ছোট গেমে বড় মজা [পর্ব-১৪] :: ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ-৩

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। সবাই ভাল আছেন তো? আজ বেশি ভূমিকা করব না। মূল টিউন শুরু করি।

ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ

এই সপ্তাহে প্রতিদিনই ইংশাআল্লাহ একটি করে টিউন থাকবে। প্রতি টিউনে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ৫টি করে অনলাইন গেম থাকবে।

আজকের বিষয়

প্রথম দিন ক্রিকেটের ৫টি গেম দিয়েছিলাম। দ্বিতীয় দিনে ছিল ৫টি ফুটবল গেম। আর আজ থাকবে বাদ পড়ে যাওয়া কিছু ক্রিকেট ও ফুটবল গেম। এগুলো খেলতে একটি সাধারণ কম্পিউটারই যথেষ্ট। তবে অবশ্যই আপনার ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার একটিভ থাকা লাগবে।

আজকের গেমগুলো

স্পিড প্লে সকার ৪

 

সাধারণ একটি ফুটবল গেম। মাউস দিয়ে খেলতে হবে।

স্টিক ক্রিকেট: ওয়ার্ল্ড টি-টু


আগে টেস্ট ছিল উত্তেজনাময় খেলা। এখন মানুষ ওয়ানডে দেখলে ঘুম আসে। টি-টুয়েন্টি দেখলে হাই তোলার দিনও আসছে সামনে। তাই এবার খেলুন টি-টু!

স্পোর্টস হেড সকার চ্যালেঞ্জস

Image result for sports heads Challenge
দেখুন তো, পেরুতে পারেন কিনা সব বাঁধার পাহাড়!

টপ স্পিনার ক্রিকেট

Image result for Top spinner cricket
টপ স্পিনকে সামলে কত করতে পারেন চেষ্টা করে দেখুন।

টপ স্পিনার ২০ ২০

Image result for Top spinner 2020
জিতুন বাংলাদেশকে নিয়ে!
আজকের টিউনেও গেমগুলো সম্বন্ধে সময় স্বল্পতায় খুব সংক্ষিপ্ত লিখেছি। এজন্য পুনরায় দুঃখিত।

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি টিউনে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে সাধারণত একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই (অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।
টিউনটি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর ভাল না লাগলে অবশ্যই জানাবেন কি করলে আমার পরবর্তী টিউনগুলো আরো সুন্দর হবে। পূর্বে যেখানে প্রতি টিউনে ৫-৬ টি করে টিউমেন্ট পেতাম, সেখানে এখন একটিও পাই না। এটি যেকোন টিউনারের জন্য হতাশাজনক।
এতে আমরা নিরুৎসাহিত হই। অতএব, কোন টিউনের ভালো লাগা এবং মন্দ লাগাগুলো প্রকাশ করতে এক মিনিট সময় দিন। আশা করা যায় টেকটিউনসকে আপনারা আরো সুন্দর একটি সাইট হিসেবে পাবেন। ধন্যবাদ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ৮০০ শব্দ পূরনের জন্য একই লেখা বারংবার ব্যবহার করছেন। যা কিনা টেকটিউনস নীতিমালা বিরোধী, পরবর্তীতে এরূপ দেখা গেলে আপনার চেইনটি বাতিল করে দেওয়া হবে ।এবং এরকম কোন টিউন চেইন টিউন হিসেবে গন্য করা হবে না । ধন্যবাদ

    আমি দুঃখিত। তবে ওটা ভুলক্রমে। ৮০০ শব্দ পুরণের জন্য না। দুইবার ctrl+v তে চাপ পড়েছে সম্ভবত। আগের পোস্ট হতে লাইনটা কপি করা।