আসসালামু আলাইকুম।
ছোট গেমে বড় মজা সিরিজের ৫ম টিউনে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি একদিন শততম টিউনে স্বাগত জানাব।
আগের টিউনে উড়াধুরা টাইপের একটা রেসিং গেম দিয়েছিলাম যার নাম ছিল ফাইনাল ড্রাইভ নাইট্রো। নামটাও উড়াধুরা ছিল নয় কি? আজকে দিব ধুম ধারাক্কা টাইপের একটা রেসিং গেম। এর নামটাও ধুম ধারাক্কা, Lethal Brutal Racing. বাংলা করলে কি হয় জানেন? রীতিমত ভয়ানক একটা নাম, প্রাণঘাতী বর্বর রেস। বাপরে বাপ!
গেমটা একশনে পূর্ণ, রীতিমত মারাত্মক পাগলাটে ধাঁচের গেম। কোন ধরাবাঁধা নিয়ম নেই এই গেমে। নিজের দানবীয় গাড়িকে তৈরি করুন আর এতে যুক্ত করে দিন মারাত্মক সব অস্ত্র! প্রতিপক্ষের গাড়িকে উড়িয়ে দিন, গুঁড়িয়ে দিন। বিজয়ী হওয়ার জন্য সবই করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একশনময় এই গেমটি আকারে একটু বড়, ৭৮.৩ মেগাবাইট। মোট ২৫ টি ট্র্যাক আছে গেমটিতে।
গেমটি খেলতে চান? ডাউনলোড করে নিন।
আগে প্রতি টিউনে ৫-৭ টি টিউমেন্ট পেতাম। এখন একটিও পাই না। যার ফলে টিউনাররা নিরুৎসাহিত হয়। তাই টিউনটি ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করুন। আর না লাগলে টিউনটি কিভাবে করলে আরো ভাল হত অথবা কেন ভাল লাগেনি জানান। টেকটিউনসের প্রতি অনুরোধ রইল, যদি যোগ্য মনে হয় তবে এই সিরিজটিকে চেইন টিউনসের অন্তর্ভূক্ত করা হোক।
আমাদের ওয়েবসাইট ভিজিটের দাওয়াত রইল।
আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।