এক নজরে দেখে নিন বর্তমানের সেরা স্মার্টফোন গেমসগুলো!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

ভিডিও গেমস খেলবেন? তাহলে কেন কস্ট করে পিসিতে বসে গেম লোড দিয়ে তারপর খেলতে হবে? কিংবা হাজার হাজার টাকা খরচ করে গেমিং কনসোল কিনে সেখানেই বা কেন খেলবেন যখন আপনি আপনার স্মার্টফোনেই টুকিটাকি গেমস থেকে শুরু করে HD গেমস খেলতে পারছেন। হ্যাঁ আজ আমি টেকটিউনসে নিয়ে এলাম বর্তমানের কিছু ট্রেন্ডিং মোবাইল গেমস নিয়ে। মাত্র ৫ বছর আগেও হাই ডেফিনেশন গেমস খেলার জন্য আমাদেরকে কম্পিউটার বা গেমিং কনসোলগুলোর দিকে ভরসা করে থাকতে হতো। কিন্তু বর্তমানে স্মার্টফোনেই কম্পিউটারের মতো বড় সাইজের র‌্যাম, উচ্চগতির প্রসেসর এবং গেমস খেলার জন্য মূল হার্ডওয়্যার gpu ও পেয়ে যাচ্ছেন। তাই বর্তমানে যারা টাইমপাসের জন্য ভিডিও গেমস খেলেন বা বিনোদনের জন্য ভিডিও গেমসকে বেছে নিয়েছেন তাদের জন্য পারফেক্ট প্লাটফর্ম হচ্ছে স্মার্টফোন গেমিং প্লাটফর্ম। আর স্মার্টফোন গেমিং প্লাটফর্মের বর্তমানের কিছু সেরা ভিডিও গেমস নিয়ে আমার আজকের এই টিউন। এই টিউনে উল্লেখিত গেমসগুলোর অধিকাংশেই ফ্রি-টু-প্লে গেমস, তবে এদের মধ্যে কিছু পেইড গেমসও রয়েছে। তো চলুন দেখে নেই আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্ট ডিভাইসের জন্য বর্তমানের সেরা কিছু ট্রেন্ডিং গেমসগুলো দেখে নেই:

কনসোল থেকে স্মার্টফোনে

আগে শুধুমাত্র স্মার্টফোনগুলোর জন্য আলাদা ভিডিও গেমস বানানো হতো। এই গেমসগুলো কিন্তু স্মার্টফোনের জন্যেই উদ্দেশ্য করে বানানো হতো। কিন্তু বর্তমানে কম্পিউটার এবং গেমিং কনসোলের জন্য নির্মিত গেমসগুলোর ধীরে ধীরে স্মার্টফোনের দুনিয়া চলে আসছে। হ্যাঁ ছোটবেলার Resident Evil 4 সুপারহিট গেমটি কিন্তু এখন আপনি আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন। পুরোপুরি হুবুহ করে গেমটি স্মার্টফোনে চলে এসেছে। অন্যদিকে Dead Space গেমস সিরিজেরও গেমগুলো এখন আপনি আপনার স্মার্টফোনে খেলতে পারবেন। তবে বর্তমানে স্মার্টফোনে কনসোলের গেম হিসেবে ট্রেন্ডিং রয়েছে Fortnite গেমটি। Fortnite হচ্ছে একটি মাল্টিপ্লেয়ার ব্যাটল র‌য়্যাল গেম যেখানে আপনি কম্পিউটারে বা কনসোলে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অনান্য প্লেয়ারদের সাথে চমৎকার একটি গেমিং এক্সপেরিয়েন্স নিতে পারবেন। এবং হুম এখন আপনি স্মার্টফোনেও Fortnite গেমটি খেলতে পারছেন, আর তাও একদম ফ্রিতে! আর কম্পিউটার Fortnite সংষ্করণের সাথে এই স্মার্টফোনের সংস্করণটিও প্রায় হুবুহু করেই পোর্টিং করা হয়েছে। বর্তমানে কেবল iOS ডিভাইসগুলোতেই গেমটি আপনি খেলতে পারবেন তবে এ বছরের (২০১৮) শেষের দিকে গেমটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মেও আসতে চলেছে। একই ধাঁচের আরেকটি গেম হচ্ছে PUBG। যদিও এই গেমের স্মার্টফোন সংষ্করণে আপনি ডেক্সটপ প্লেয়ারদের সাথে খেলতে পারবেন না তবে গেমটির ডেক্সটপ সংষ্করণটির মতোই মোবাইল সংষ্করণটিও চমৎকার ভাবেই পোটিং করা হয়েছে। PUBG গেমটি এখন আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি স্মার্টফোন প্লাটফর্মেই খেলতে পারবেন। অন্যদিকে Minecraft গেমটির মোবাইল সংষ্করণ একদম পুরোপুরি এর এক্সবক্স ওয়ান সংষ্করণেরই মতোই। এই গেমটিও আপনি একবার পরখ করে দেখতে পারেন। উল্লেখ্য যে কনসোলের এই গেমগুলো বেশ হাই ডেফিনেশন গ্রাফিক্সযুক্ত গেম আর তাই এই গেমগুলো মোবাইল সংস্করণ আপনার স্মার্টফোনে খেলতে হলে আপনার চাই একটি বেশ ভালো মানের স্মার্টফোন ডিভাইস। কনসোল থেকে মোবাইল গেমিং সেক্টরে যে গেমসগুলো আপনি খেলতে পারেন তা নিচে লিংক সহ সংক্ষেপে লিস্টিং করে দেওয়া হলো:

