❄নিয়ে নিন ছোট সাইজের কিন্তু উন্নত গ্রাফিক্স এবং গেমপ্লের একটি এন্ড্রয়েড গেইম❄

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন কারণ বাংলাদেশের সর্ববৃহৎ টেক জায়ান্ট টেকটিউনস এর সাথে থাকলে খারাপ থাকার কথাও না!আমিও আল্লাহর দয়া ও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি।পরের কথায় আসি 🙂

 

নিয়মিত বিভিন্ন টিপ্স,অ্যাপ শেয়ার করতে করতে গেইমের কথা ভুলেই গিয়েছিলাম।একসময় প্রচুর গেইম খেলা হলেও এখন আগের মতো আর গেইম খেলা হয়না আসলে।তবে একটা গেইম আমি নিয়মিত খেলার চেষ্টা করি,,যদিও গেইম টির সকল ধাপ ইতিমধ্যে বেশ কয়বার ঈ শেষ করা হয়েছে তবু খুব ভাল লাগে এখনো।গেইম টি হলো Dream League soccer. জানি সবাই গেইম টির সাথে পরিচিত।তবু যারা এখনো খেলেন নি,টিউমেন্ট করে জানাতে পারবেন শেয়ার করার চেষ্টা করবো।

 

তো অনেকদিন পর আজকে একটি গেইম খেলতে খেলতে বেশ ভাল লেগে গেলো দেখলাম সাইজেও বেশ ছোট তাই ভাবলাম  আপনাদের সাথে গেইম টা শেয়ার করা দরকার।তো যেই ভাবা সেই কাজ।সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের সাথে সেই গেইম নিয়ে টিউন করতে যাচ্ছি।গেইম টি বেশ ছোট সাইজের কিন্তু মোটামুটি ভাল মানের গ্রাফিক্স এবং উন্নত গেমপ্লে হওয়ায় সবাই গেমটি খেলে বেশ মজা পাবেন।

আমরা সাধারণত বিগ সাইজের রেসিং গেইম,ধুন্ধুমার একশন গেইম খেলে অভ্যস্ত।কিন্তু এই গেইম টি ছোট হলেও মশলা ভালই আছে 🙂 এছাড়া অনেকের মোবাইলের Ram, প্রসেসর ইত্যাদি কম থাকায় বড় সাইজের গেইম খেলতেও পারেন না।সো সবার জন্যই এই ছোট গেইম টি উপভোগ্য হবে বলে আশা করা যায়।গেইমটি বিখ্যাত 9game এবং 9apps এর মাধ্যমে পাব্লিশড! সো,,এখনি ডাউনলোড করে নিন মাত্র  ৭এম্বির এই কার রেসিং গেইম টি।

গেইম পরিচিতি:
⏩গেইমের নাম:3D Fury Racing
⏩সাইজ:৭.২ এম্বি
⏩ভার্সন:v2.3.8
⏩ডেভলোপার:9game,9apps প্রতিষ্ঠান
●ডাউনলোড লিংক: Download 3D Fury Racing

ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে প্রবেশ করে Create Download Link এ ক্লিক করুন।প্লেস্টোরে গেলে বা অন্য ট্যাব অপেন হলে ব্যাক করে আবার Create Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।ইটস সিম্পল!

গেইমটিতে বেশ কিছু লেভেল বা ল্যাপ রয়েছে আর প্রতিটি ল্যাপের গ্রাফিক্স ও বিভিন্ন।গেমের সাউন্ড কোয়ালিটিও বেশ ভাল লেগেছে আমার কাছে।ইয়ারফোন কানে নিয়ে খেলে এক অন্যরকম জোশ পাবেন বলতে পারি।কয়েন আর্ন করাও বেশ সহজ এছাড়া রুট ইউজার বসেরা তো জানেন ঈ কিভাবে কয়েন হ্যাক করতে হয় 😉 গেইমের গ্রাফিক্স সম্বন্ধে ধারণা পেতে টিউনের অ্যাটাচ স্ক্রিনশট গুলো দেখতে পারেন


টিউন টি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।
আপনাদের শেয়ার,টিউমেন্ট,অনুপ্রেরণা  ঈ আমাদের ভাল ভাল টিউন করার উৎসাহ যোগায়।

টেকটিউনস এ আমি আসলে একেবারেই নতুন টিউন করতেছি তাই আমার কোন ভুল থাকলে সেটা টিউমেন্ট করে বলবেন।যাতে ভুল টা কাটিয়ে উঠতে পারি।

আর পরবর্তীতে কি বিষয়ে টিউন দেখতে চান সেটি বললে আমরা সেগুলো নিয়ে টিউন করার চেষ্টা করবো।আমাদের টিউন তখনি স্বার্থক হয় যখন আপনারা এটি দ্বারা উপপল্কার লাভ করেন।

পরিশেষে একটি অনুরোধ আমাদের সাথেই থাকুন।ফেসবুকে আমাদের একটি ছোট গ্রুপ আছে চাইলে সেখানে জয়েন করতে পারেন। www.facebook.com/groups/techbarks

তো আজকের মতো এখানেই সমাপ্তি।পরবর্তীতে আরো ভাল মানের টিউন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আর টেকটিউনস এর সাথেঈ থাকুন।মানুষ মাত্রই ভুল করে থাকে তাই কোনরকম ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন প্লিজ।

ধন্যবাদ সবাইকে।
@ARK

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস