
সান আন্দ্রিয়াস যদি উইনরার ফাইল হয় তাহলে সেটা এক্সট্রাকট করুন। তার পর সান আন্দ্রীয়াসে ই এক্স ই ফাইল ওপেন করুন। ওপেন করার পর নেক্সট বাটন এ চাপুন তার পর যদি অ্যালো চাই অ্যালো দিন। তার পর নেক্সট বাটন চাপুন যতক্ষণ না নেক্সট বাটন চাই ততক্ষণ চাপতে থাকুন। আপনার ইন্সটল ফিনিশ হলে সান আন্দ্রিয়াস ফাইল এর সান আন্দ্রিয়াস ই এক্স ই ফাইল কপি করুন এবং যেখানে আপনার ফাইল ইন্সটল করেছেন সেখানে পেস্ট করুন। এখন মালটিপ্লেয়ার গেম ফাইল টা ডাউনলোড দিন তার পর সেটা ওপেন করে ব্রাউসে আপনার সান আন্দ্রিয়াস ফাইল এর লোকেশান টা দেখিয়া দিন এবং নেক্সট দিন। ফিনিস হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আপনার কাজ শেষ এখন আপনি খেলতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন যে মালটিপ্লেয়ার খেলার সময় আপনার নেট স্পীড যেন ৫১২ কে বি পিএস এর নিচে যেন না হয় না হলে আপনি গেম খেলতে পারবেন না। এ জন্য আপনার অবশ্যই ২ এম বি পি এস স্পীড এর নেটওয়ার্ক কেনা ভাল। আপনি যদি চান তাহলে আমার ওয়েবসাইট এ ঘুরে আস্তে পারেন বা আমাকে এখানে টিউমেন্ট করতে জানান।
আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার যদি সান আন্দ্রেয়াস মূল গেম টা থাকে তাহলে সুধু মালটিপ্লেয়ার ডাউনলোড দিলে চলবে