ছোট গেমে বড় মজা [পর্ব-০২] :: ভিলেন যখন হিরো!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম।

টাইটেলের নামটা হয়ত একটু অদ্ভুত লাগছে। টাইটেলে ব্যাখ্যাটা পরে দিই, তার আগে একটু পুরনো দিনে যাই।

আমার দোষ নাই। আমি সুপার মারিওর বড় ভক্ত। আমার প্রতি গড়ে ৫ টা টিউনের একটা সুপার মারিওর হবেই। তো আজকেও একটু সুপার মারিওর কাছাকাছি কিছু নিয়েই এই টিউন লিখব। জাম্পম্যান!

চিনলেন না? এটা একটা কথা বললেন? এই ছবিটা দেখেন তো চিনেন কিনা।

Image result for donkey kong jumpman

কি এবার চিনছেন? কি বললেন? এটা জাম্পম্যান না? এটা আপনার সেই কালের দুস্ত মারিও? হ্যাঁ, ভুল বলেননি। এই জাম্পম্যানই পরে নাম হয়েছে মারিও! বিশ্ব কাঁপানো সুপার মারিও।

তো এখন টাইটেলের প্রসঙ্গে আসি। আমরা সুপার মারিও, সনিক, কন্ট্রা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই হিরোর নামে গেমের নাম হতে দেখি। কিন্তু আমি এখন যার কথা বলব, সেই গেমে কিন্তু গেমের নাম ভিলেনের নামে!

যারা রেট্রো গেমের ভক্ত ছিলেন, এবং টিভি গেমসে শৈশবের অনেকটা সময় গেছে তারা বোধহয় এতক্ষণে বুঝে গেছেন যে আমাদের আজকের গেম ডানকি কং!

এই গেমই আমাদের প্রথম বারের মত মারিওর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তবে তখন মারিওর নাম মারিও ছিল না, প্রথমে Mr. Video এবং পরে Jumpman রাখা হয়েছিল। আর এখনে আপনি যে প্রিন্সেসকে উদ্ধার করতেন তার নাম Pauline কিন্তু প্রথমে ছিল Lady. আর দৈত্যাকার উল্লুক ডানকি কংয়ের হাত থেকে তাকে উদ্ধার করায় ছিল অবজেক্টিভ।

গেমটি ১৯৮১ সালে প্রকাশিত হয়। এরপর ডানকি কংয়ের আরো গেম এসেছে। তবে সম্ভবত এই প্রথম পুরনো দিনের গেমটাই মানুষের মন জয় করেছে সবচেয়ে বেশি। গেমের অবজেক্টিভ বা বিষয়বস্তু খুবই সাধারণ। বিভিন্ন বাঁধা আর ডানকি কংয়ের অনবরত ফেলতে থাকা ব্যারেল পার করে উচ্চতাকে হারিয়ে রাজকণ্যাকে রক্ষা করা। আর সেকালের হিসেবেও গ্রাফিক্স মোটেও আহামরি কিছু নয়। কিন্তু, কে জানে, কিভাবে গেমটি মন জয় করেছে আমার মত অনেকেরই?

donkey kong 1981 এর চিত্র ফলাফল

গেমটি নিয়ে আমি আর কিছু বলব না। কারণ আমি জানি, প্রায় সবাই এই গেমটা নিশ্চয়ই একসময় খেলেছেন, তবে এখন সময় এসেছে আরেকবার খেলার।

এটা অনলাইনে খেলতে এখানে যান।

কন্ট্রোল:

= Directions

Z = A X = B

enter ↵  = Start

space   = Select

Donkey Kong JR

এর সাথে এখন আপনাদের ডানকি কংয়ের সিক্যুয়ালের সাথে পরিচয় করিয়ে দিই। Donkey Kong JR

donkey kong jr এর চিত্র ফলাফল donkey kong jr এর চিত্র ফলাফল donkey kong jr এর চিত্র ফলাফল

এখানে মারিওর হাতে ডানকি কং আটক। আর ডানকি কং জুনিয়র উল্লুক হয়ে আপনাকে খেলে ডানকি কংকে উদ্ধার করতে হবে। এটারও বাকি সব এক। খেলতে এখানে যান। এটা পরের বছর ১৯৮২ তে রিলিজ পেয়েছিল।

Donkey Kong JR Math

Donkey Kong JR এর সিক্যুয়েল ম্যাথ নিয়ে গেম Donkey Kong Jr. Math রিলিজ পেয়েছিল ১৯৮৩ তে। এটি খেলতে এখানে যান।

donkey kong jr math এর চিত্র ফলাফল  donkey kong jr math এর চিত্র ফলাফল

(গুগল, বিভিন্ন সাইট ও আর্টিকেল হতে তথ্য নেওয়া হয়েছে। সরাসরি অনুবাদ নয়।)

ছোট গেমস মজা বেশি সিরিজ সম্বন্ধে-

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি পো্টে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই(অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।
টিউনটি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর ভাল না লাগলে অবশ্যই জানাবেন কি করলে আমার পরবর্তী টিউনগুলো আরো সুন্দর হবে। পূর্বে যেখানে প্রতি টিউনে ৫-৬ টি করে টিউমেন্ট পেতাম, সেখানে এখন একটিও পাই না। এটি যেকোন টিউনারের জন্য হতাশাজনক।
এতে আমরা নিরুৎসাহিত হই। অতএব, কোন টিউনের ভালো লাগা এবং মন্দ লাগাগুলো প্রকাশ করতে এক মিনিট সময় দিন। আশা করা যায় টেকটিউনসকে আপনারা আরো সুন্দর একটি সাইট হিসেবে পাবেন। ধন্যবাদ। এটি পূর্বে প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইট গ্রিন রেঞ্জারস+ এ। সবাইকে ভিজিট করার অনুরোধ রইল। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল গেম!!!
ওয়েবসাইটে /অনলাইনে কেন???