গেমস ওয়ার্ল্ড [পর্ব-৪৪] :: ২০১৫ এবং গেমিং !

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আর কয়েক ঘণ্টা বাকি আছে ২০১৫ সালের ! খুব একটা মন্দ যায়নি বছরের শুরুটা।

বছরের প্রথম থেকেই সবার এক জিজ্ঞাসা '' জিটিএ ফাইভ পিসি ! '' অবশেষে বাংলা নববর্ষের দিনে মুক্তি পেয়েছিল জিটিএ ফাইভ। তবে ২০১৫ সালের বেশীরভাগ সময় পাইরেটেড গেমারদের ক্র্যা(ক) আর আপডেটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। একদিকে পাইরেসির বিরুদ্ধে ডেনুভুর সংগ্রাম অন্যদিকে স্বল্প আয়ের গেমারদের মাথায় হাত খুব টানাপোড়নের অবস্থা সৃষ্টি করেছিল। 3dm এবং cpy সে অবস্থা থেকে উঠে দাঁড়াতে এবং পাইরেটেড গেমিং এর স্বপ্ন ধরে রাখতে সাহায্য করেছে।

বছরের মাঝ সময়ে প্রতি বছরের মত ইথ্রি আসে ! এই বছর তার ব্যতিক্রম ছিল না। '' লর্ড গেবেন, আমরা হাফ লাইফ থ্রি চাই 🙁 '' না তিনি দেননি। তবে মাফিয়া থ্রি, dark souls 3, Mass Effect: Andromeda এর ঘোষণা আশাকরি খুব একটা হতাশ করবে না।

প্রতিবছর যখন কল অফ ডিউটি, এসাসিন্স ক্রিড আর ফিফা খেলতে খেলতে সবাই বিরক্ত ! নতুন ধরনের গেমসের অপেক্ষায় আগ্রহ নিয়ে গেমিং সাইট আর ইউটিউব উল্টে দিচ্ছিল তখন আগম ঘটে রকেট লীগের। যদিও সবার তেমন একটা মনোযোগ পায়নি তবুও আমি লিখছি কারন এটা ব্যতিক্রম ! আজকে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে তাই আরেকদিন রকেট লীগ নিয়ে কথা বলব।

কো অপ ছাড়া জীবন অচল ! আমার মত যারা আছে তারাই বুঝবেন :P। এবছরে কো অপ গেমস গুলোর মধ্যে আমার কাছে ডাইয়িং লাইট ভালো লেগেছে। রিয়েলিস্টিক গেমপ্লে এবং ফ্রেন্ডে সাথে জম্বি মেরে লালচে কালো রক্তে অস্ত্র ড্যামেজ করতে খুব একটা খারাপ লাগেনি। এছাড়াও জিটিএ অনলাইনের ৩০+ প্লেয়ার কো অপ, কিলিং ফ্লোর টু, warhammer end times vermintide এবং bloodborne উল্লেখযোগ্য।

এক্সক্লুসিভ! এক্সক্লুসিভ! প্লেস্টেশন ব্যবহারকারীদের জন্য আরেকটি দারুন বছর। এবছরে bloodborne, the order 1886, until down সাথে সাথে ইথ্রিতে uncharted 4, horizon zero dawn, the last guardian, Ryū ga Gotoku 6 নিয়ে দারুন ২০১৬ কাটানো প্রত্যাশা করছি।

এক্সক্লুসিভ সীমিত থাকলেও এক্সবক্স পিছিয়ে নেই। xbox backwards compatibility, থ্রিসিক্সটির গেমস ওয়ানে খেলার সুবিধা ভক্তদের প্রচুর আনন্দিত করেছে।

The Witcher 3: Wild Hunt ! সুবিশাল গেমপ্লে এবং অসাধারন স্টোরিলাইন নিয়ে এবছরের অন্যতম গেমসের স্থান দখল করে নিয়েছে। সাথে অবশ্য Life Is Strange এবছরের সেরা স্টোরিলাইনের ভাগীদার। যদিও অনেকেই এর ভাগীদার, তাই আমি একটা বলছি না। অন্যদিকে এক সময়ে রিলিজ পাওয়া metal gear solid 5 the phantom pain এবং ম্যাড ম্যাক্স ২০১৫ সালে দারুন চাহিদার সৃষ্টি করেছে ! প্রথমবারের মত পিসির জন্য আসা wwe 2k15, Project CARS, Rainbow Six Siege, batman arkham knight স্মরণ না করলেই নয় !

বছরের প্রায় শেষদিকে আসা fallout 4, call of duty black ops 3 এবং assassin's creed syndicate বিশেষভাবে উল্লেখ করার যোগ্যতা রাখে।

এখন আমার কাছে ভালো লাগা ১০টি গেমস -

১০ - WWE 2k15 (pc)

৯ - ডাইয়িং লাইট

 

৮ - রকেটলীগ

 

৭ -  লাইফ ইজ স্ট্রেঞ্জ

 

৬ - ম্যাড ম্যাক্স

 

৫ -  কল অফ ডিউটি - ব্ল্যাক অপস থ্রি

৪ - ফলআউট ফোর


৩ - মেটাল গিয়ার সলিড ফাইভ ফ্যান্টম পেইন

২ - এসাসিন্স ক্রিড সিন্ডিকেটস

১ - উইচার থ্রি ওয়াইল্ড হান্ট

শুভ সূচনা হোক ২০১৬ ! হ্যাপি গেমিং 🙂

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thnx bro new ekta tune korar jonnu