অনলাইনে এই গেম খেলার জন্য কি কি দরকারঃ
- মূল গেম যা আমি লিঙ্ক এ দিয়েছি।
- একটি STEAM account যা তৈরি করতে হইব তা আমি দেখাব।
- STEAM ডাউনলোড দিতে হইব।
- ৫০০ কে বি পি এস স্পীড এর ইন্টারনেট লাগবে।
- WINRAR ডাউনলোড করতে হইব ফাইল কম্প্রেস করার জন্য। 😀
ডাউনলোডঃ
- মূল গেম এখান থেকে ডাউনলোড করুন। যদিও ফাইলটা একটু বড় অনলি ৬ জিবি। তবে আপনার যদি BROABAND নেটওয়ার্ক থাকে তাহলে সহজে ডাউনলোড করতে পারবেন। আর আমি কোন টাকা কামাই এর উদ্দেশ এর জন্য দিচ্ছি নাহ।আমি এই গেমটা খেলে অনেক মজা পাইসি এ জন্য আর তা ছারা গেম এর ভিতর একটা জিনিস খুব মজা লাগে সেটা হচ্ছে HELICOPTER চালানো এটা দিয়ে যুদ্ধ করা অনেক মজা বাট এটা অনেক rank পার করে তার পর পাইবেন।প্রাথমিক অবস্থাই আপনি একজন সৈন্য হিসাবে কাজ করবেন সেটা ও অনেক মজা।
কিভাবে কল অফ ডিউটি ৪ আপনার কম্পিউটার এ চালাবেনঃ
- প্রথমে আপনি আমার দেয়া যে ফাইল ডাউনলোড করেছেন তা ওপেন করতে আপনার winrar সফটওয়্যার ডাউনলোড করুন।winrar সফটওয়্যার তা ডাউনলোড করতে গুগল এ সার্চ দিন winrar নামে দিয়ে এবং দেখুন যে অনেক গুলা শো করছে তার প্রথমটা সিলেক্ট করুন।এখন দেখুন যে ডাউনলোড বাটন চলে এছেঁচে।এখন ডাউনলোড বাটন এ ক্লিক করুন।ডাউনলোড করা শেষ হইলে সেটা ইন্সটল দেন।
- ইন্সটল করা শেষ হলে এখন আমার দেয়া কল অফ ডিউটি ফাইলে রাইট ক্লিক করুন এবং এক্সত্রাক্ত হেয়ার ক্লিক করুন।ফাইল কম্প্রেস হতে সময় নিবে।
- কম্প্রেস শেষ হলে পার্ট ১ এ ক্লিক করুন এবং আপনার কম্পিউটার এর লোকেশান দেখিয়া দিন যে খানে আপনার ফাইল সেভ করবেন।এখন আপনি নেক্সট বাটন এ চাপুন কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- কমপ্লিট হয়ে গেলে গেম ওপেন করুন এবং আপনি সব সময় মনে রাখবেন যে COD4 Multiplayer টি দিয়া ওপেন করবেন তার আগে আপনাকে STEAM account করতে হইব।
কিভাবে STEAM ডাউনলোড এবং Account করবেন:
- প্রথমে আপনি স্টিম লিখে সার্চ দিন দেখুন তাদের ওয়েবসাইট টা প্রথমে শো করছে তাদের ওয়েবসাইট এ ঢুকুন।এখন উপরের কানিতে দেখবেন যে ইন্সটল স্টিম লেখা আসে এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করুন।
- ডাউনলোড করার পর ইন্সটল করার জন্য আরও ১৫০ এমবি ইন্টারনেট লাগবে।
- ইন্সটল করা শেষ হলে এখন স্টিম ওপেন করুন এবং create an account এ ক্লিক করুন তার পর যা যা বলবে যেমন নামের জাইগাই নাম ইমেইল এর জাইগাই ইমেইল দিবেন আর পাসওয়ার্ড এর জাইগাই পাসওয়ার্ড দিবেন ব্যাস শেষ এখন কম্ফারম এ ক্লিক করুন।ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হইল।
- বিশেষ নোটঃ বাজারের ক্রয় ক্রিত সব গেম অনলাইন চলে নাহ।
আসা করি সবাই এই গেম খেলে অনেক মজা পাইবেন।ধন্যবাদ সবাইকে এই টিউনটা দেখার জন্য।
lot of thanks