ক্যাজুয়্যাল হিটস

অনেকের কাছে এই ক্যাজুয়্যাল ধরনের মোবাইল গেমসগুলো বিরক্তিকর লাগতে পারে। কারণ এই গেমসগুলো আসলেই শুধুমাত্র টাইমপাসের জন্যই বানানো হয়েছে। কিন্তু একই সাথে যারা সিরিয়াস গেমিংয়ের সাথে সংযুক্ত নন বা কর্মব্যস্ত জীবনে ১০/২০ মিনিটের জন্য গেমস খেলে মাথা ক্লিয়ার করতে চান তাদের জন্যই এই ক্যাজুয়্যাল গেমস। আর বলা বাহুল্য যে মোবাইল গেমিং জগতে এই ক্যাজুয়্যাল গেমস এর সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। আর ক্যাজুয়্যাল গেমসে শুরুতেই যে নামটি না বললেই নয় তা হলো Angry Birds। Angry Birds Classic এবং Candy Crush Saga গেম দুটি ঘন্টার পর ঘন্টা খেলা যাবে কিন্তু মজা কমবে না। আর এই ক্যাজুয়্যাল গেমসগুলো খেলার জন্য আপনার আহামরি ধরনেরই স্মার্টফোন এর প্রয়োজন হবে না। প্রায় সকল ধরনের কনফিগারেশনের স্মার্টফোনেই এই ধাঁচের গেমসগুলো চলবে। নিচে বর্তমানে ট্রেন্ডিং কিছু ক্যাজুয়্যাল গেমস লিস্টিং করে দিলাম, তবে আমার ধারণা আপনাদের মধ্যে অধিকাংশই এই গেমসগুলো ইতিমধ্যেই খেলে ফেলেছেন:

পাজল গেমস

আপনি যদি সহজ সরল ক্যাজুয়াল গেমসের থেকে একটু কঠিনতর গেমস আপনার স্মার্টফোনে খেলতে পছন্দ করেন তাহেল এই পাজল গেমসগুলো খেলে দেখতে পারেন। এগুলো খেলে আপনি ব্রেইন প্রাকটিস করতে পারেন। আর বলা বাহুল্য যে বর্তমানে স্মার্টফোন পাজল গেমসের বেশ উন্নতি হয়েছে। যেমন The Room গেমটির কথাই ধরুণ। আপনি এই গেমটিতে বিভিন্ন অবজেক্ট ভিক্তিক পাজলের সমাধান করতে পারবেন এবং গেমটি বেশ মজাদার। আর এই সমস্ত পাজলগুলোর সঠিক সমাধান করেই আপনি বদ্ধ রুম থেকে বেরিয়ে আসতে পারবেন।  ইতিমধ্যেই গেমটির প্রায় ৪টি সংষ্করণ মোবাইলের জন্য মুক্তি পেয়ে গিয়েছে। আর আপনি যদি স্টোরিলাইনযুক্ত পাজল গেমস খেলতে চান তাহলে Old Man's Journey গেমটি খেলে দেখতে পারেন। বর্তমানে যে সকল পাজল গেমস বিশ্বে ট্রেন্ডিং রয়েছে তা নিজের লিংক সহ দিয়ে দেওয়া হলো:

