
CLASH OF CLANS গেম সম্পর্কে বেশি কিছু বলার নেই। নাম শুনেই বুঝে গেছেন গেমাররা। যারা এই অসাধারণ গেমের মায়ায় আর নেশায় পরে আছেন।
কথা বাড়াবো না, আমি এই টিউনে মূলত CLASH OF CLANS গেমে আপনার ভিলেজ (base) সাজানোর জন্য এমন একটি সফটওয়্যার এর কথা বলব যেটি আপনাকে যেকোনো ধরনের যেকোনো Town Hall এর base সাঁজাতে সাহায্য করবে। আসলে অনেকেই এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকবেন। সফটওয়্যারটির না COC Builder। এর মধ্যে troophy, war, Defence, farming যে কোন ধরনের base এর স্কিন শুট রয়েছে যে কোন লেভেলের Town Hall এর জন্য।
এই সফটওয়্যারটির সবচেয়ে বড় সুবিধা হল আপনি আপনার পছন্দের স্ক্রীন শট কে COC গেম এর মধ্যে ভিউ করে আপনার base কে স্ক্রীন শট অনুযায়ী সজাতে পারবেন।
যারা বুজতে পারেন নাই তার সফটওয়্যার টা ইন্সটল করে ওপেন করলেই বুঝতে পারবেন আশা করি।
প্রথমে Play Store থেকে COC Builder নামান
তারপর ইন্সটল করে ওপেন করেন।

এইরকম ওপেন হবে।
তারপর আপনি কেমন Base সাজাবেন তা সিলেক্ট করুন।

এইভাবে।
তারপর টাউন Hall লেভেল সিলেক্ট করেন ।
তারপর অনেক গুলো base asbe ....

পছন্দ মতো সিলেক্ট করেন।
তারপর এইরকম আসবে। base এর স্কিন শট

Floating Window চাপুন।
তারপর একটা Notification আসবে Do You Want To Start Clash Of Clans?
Yes ছাপুন। গেম ওপেন হবে।

গেমের মধ্যে আপনার পছন্দ করা Base টি দেখাচ্ছে। সেই অনুযায়ী Base টি সাজিয়ে নিন।
ধন্যবাদ।
আমি আড্ডা বাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