নিয়ে নিন emulator সহ অসংখ্য play station, N64, Nes game সহ অসংখ্য game একই জায়গা থেকে,,,এটা মিস করবেন না

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

নমস্কার বন্ধুরা,
আজ আমি একটি মজাদার game-এর site দিতে যাচ্ছি, আমরা প্রায় সবাই গেম পাগল, আমরা প্রায় সবাই ক্লাসিক গেম খেলতে ভালবাসি তাও আবার pc তে,কারণ এই ধরনের ক্লাসিক গেম আমাদের শৈশব জীবন স্মরণ করিয়ে দেয়,কিন্তু কোথা থেকে আমরা এই গেমগুলি খুজে পাবো,বা যদি আমরা খুঁজেও পাই,তবুও আমরা সঠিক emulator-এর অভাবে আমরা তা খেলতে পারি না, সঠিক emulator-এর জন্য এদিক-ওদিক ঘুরে বেরাতে হয়, তবে আর নয়, আমি যে siteটি দিব সেখান থেকে আপনারা emulator সহ অসংখ্য play station, N64, Nes game সহ আরো অসংখ্য game পেয়ে যাবেন,

যে সাইটের কথা আমি বলেছিলাম তা হল:
http://www.freeroms.com/

ডাউনলোডের প্রক্রিয়া:
1).আপনি siteটি খুললে দেখতে পাবেন বাম দিকে উপরে Free Roms লেখা রয়েছে,এবং ঠিক তার নীচে কী ধরনের গেম খেলবেন তার লিস্ট দেওয়া রয়েছে,

2).এরপর আপনার পছন্দের গেমে ক্লীক করুন,এখন দেখবেন যে পেজটি খুলল তার মাঝখানে A B C D বলে গেমের লিস্ট করা আছে,, ঠিক তার ওপরে হলুদ-কমলা রংয়ের বক্সে emulator-এর ডাউনলোডের অপশন দেওয়া হয়েছে,আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন,

এবং হ্যাঁ,আলাদা আলাদা গেমের জন্য আলাদা আলাদা emulator-ডাউনলোড করে নিবেন

আজ তাহলে এ পর্যন্ত,, আশা করি আপনাকে এটা সাহায্য করবে,
আমি এটা করে দেখেছি এবং সফলও হয়েছি। চাইলে আপনিও ডাউনলোড করে পরীক্ষা করে দেখতে পারেন।

আশাকরি আপনাদের ভালো লাগবে। মন্তব্য় করে জানাবেন কেমন লাগল। ধন্য়বাদ।

Level New

আমি Accent_Ajay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেত্তয়াই আমার লক্ষ্য....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কত নিউজ তো শুনলাম NASA এর কাছ থেকে, পৃথিবী ধ্বংস হবার ভবিষৎ বাণীটিও তারা দিয়েছিল, পৃথিবী কি ধ্বংস হয়েছে? আল্লাহ তাআলা এমন কিছু করবেন না যাতে তার বান্দার কোনো ক্ষতি হয়। আর ভবিষৎতের কথা একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। এটা যে বিশ্বাস করবে সে নিশ্চয় মুশরিকের অন্তর্ভুক্ত হবে।

Level New

মোঃ আলমগীর হোসাইন,,, I agree with u, and thanks 4 reading this.

এই টিউন টা কষ্ট করে লেখার আগে নাসার সাইটটা (https://www.nasa.gov/) একটু দেখে নিলে ভালো হতো না?
ভুলভাল টিউন করা একজন ভালো টিউনারের কাজ হতে পারেনা।