রোল প্লেয়িং গেমস

মোবাইলে রোল প্লেয়িং গেমস খেলতে ভালোবাসেন? তাহলে মোবাইল অ্যাপ স্টোরে বেশ অনেকগুলোই এই ধাঁচের গেমস পাবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ধাঁচের গেমসগুলো অনান্য মোবাইল গেমসের তুলনায় দামে একটু বেশিই হয়ে থাকে। তবে মনে রাখা উচিত যে এই গেমসগুলোর সরাসরি গেমিং কনসোলে থেকে শুধুমাত্র কিছু গ্রাফিক্যাল পরিবর্তন করে হুবুহ মোবাইলে নিয়ে আসা হয়েছে। আবার অন্যদিকে এর উল্টো ঘটনাও রয়েছে। যেমন পিসি গেমিং প্লাটফর্ম Steam য়ে Don't Starve গেমটির মূল্য রাখা হয়েছে ১৫ মার্কিন ডলার কিন্তু গেমটির আইওএস সংষ্করণটির দাম হচ্ছে ৫ মার্কিন ডলার। অন্যদিকে আপনি জনপ্রিয় Final Fantasy এর অনেক গেমই মোবাইলের জন্য পাবেন। স্কোয়ার ইনিক্স কোম্পানিটি ফাইনাল ফ্যান্টাসি সিরিজের অনেকগুলো গেমসই মোবাইল ডিভাইসের জন্য পোটিং করেছে। যাদের মধ্যে Final Fantasy VII গেমটিও রয়েছে। গেমটি বর্তমানে প্লে-স্টেশন ৪ গেম কনসোলে পুরো হাই ডেফিনেশন রিমেক হিসেবে পাওয়া যাচ্ছে; এবং একই সাথে একই দামে গেমটির মোবাইল সংষ্করণও আপনি পাবেন।  বর্তমানে ট্রেন্ডিংকৃত মোবাইল রোল প্লেয়িং গেমসগুলো লিংক সহ নিচে দিয়ে দেওয়া হলো; আর হ্যাঁ এই গেমসগুলো খেলতে হলে ২ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন আপনার দরকার হবে:

আরকেইড গেমস

কম্পিউটারের হাই ডেফিনেশন গেমস যুগের আগে এই Arcade গেমসগুলোই বাজার মাতাতো। কিন্তু বর্তমারে আরকেইড গেমসগুলো বড় প্লাটফর্ম থেকে হারিয়ে গেলেও এখনো এই ধাঁচের গেমসগুলো ছোট পর্দায় অর্থ্যাৎ মোবাইলে রয়েছে। আর আপনি মোবাইল অ্যাপ স্টোরগুলো প্রায় অনেকগুলোই এই আরকেই ধাঁচের গেমসগুলো পাবেন। সম্পূর্ণ নতুন আরকেইড গেমসের পাশাপাশি সেই আগের যুগের আরকেইড গেমসগুলোর হুবুহু সংষ্করণও আপনি স্টোরগুলো পেয়ে যাবেন। যেমন Bandai Namco, Atari, Midway Games, Sega ইত্যাদি কোম্পানির বিভিন্ন গোল্ডেন গেমসগুলো যেমন Galaga Wars, Ms. Pac-Man, Missile Command ইত্যাদি গেমসগুলোর কিছু কিছুকে মোবাইলের জন্য গ্রাফিক্স আপডেট করে পুনরায় রিলিজ করা হলেও অনেক গেম আপনি ডাইরেক্ট পোর্ট হিসেবেও পাবেন। তবে খেয়াল করতে হবে যে এই আরকেইড গেমসের ডাইরেক্ট পোটিং গেমসগুলো অধিকাংশই পেইড গেম তাই ফ্রিতে খেলার সম্ভাবনা খুবই কম। বর্তমানে ট্রেন্ডিং আরকেইড মোবাইল গেমসগুলো নিচে লিংকসহ দিয়ে দেওয়া হলো:

Nintendo

Nintendo কনসোলের গেমসগুলো অনেক রেয়ার এবং এই কনসোলের তেমন কোনো গেমস মোবাইলের জন্য কোম্পানিটি বের করেনি। যেমন কনসোলের জনপ্রিয় হিট গেমস Mario Galaxy বা Legend of Zelda: Breath of the Wild এগুলো এখনই আপনি মোবাইলে খেলতে পারবেন না। তবে কোম্পানিটির কিছু কিছু গেমস বর্তমানে স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে FIre Emblem Heros, Super Mario Run গেমসগুলো উল্লেখ যোগ্য। নিচে ট্রেন্ডিং Nintendo মোবাইল গেমসগুলোর লিংক সহ লিস্টিং করা হলো:

Indie গেমস

স্মার্টফোন অ্যাপ স্টোরগুলো বর্তমানে Indie ধাঁচের গেমস দিয়ে পরিপূর্ণ অবস্থায় পাবেন আপনি। যেমন ক্লাসিক ধাঁচের দৈত্যগুহা গেমস Legend of Grimrock থেকে শুরু করে জুম্বি ধাঁচের Last Day on Earth, ম্যাথ ধাঁচের Threes!, আরপিজি ধাঁচের You Must Build a Boat, টেক্স ধাঁচের A Dark Room সহ আরো অনেক গেমস এই ক্যাটাগরিতে রয়েছে। এই গেমসগুলোর অধিকাংশই নির্মাতারা ভালোবেসে বিনোদনের জন্য বানিয়ে ছিলেন কিন্তু পরবর্তীতে গেমসগুলো জনপ্রিয়তার শীর্ষে গিয়ে গেমসগুলোকে AAA রেটিং গেমসের তালিকায় নিয়ে গিয়েছে। বর্তমানে ট্রেন্ডিং Indie গেমসগুলো হচ্ছে:

