8 Ball Pool লাইন বড় করে ও স্পিন পাওয়ার বাড়িয়ে খেলুন !!!!!!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। টেকটিউনস এ এটা আমার দ্বিতীয় টিউন।  টিউনে কোন ভুল ত্রুটি হলে জানাবেন ও ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন আশা করি।

8 Ball Pool একটি জনপ্রিয় অনলাইন গেম যা ফেসবুকের সাথে কানেক্ট করে ফ্রেন্ডদের সাথেও খেলা যায়।আর বন্ধুদের সাথে যদি চেলেঞ্জ দিয়ে জিতা যায় তাহলে তো আর কোন কথা নেই।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে 8 Ball Pool গেমসের লাইন বড় করে  ও স্পিন পাওয়ার বাড়িয়ে খেলা যায়।

লাইন বড় করে খেলার জন্য প্রথমে এই লিঙ্ক থেকে চিট ইঞ্জিন ৬.৪ নামিয়ে ইন্সটল করবেন। ইন্সটল করার পর কিছু করবেন না,ডিফল্ট সেটিংস এ রেখে দিবেন। এরপর  এই লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করবেন। তারপর মিনিক্লিপ্স  এ যেয়ে 8 Ball Pool  ওপেন করার পর, যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটি ওপেন করুন চিট ইঞ্জিনের ইউজ করে। তারপর ব্রাউজার সিলেক্ট করুন ফায়ারফক্স এবং লং লাইন এনাবল করে দিলেই কাজ শেষ। এখানে ফায়ারফক্স ব্রাউজার ইউজ করবেন। ফায়ারফক্স ব্রাউজার এর সাথে অবশ্যই ফ্লাস প্লেয়ার ইন্সটল করা থাকতে হবে। পিসিতে ফ্লাস প্লেয়ার ইন্সটল না থাকলে এই লিঙ্ক থেকে নামিয়ে ইন্সটল করে নিতে পারেন। কেউ বুজতে না পারলে এই আড়াই মিনিটের ভিডিওটি দেখতে পারেন, ভিডিওতে দেখানো হয়েছে ভালো করে কিভাবে হ্যাক করবেন  ।

ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।  🙂

Level 0

আমি REZAUL95। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস