PUBG LITE PCএখন বাংলাদেশ থেকেই খেলুন কোন vpn ছাড়া

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

শুরুতেই আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশাকরি ভাল।

আপনারা যারা রেগুলার ইন্টারনেট চালান তারা সবাই  PUBG গেইমের নাম শুনেছেন। অনেকেই এই গেমটি খেলেও থাকবেন। কিন্তু  PUBG pc ভার্সনটা অনেক হাই গ্রাফিক্সের গেম। ফুল গেমিং পিসি ছাড়া খেলা সম্ভব না।

PUBG MOBILE এটা ফোনের ভার্সন। আপনার ফোনের র‍্যাম ৩ জিবি বা তার উপরে না থাকলে আপনি ভাল ভাবে খেলতে পারবেননা। অনেকেই পিসিতে এমুলেটর দিয়ে এই গেম খেলেছেন। কিন্তু এক্ষেত্রে ডাউনলোড করতে বেশ ঝামেলা হয়।

কিছুদিন আগে  PUBG অথরিটি জানায় যে তারা লো কনফিগার পিসির জন্য  PUBG LITE পিসি ভার্সন রিলিজ করবে। কিন্তু থাইল্যান্ড, ইন্দোনেশি, সিংগাপু, ফিলিপাইন ও মালয়েশিয়াতে খেলা যেত। ফলস্রুতিতে বাংলাদেশী কেউ pubg lite খেলতে চাইলে vpn ইউজ করে ওই দেশের সার্ভার এ কানেক্টড হয়ে তারপর  ডাউনলোড ও খেলতে হত। ব্যাপারটা বেশ ঝামেলাপুর্ণ ছিল।

গত ১৩ ফেব্রুয়ারী pubg lite গেইমটি বাংলাদেশ, মিয়ানমার সহ আরো ৭ টি দেশের সার্ভারে ওপেন করে দিসে। যার কারনে এখন আর আপনাদের vpn এর ঝামেলাতে যেতে হবে না। আরামছে খেলতে পারবেন গেমটি।

  1. রিকয়ারমেন্টসঃ 
  2. নেট কানেকশনঃ যেহুত অনলাইন গেইম তাই একটা ভাল নেট কানেকশন থাকাটা জরুরি।
  3. ডাউনলোড লিংকঃ http://twiriock.com/59sI

আল্লাহ হাফেজ। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি ইমতিয়াজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a student .and thats all


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস