Dream League Soccer 2017 MOD- আগের চেয়ে উন্নত গ্রাফিক্স ও অনেক ফিচার সমৃদ্ধ বেস্ট ফুটবল গেইমের মোড ভার্সন!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

Dream League Soccer 2017 MOD

অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে অতি সম্প্রতি First Touch গেইম কোম্পানী রিলিজড করলো তাদের সবচেয়ে বেশি জনপ্রিয় গেইম Dream League Soccer এর সর্বশেষ অর্থাৎ ২০১৭ ভার্সন।আর টেকটিউনস আপনাদের জন্য নিয়ে এলো Dream League 2017 এর মোডেড ভার্সন যেখানে সকল মানি,কয়েন হ্যাক করাই থাকবে।

মোড করা থাকার কারণে যেকোন প্লেয়ার কিনা বা বুস্ট করা বা স্টেডিয়াম কেনা বা জার্সি ডিজাইন করার জন্য আপনাকে আর অনেক কষ্ট করে কয়েন আর্ন করতে হবেনা।আর্ন করাই আছে আপনি শুধু খেলে যাবেন তো,চলুন একনজরে দেখে নেই কি কি থাকছে আপডেটেড এই ভার্সন টিতে!

  • আগের চেয়ে উন্নত মানের গ্রাফিক্স, উন্নত ম্যাটেরিয়াল UI এর সাথে প্রায় সকল সেক্টরেই রয়েছে নতুনত্ব! জাস্ট অসাধারণ লুক দেয়া হয়েছে নতুন এই ভার্সন টিতে।
  • ২০১৬ ভার্সনের তুলনায় আরো বেশি স্মুথ। আগের ভার্সন টি মাঝেমাঝে স্লো কাজ করতো,বা এক অপশন থেকে অন্য অপশনে যেতে একটু স্লো হতো।কিন্তু ২০১৭ ভার্সন টিতে এমন কোন সমস্যাই চোখে পরেনি।
  • অনলাইনে গেইম খেলেও আগের চেয়ে বেশি তৃপ্তি মিলবে। ২০১৬ ভার্সন টিতে অনলাইন গেমিং এ বাগ দেখা যেতো,মাঝেমাঝে খুবই স্লো কাজ করতো।যারা খেলেছেন তারা জেনে থাকবেন।কিন্তু নতুন এই ভার্সন টিতে সেই সমস্যা থাকছেনা।
  • ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সম্পূর্ণ নতুন একটি গান দেয়া হয়েছে।গান টা জাস্ট অসাধারণ আর বিট ও সেইরকম।২০১৬ ভার্সনের গান টা বিরক্তিকর ছিলো কানের জন্য।কিন্তু এটা..
  • খেলোয়াড়দের কিট,কাস্টম কিট ডাউনলোড সহ প্রতিটি ক্ষেত্রেই নতুনত্ব আনা হয়েছে।
  • প্লেয়ারদের কাছে বল পাসিং এর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট জাস্ট চোখে পরার মত!
  • গোল দেয়ার পর উদযাপনেও নতুনত্ব যোগ করা হয়েছে।
  • ভাষ্যকারের কথায় ও নতুন শব্দ যোগ করা হয়েছে।
  • এককথায় বলা যায় গেইম টি একদম ওপেন করার পর থেকে প্রতিটি সেক্টরেই আপনি জাস্ট মুগ্ধ হবেন। এতোটা ইপ্রভমেন্ট আমি নিজেও ভাবিনি।জাস্ট অসাধারণ এক সকার গেইম।ফিফা যেখানে দিন দিন মার খাচ্ছে সেখানে Dream League Soccer উপরে উঠছেই। আমার কাছে ফিফার চেয়ে Dream League Soccer ই ভালোলাগে।
  • যারা DLS ফ্যান তারা তো চোখ বুজেই গেইম টি ডাউনলোড করে ফেলবেন আর যারা এখনো খেলেন নি, ফিফা খেলেন বলে।তাদের কাছে অনুরোধ থাকবে কদিন একটু এই গেইম টা খেলে দেখেন।
  • আর এটি মোড ভার্সন হলেও অনলাইন গেইম খেয়ার সুবিধা রয়েছে।যদি মনে করেন মোড ভার্সন টি লাগবে তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক: Click Here To Download

ডাউনলোড করতে UC বা Chrome ব্রাউজার দিয়ে লিংকে গিয়ে একদম নিচের Download লেখার নীচের টিক তুলে দিয়ে সেই Download লেখাতেই ক্লিক করুন।পরের পেইজে Click Here To Download এ ক্লিক করবেন।একবার অন্য পেজ আসতে পারে ব্যাক করে আগের পেইজে যাবেন।

বিশেষ নির্দেশনাঃ

গেইম টি একটি রার ফাইলে আছে।  এখন উপরের লিংক থেকে মোড ভার্সন টি ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পর চারটি ফাইল পাবেন। এর মধ্যে একটি হচ্ছে Obb ফাইল আরেকটি Apk আর বাকি দুটি হুদাই

আপনার মেমোরি কার্ড বা মেমোরি কার্ড না থাকলে Internal SD Card এর ভিতর একটি ফোল্ডার আছে Android নামে,সেই Android ফোল্ডারের ভিতর আরেকটি ফোল্ডার ক্রিয়েট করুন Obb নামে।আগে থেকে করা থাকলে নতুন করে লাগবেনা। এখন এক্সট্রাক্ট করে পাওয়া Obb ফোল্ডার টি SD CARD এর ভিতরের Android ফোল্ডারের ভিতরের Obb ফোল্ডারে রাখুন। এবার অ্যাপ টা ইন্সটল করেই খেলতে থাকুন অসাধারণ এই ফুটবল গেইম টি।


আশা করি বরাবরের মত নতুন ভার্সন টিও আপনাদের মুগ্ধ করবে।ভালোলাগলে শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমি ঃ Ashikur Rahman Khan

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Android v6.0 te mod apk install hobe??