ছোট গেমে বড় মজা [পর্ব-০৭] :: একের ভেতর ৩, মাছের রাজ্যে স্বাগত!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। আমার ছোট গেমে বড় মজা সিরিজের সপ্তম পর্বে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন।

আজকের গেমImage result for Fishdom 1

গত তিন টিউনে তিনটি রেসিং গেম ছিল। আজ তাই একটু একদমই অন্যরকম গেম দিচ্ছি। এই গেমের নাম Fishdom। সম্ভবত, এটা আমার অনুমান, ফিশডম শব্দটাতে Fish(মাছ) আর Kingdom(রাজ্য) কে একত্র(Combine) করা হয়েছে।

কারণ গেমটি খেললে আপনি হারিয়ে যাবেন মাছদের রাজ্যে! ভাবছেন, এটা কোন গেম হল? আবার উল্লেখ করে নিচ্ছি প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়। এটা ছোটদের গেম হলেও প্রোফেশনাল গেমার বা সে ধরণের ক্যাটাগরীতে না পড়লে খুব খারাপ লাগবে না আশা করি।

গেম সম্বন্ধে

এটি একটি একের ভেতর তিন গেম। একের ভেতর তিন বলার কারণ হল-

১। মূলত গেমের মূল বিষয় হল আপনার সুন্দর, স্বাচ্ছন্দপূর্ণ(আপনার জন্য নয়, মাছের জন্য) ও মাছসহ অ্যাকুরিয়াম তৈরি করা এবং নতুন নতুন মেডেল পেয়ে আরো অ্যাকুরিয়াম আনলক করা।

Image result for Fishdom 1

২। গেমের সাথে সংযুক্ত আছে একটি ৩*৩ ম্যাচিং গেম। আগ্রহ হারালেন? খেললেই বুঝতে পারবেন একটা সামান্য ম্যাচিং গেমও কত মজার এবং সময়ের মধ্যে শেষ করা কত কঠিন!

৩। আর এর সাথে সংযুক্ত আছে একটি স্ক্রিনসেভার। যা আপনার পিসির স্ক্রিনসেভার হিসেবে দিতে পারবেন। স্ক্রিনসেভারটি হবে আপনার অ্যাকুরিয়ামের অনুরূপ।

Image result for Fishdom 1 screensaver

গেমটি বানিয়েছে Plarix আর পাবলিশ করেছে MyRealGames. সাইজ মাত্র ৩৭.২ মেগাবাইট। গেমটি খেলতে কিন্তু তার তুলনায় বেশ চমৎকার।

গেমের ভেতরে

খেলার শুরুতে আগে আপনাকে নিজের একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। এরপর প্লেতে ক্লিক করে খেলা শুরু করতে হবে। গেমের মূল অবজেক্টিভ হল আপনার একুরিয়ামটাকে ক্রমান্বয়ে সুন্দর করে গড়ে তোলা। এজন্য আপনাকে মাছ, বিভিন্ন সুন্দর ও মাছের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। এর টাকা আপনি ৩*৩ ম্যাচিং গেম খেলে যোগাড় করতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হল, গেমটা যেন আপনার বাড়িতে থাকা একটা অ্যাকুরিয়ামের অনুরূপ। তাই, সুন্দর একটা অ্যাকুরিয়াম না থাকলে এটার স্ক্রিনসেভার ছেড়ে দিলেই হয়ে গেল একটা অ্যাকুরিয়াম!

এক নজরে

  • ডেভেলোপার- প্লে রিক্স
  • আকার- ৩৭.২ মেগাবাইট
  • ধরণ- ৩*৩ ম্যাচিং

প্রয়োজনীয় সিস্টেম

  • অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮/মি/এক্সপি/ভিস্তা/৭/৮/১০
  • প্রসেসর: ১ গিগা হার্জ বা উচ্চতর
  • র‍্যাম: ২৫৬ মেগাবাইট বা উচ্চতর
  • ডাইরেক্ট এক্স: ৮.০ অথবা উচ্চতর
  • হার্ডডিস্ক: ৫০ মেগাবাইট ফ্রি

ডাউনলোড

গেমটি ডাউনলোড করতে পারেন নিচের বাটনে ক্লিক করে-
Image result for download animated gif
আশা করি শীঘ্রই আবার ফিরে আসব। সবার ভালো এবং সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আমার জন্যও দোয়া করবেন সবাই।

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি পো্টে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই(অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাও সুন্দর