ক্রিকেটের ইতিহাসে সেরা গেম খেলুন নতুন ভার্সনে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আজকে আমি যে গেম নিয়ে লিখবো সেটা হল ডন ব্রাডম্যান ক্রিকেট ১৪। আমরা অনেকেই ফিফা খেলি। কিন্তু আমরা ক্রিকেট খেলাও খুব পছন্দ করি। অনেকেরই ইচ্ছা ছিল ভাল এবং লেটেস্ত ক্রিকেট গেম খেলার কিন্তু কি করি ভাল কোন ক্রিকেট গেম যে রিলিজ পাচ্ছিল না। তাই আমরা সেই পুরনো ইয়া স্পোর্টস ক্রিকেট ৭ খেলতাম। কিন্তু আর অপেক্ষা করতে হয় নাই, কারন ২০১৪ সালে জুন মাসের ২৬ তারিখ রিলিজ পেয়েছিল  ক্রিকেটের ইতিহাসে সেরা গেম ডন ব্রাডম্যান ১৪।

গেমপ্লেঃ

গেমটির গেমপ্লে মটেও সহজ না। এজন্য বোধহয় গেমটি খেলতে হলে কন্ট্রোলারের প্রয়োজন হয় তবে চিন্তা নাই আমিতো আছি। গেম নির্মাতারা বানিয়েছে কন্ট্রোলার দিয়ে খেলার জন্য আমি আপনাদের কীবোর্ড দিয়ে খেলার জন্য সে বেবস্থা করে দিবো। এই গেমটা সর্ব প্রথম খেলতে গেলে কেউই ঠিক মত পারে নাহ। পরিপূর্ণ ভাবে খেলার সিখার জন্য আপনাকে প্রাকটিস মোড খেলতে হবে প্রথমে। বিকজ প্রাকটিস মেকস অ্যা ম্যান পারফেক্ট। কারন গেমে নেই কোন বোলিং মার্কার, নেই কোন ফিলডিং ম্যাপ যা গেমকে বানিয়েছে আরও রিয়ালাস্তিক। গেমটিতে আপনাকে ব্যাটিং এর ক্ষেত্রে ফুটওয়ার্ক, সর্ট সিলেকসন, টাইমিং এর উপর গুরুত্ত দিতে হবে।

দেখেনিন এই গেমের ট্রেইলর

নতুন ভার্সনে যা যা থাকছে :

  • ১। সরবচ্চ ২০ বছরের ক্যারিয়ার খেলা যাবে।
  • ২। ইউনিক ব্যাটিং এবং বোলিং কন্ট্রোল।
  • ৩। আইপিএল এর সকল টিম, স্পন্সর এবং লোগো।
  • ৪। ৫০ জনের বেশি আম্পাইয়ার।
  • ৫। নতুন ব্যাট।
  • ৬। আসল স্ট্যাম্প।
  • ৭। বাংলাদেশ জাতিও লিগ।
  • ৮। বাংলাদেশ ক্রিকেট লিগ।
  • ৯। ২২ ক্যাটাগরিতে ২০০ এর বেশি দল এবং ৩৫০০ এর বেশি খেলোয়াড়।
  • ১০। আন্তর্জাতিক এ দল এবং অনূর্ধ্ব ১৯ দল সমূহ।

যেভাবে ডাউনলোড করবেন তা ভিডিও তে দেখান হলঃ

Level 0

আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। কিন্তু আপনার অবগতির স্বার্থে জানাচ্ছি যে, ইতোমধ্যেই (গত বিজয় দিবসে, ২০১৬ সালের ১৬-ই ডিসেম্বরে) ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৭ রিলিজ পেয়েছে। একটি গেমপ্লে ভিডিও: https://www.youtube.com/watch?v=Fq-jwyW3Aek

    অবশ্যি পিসি ভার্সন এখনো আসেনি। পিএসফোর আর এক্সবক্স ৩৬০ এ রিলিজ হয়েছে। পিসিতে সপ্তাহখানেক পরে আসবে।

Level New

পিসি ভার্সন এলে ডাউনলোড লিংক দিয়েন 🙂