মাল্টিপ্লেয়ার

এহেম! মোবাইলে মাল্টিপ্লেয়ার গেমস খেলা একটু কস্টকর এবং সর্বদা নেটের সাথে কানেক্টেড থাকতে হয় বিধায় এই গেমসগুলো যেমন ডাটা তড়িৎ তড়িৎ ভাবে কেটে নেয় ঠিক তেমন এই গেমসগুলো সঠিক ভাবে মোবাইলে খেলাও বেশ কস্টকর। তাই অনেকেই এই মাল্টিপ্লেয়ার গেমসগুলো কম্পিউটার বা গেম কনসোলেই খেলতে ভালোবাসেন। আবার এর উল্টো দিকের প্লেয়ারের সংখ্যাও কম নয়। হোক ডাটার অপচয়, হোক স্মার্টফোন গরম কিন্তু শুয়ে শুয়ে মাল্টিপ্লেয়ার গেমস খেলার মজাই আলাদা! এই মাল্টিপ্লেয়ার ক্যাটাগরিতে Fortnite এবং PUBG কেও টেকনিক্যালি আনা যায় কিন্তু টিউনের শুরুতেই কনসোল গেমস ক্যাটাগরি গেমস দুটি দিয়ে দেওয়ায় এখানে দিলাম না। বর্তমানে যে সকল মোবাইল মাল্টিপ্লেয়ার গেমস বাজার মাতাচ্ছে বা ট্রেন্ডিং রয়েছে সেগুলো নিচে দিয়ে দেওয়া হলো:

পরিশিষ্ট:

উপরের গেমসগুলো সবই Trending গেমস। অর্থ্যাৎ বর্তমানে (২০১৮ জুলাই) এই গেমসগুলোই বিশ্বের মোবাইল গেমাররা বেশি খেলছেন। তাই হয়তো লিস্টে অনেক জনপ্রিয় বা পুরোনো ভালো গেমস নেই। তাই বলে মন খারাপ করলে চলবে না। গেমওয়ালা হিসেবে কোনো গেমিং টিউন করলে সেখানে অবশ্যই আমার কাছ থেকে বেশি বেশি পাবেন আপনারা। এই লিস্টের বাইরেও আপনি আমার ব্যক্তিগত পছন্দের এই গেমসগুলো একটু খেলে দেখতে পারেন:

Marvel Contest of Champions

মোবাইলে মাল্টিপ্লেয়ার গেমসের লিস্টে আমার সবথেকে পছন্দের গেম হলো এটি। মার্ভেল দুনিয়ার নতুন পুরাতন প্রায় সকল হিরো এবং ভিলেন রয়েছে গেমটিতে। গেমটি একটি ফাইটিং গেম। মানে হলো ছোটবেলায় King Of Fighters গেমটির মার্ভেল সংষ্করণ হিসেবেও গেমটিতে ব্যাখ্যয়িত করতে পারেন। গেমটি নিয়ে আমার একটি বিস্তারিত টিউন রয়েছে চাইলে আপনার সেটিও দেখে নিতে পারেন।  গেমটি ডাউনলোড করে নিন >iOS সংষ্করণের জন্য, > Android সংস্করণের জন্য।

Heroes Charge HD

RPG মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল এরিনা ধাঁচের গেমস হচ্ছে এই Heroes Charge। গেমটি আমার ব্যক্তিগত পছন্দের ২য় নম্বরে রয়েছে। গেমটিতে আপনাকে ৫০টির বেশি হিরো থেকে নিজের হিরো কালেক্ট করে তাদেরকে ট্রেইন করতে হবে, গেমটি অনেকটা জনপ্রিয় MOBA গেমস Dota 2 এর মতোই আমার কাছে লেগেছে। কারণ গেমটিতে বিভিন্ন শক্তিশালি আইটেম বানানোর জন্য বিভিন্ন ক্ষুদ্র আইটেমের রেসিপির মাধ্যমে যেতে হয়। গেমটির অ্যান্ড্রয়েডের জন্য দুটি সংষ্করণ রয়েছে। অন্যদিকে আইওএসের জন্য একটিই সংস্করণ রয়েছে। গেমটি ডাউনলোড করে নিন > অ্যান্ড্রয়েড এর জন্য > আইওএস এর জন্য

আজ এখানেই শেষ করছি। আশা করবো আজকের টিউনটি আপনাদের কাছে ভালো লেগেছে। টিউনটি সম্পর্কে কোনো কিছু বলার থাকলে নিচের টিউমেন্ট বক্সে চটপট করে ফেলতে পারেন। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস