ডাউনলোড করে নিন ভয়ঙ্কর ভৌতিক! সেরা গেমটি!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

রেসিডেন্ট এভিল ৭। Resident Evil 7: Biohazard

। Published By CapCom.

ভৌতিক আবহে টিকে থাকার লড়াই নিয়ে গেম 'রেসিডেন্ট এভিল ৭ : বায়োহ্যাযার্ড'। রেসিডেন্ট এভিল সিরিজের ১১তম সদস্যের সার্বিক ব্যবস্থাপনা ও প্রকাশনায় ছিল ক্যাপকম। চলতি বছরের ২৪ জানুয়ারি ২০১৭ গেমটি অবমুক্ত করা হয়েছে। এটি একই সঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানে খেলা যাবে।

ystem Requirements of Resident Evil 7 Biohazard

Before you start Resident Evil 7 Biohazard Free Download make sure your PC meets minimum system requirements.

  • Tested on Windows 7 64-Bit
  • Operating System: Windows 7/8/8.1/10
  • CPU: Intel i5 or later.
  • RAM: 8GB
  • Setup Size: 22 GB
  • Hard Disk Space: 24 GB

ডিরেক্ট ডাউনলোড করেনিন।

ডাউনলোড করুন

কাহিনী ঃ
গল্পের নায়ক ইথান উইনটার। প্রায় ৩ বছর হয়ে গেল ইথানের স্ত্রী মিয়া নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর ইথান স্ত্রীকে উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে। হঠাৎ মিয়া ইথানের কাছে বার্তা পাঠায় তাকে উদ্ধারের জন্য। সেই বার্তার সূত্র ধরে ইথান জানতে পারে বেকার পরিবারের এক পরিত্যক্ত পুরনো বাগানবাড়িতে মিয়াকে বন্দি রাখা হয়েছে। সেখানে গিয়ে বাসার নিচে ইথান তার স্ত্রীকে বন্দি অবস্থায় পায়। বন্দিদশা থেকে উদ্ধার করতে গেলে মিয়া ইথানকে তাড়া দেয় 'ড্যাডি' আসার আগেই দ্রুত এখান থেকে তাকে নিয়ে বের হয়ে যেতে। এমন সময় জো নামে একজনের কল আসে ইথানের মোবাইলে। জো তাদের পালানোর পথ বলে দেয়। দেখানো পথ ধরে পালানোর সময় অপরিচিত ভৌতিক এক ফোর্স মিয়ার কর্তৃত্ব দাবি করে ইথানের ওপর আক্রমণ করে। আর এভাবেই শুরু হয়ে ইথান আর মিয়ার সেই ভুতুড়ে বাড়ি থেকে বের হওয়ার মিশন।
যেভাবে খেলতে হবে
গেমটি খেলতে হবে গল্পের নায়ক ইথান উইনটারের চরিত্রে। মূল মিশন, বেকার পরিবার ও তাদের সৃষ্ট ভৌতিক চরিত্র মোল্ডারদের সঙ্গে যুদ্ধ করে মিয়াকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। মিয়া অথবা জো যে কারও সরাসরি নির্দেশনায় সামনে এগোনো যাবে। ইথান সাধারণ নাগরিক হওয়ায় যুদ্ধের কৌশল জানা থাকবে না তার। তবে পিস্তল, কুড়াল, শটগান, বিস্কোরক এই ধরনের সহজে ব্যবহারযোগ্য অস্ত্র ব্যবহারের সুযোগ পাবে গেমার।

 

Level 0

আমি তারেক আনাম। Engineer, -, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস