সংগ্রহে রাখুন জনপ্রিয় ১৬১ গেমসের চিটকোড

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কম্পিউটারে গেমস খেলার জন্য অনেক সময় চিটকোডের প্রয়োজন হয়।জনপ্রিয় বেশকিছু গেমসের চিটকোড ইচ্ছে করলে আপনি একসাথে সংগ্রহ করে নিতে পারেন।এজন্য  গেমস চিটকোড জিপ ফাইলটি নামিয়ে নিন।এরপর জিপ ফাইলটি ওপেন করুন।এখানে ইংরেজি বর্নমালা অনুসারে শতাধিক গেমসের নামসহ চিটকোড রয়েছে।চিটকোডগৃুলো নোটপ্যাডে লেখা হয়েছে।এখানে ১৬১ টি গেমসের চিটকোড রয়েছে।অনেকেই গেমস খেলতে পছন্দ করে।তাদের এটা কাজে লাগবে।

পেছন ফিরে দেখি- যারা অনলাইনে সহজে বাংলা রেডিও স্টেশন শুনতে চান তাদেরকে আমার আগের টিউনটি স্মরন করিয়ে দিলাম।টিউনটি আগে যারা দেখেননি তারা এখন দেখে নিন।পেছন ফিরে দেখলাম কারন,বর্তমানে এই টুলবার থেকে বাংলাদেশের প্রায় সব রেডিও স্টেশন শোনা যায়।

বোনাস টিপস-যারা মোবাইলে ভিডিও ডাওনলোড করতে পছন্দ করেন তাদের জন্য আমার প্রথম আলোর লেখাটি বোনাস হিসেবে থাকলো ।

ভালো লাগলে/খারাপ লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valooooo lag loooooo

ধন্যবাদ ফয়সাল।

আসলে চিটকোড কখন কিভাবে প্রয়োজন হয় বিষয়টা ভাল করে বুঝতে পারি নি। আরো একটু বুঝিয়ে বললে হয়তবা ভাল হতো। ধন্যবাদ আপনাকে।