
পেস ২০১৬ মূল গেম টা যদি winrar সম্পর্কিত হয় তাহলে সেটা মাউস এর রাইট ক্লিক করে এক্সত্রাক্ত করে নিবেন। তার পর যেখানে EXTRACT করেছেন সেখানে সেট আপ ফাইল টা তে ক্লিক করুন।তার পর নেক্সট বাটন এ চাপুন অ্যালো চাইলে অ্যালো করে দিন। ব্যাস তার পর নেক্সট দিতে থাকুন। তার পর ইন্সটল শেষ হলে অনলাইন ফাইল টা কপি করে যে খানে ইন্সটল দিছেন সেখানে পেস্ট করেন।তার পর উপরে ডাউনলোড ক্রিত ফাইল অনলাইন অ্যান্ড DLC ফাইল কপি করে যেখানে পেস ফাইল ইন্সটল করা হয়ে ছিল সেখানে পেস্ট করতে হবে।
কিভাবে STEAM ডাউনলোড এবং Account করবেন:
- প্রথমে আপনি স্টিম লিখে সার্চ দিন দেখুন তাদের ওয়েবসাইট টা প্রথমে শো করছে তাদের ওয়েবসাইট এ ঢুকুন।এখন উপরের কানিতে দেখবেন যে ইন্সটল স্টিম লেখা আসে এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করুন।
- ডাউনলোড করার পর ইন্সটল করার জন্য আরও ১৫০ এমবি ইন্টারনেট লাগবে।
- ইন্সটল করা শেষ হলে এখন স্টিম ওপেন করুন এবং create an account এ ক্লিক করুন তার পর যা যা বলবে যেমন নামের জাইগাই নাম ইমেইল এর জাইগাই ইমেইল দিবেন আর পাসওয়ার্ড এর জাইগাই পাসওয়ার্ড দিবেন ব্যাস শেষ এখন কম্ফারম এ ক্লিক করুন।ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হইল।
- বিশেষ নোটঃ বাজারের ক্রয় ক্রিত সব গেম অনলাইন চলে নাহ।
ডাউনলোডঃ
- মূল গেম এখান থেকে ডাউনলোড করুন। যদিও ফাইলটা একটু বড় অনলি ৬ জিবি। তবে আপনার যদি BROABAND নেটওয়ার্ক থাকে তাহলে সহজে ডাউনলোড করতে পারবেন। আর আমি কোন টাকা কামাই এর উদ্দেশ এর জন্য দিচ্ছি নাহ।আমি এই গেমটা খেলে অনেক মজা পাইসি এ জন্য আর তা ছারা গেম এর ভিতর একটা জিনিস খুব মজা লাগে সেটা হচ্ছে আপনি যখন লিগ খেলতে যাবেন তখন কি যে কঠিন তা বলার বাইরে। তবে চেষ্টা করলে আপ্নিও পারবেন। আমার লিঙ্ক গুলা উপরে দেয়া আসে।উপরে সব ওয়ার্ড এক এক টা লিঙ্ক আর মোট ১১ টা লিঙ্ক আসে যা অবশ্যই ডাউনলোড দিতে হবে।
আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks bro