কা দেবার মত gameplay er হয় নাই।আমি এই গেম খেলেছি।সেরকম একটা ভাল লাগে নি।যেরকম করবে ভেবেছিলাম সেরকম কিছু-ই না।শুধুমাত্র graphics টা ভাল লেগেছে।এর থেকে আগেরটা অনেক ভাল।

    যার কাছে যেটা ভাল। বাজার বিশ্লেষণ করা হয় আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। আমরা আর কতটুকু বড় গেমার বলুন ? প্রতিটি গেমেরই কিছু নিজস্বতা/স্বকীয়তা আছে যার কারণে একেক গেমে একেক আমেজ পাওয়া যায়। আর আপনি রেফারেন্স খুজলেন তো? গেমের এই ইনফরমেশন তো আমি বানাইনি বানিয়েছে রিপোর্টার, লিংক দেখুন…. (http://tech.bdnews24.com/detailsCat.php?showcatid=1)

    না ভাই।আমি খুব বড় গেমার-ই।এই কারনেই উদ্ভত কথা-টা দেখে সহ্য করতে পারলাম না।crytek ইঞ্জিনের গেম ভাল।but crysis2 কল অব ডিউটির সাথে পাল্লা।অসম্ভব।যারা এই কথা লিখেছে তাদের মনে হয় সমস্যা থাকতে পারে।crysis 2 এমনিতেই rating পেয়েছে কম।gameplay অনেকের কাছে ভাল মনে হয় নাই,তার-উপর যদি কেও এই কথা বলে তাহলে অনেকের কাছেই খারাপ লাগবে।

    cod:mw3 এমনিতেই উঠে যাবে।gameplay পরে, শুধু story এর জন্য।ধন্যবাদ লিঙ্কটা দেবার জন্য। 😛

    কল অফ ডিউটি এর সাথে পাল্লা দেবার মত গেম আছে নাকি ?????

    আবার জিগায়।Modern Warfare:3 ফাটাইবো এইবার।i cant wait. 😀 @সুফি

thank you….

এইগুলা গেম দেখলেই কাদতে ইচ্ছা করে। কি করমু? বাংলাদেশের নেট দিয়া ডাউনলোড করতে করতে গেম খেলার সখ মিটে যাবে।
তবুও ধন্যবাদ নেট ভাল হইলে ডাউনলোডামু।

Crysis Warhead এইটা আছে। কিন্তু খুব স্লো। তাই এইটা ডাউনলোড দিলাম না