বিপিএল ২০১৫ খেলুন এখন আপনার কম্পিউটারে!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম। আগেই বলে নিই এটা পূর্ণাঙ্গ গেম না। আপনার আগে কম্পিউটারে ক্রিকেট ২০০৭ থাকতে হবে। তবেই কেবল এটি খেলতে পারবেন। এইপ্যাচটি বানিয়েছেন Syed's Stuff's Studio

কিন্তু মূল প্যাচের সাথে বিপিএলের স্কোরকার্ড ছিলো না। সেটা আমিই বানিয়ে যুক্ত করে দিয়েছি। কিছু স্ক্রিণশট দেখে নিই আগে।

[​IMG]

[​IMG]

[​IMG]

আর আমার স্কোরকার্ডের স্ক্রিণশট

Brb Bpl1.png

Brb.png

আশা করি গেমটা ভালো লাগবে খেলতে। তো এবার ডাউনলোডের পালা। যদি না থাকে তবে প্রথমে ক্রিকেট ২০০৭ এর একটা ডিস্ক কিনুন অথবা ডাউনলোড করে নিন। আমি যেহেতু ডাউনলোড করিনি ক্রিকেট ২০০৭ এর ডাউনলোড লিংক আমি দিচ্ছি না। নিজ দায়িত্বে সংগ্রহ করবেন।

এরপর নিচের ফাইলগুলো ডাউনলোড করুন। সবগুলো ডাউনলোড করতে হবে।

bat pack pass (new256hd)'
ইন্সটলের নিয়ম-
  1. ক্রিকেট ২০০৭ ইন্সটল করুন।
  2. ডাউনলোডকৃত “BPL 2015″ যেখানে আপনি ক্রিকেট ২০০৭ ইন্সটল করেছেন সেখানে এক্সট্রাক্ট করুন।
  3. Sundar’s 256 Batpack, Facepack একই স্থানে পেস্ট করুন।
  4. রোস্টার ফাইল (.ros) C:UsersDocumentsEA SPORTS(TM) Cricket 07 এ এক্সট্রাক্ট করুন।
  5. আমার ওভারলে সবশেষে যেখানে আপনি ক্রিকেট ২০০৭ ইন্সটল করেছেন সেখানে এক্সট্রাক্ট করুন। এটা শেষে করা জরুরী। প্যাচের আগে এক্সট্রাক্ট করলে আমার ওভারলের বদলে আইপিএলের ওভারলে পাবেন। কারণ প্যাচে ওই ওভারলে সংযুক্ত আছে।

আজ আর নয়। আল্লাহ হাফেজ। স্কোরকার্ডটা আর প্যাচটা কেমন লাগলো টিউমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বিপিএল মাঠে প্রায় শেষ হলেও আপনার জন্য কিন্তু কেবল শুরু।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস