
পেস ২০১৬ মূল গেম টা যদি winrar সম্পর্কিত হয় তাহলে সেটা মাউস এর রাইট ক্লিক করে এক্সত্রাক্ত করে নিবেন। তার পর যেখানে EXTRACT করেছেন সেখানে সেট আপ ফাইল টা তে ক্লিক করুন।তার পর নেক্সট বাটন এ চাপুন অ্যালো চাইলে অ্যালো করে দিন। ব্যাস তার পর নেক্সট দিতে থাকুন। তার পর ইন্সটল শেষ হলে অনলাইন ফাইল টা কপি করে যে খানে ইন্সটল দিছেন সেখানে পেস্ট করেন।তার পর উপরে ডাউনলোড ক্রিত ফাইল অনলাইন অ্যান্ড DLC ফাইল কপি করে যেখানে পেস ফাইল ইন্সটল করা হয়ে ছিল সেখানে পেস্ট করতে হবে।পেস্ত করার পর আপনার অবশ্যই STREAM নামে একটা সফটওয়্যার থাকতে হবে।STREAM DOWNLOAD এখানে ক্লিক করুন।এই লিঙ্ক এ গিয়ে উপরে STREAM ইন্সটল লেখা আছে সেটা তে ক্লিক করুন। তার পর ডাউনলোড দিন।ডাউনলোড দেয়ার পর ওপেন করুন ওপেন করার পর CREATE ACCOUNT লেখা আছে সেটা তে ক্লিক করুন এবং অ্যাকাউন্ট করুন আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়া। যা যা চাবে তাই তাই দিন তার পর নেক্সট অথবা এগ্রি বাটন চাপুন ব্যাস কাজ সেশ।তার পর অ্যাড এ গেম বাটন এ ক্লিক করুন আর তার পর নন স্ত্রিম সিলেক্ট করুন এবং আপনার গেম সিলেক্ট করে দিন যদি শো না করে যেখানে আপনার পেস ফাইল আছে সেখানে জান তার পর সিলেক্ট করেয় দিন আপনার পেস EXE file টা। আর কিছু সমস্যা হলে আপনি আমার ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন।আমার ওয়েবসাইট ভিজিট করতে ক্লিক করুন এখানে এবং আমাকে টিউমেন্ট করতে পারেন আমার ওয়েবসাইট এ এবং এখানে। আরও কাজ আছে যা এখনই বলা সম্ভব হচ্ছে না।এর পর আর একটি ফাইল ডাউনলোড দিতে হইব যা এখন সময় এর অভাবে দিতে পারলাম না। বাকি একটা ফাইল আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন যেটা ছারা হবে নাহ আর প্রস্ন করার জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন।এ সমন্ধে পরে টিউন দিব। আপ্নারা যদি বলেন ভিডিও ক্রিএত করতে তাও করব।সবার জন্য সুভ কামনা রইল এই বলে শেষ করলাম আল্লাহ হাফেয।
আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর পর আর একটা ফাইল আছে যা দিয়া ফাইল জেনারেত করতে হয় তার পর খেলতে পারবেন