গেমস জোন [পর্ব-২৯৪] :: গ্র্যান্ড থেফট অটো ৫ – Walkthrough (৫ম খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

আসসালামুআলাইকুম! প্রায় দেড় বছর পর এই সিরিজের ৫তম টিউনটি করতে বসলাম! কারণ বাসায় পড়াশোনার চাপ এবং টেকটিউনসে কিছু ঝামেলার জন্য এই দেড়টি বছর নেটের দুনিয়া থেকে দূরেই ছিলাম বলা চলে। তবে আর নয়, কিন্তু আবার আগের মতোও নয়, এবার সময় এবং ‍সুযোগ বের করে নিয়ে টিউন করা চালিয়ে যাবো। আমার ওয়েবসাইটটিও বন্ধ করে দিয়েছি প্রায় ৭ মাস হলো। তাই এবার থেকে আমার সকল টিউন শুধুমাত্র টেকটিউনসেই পাওয়া যাবে!!

হিসেব করে দেখলাম, যেভাবে এই টিউন সিরিজটি আগাচ্ছে তাতে করে আরো বেশি খন্ডে খন্ডিত করতে হবে। সেটা যেমন তোমাদের পড়ার জন্য ঝামেলা, ঠিক তেমনি আমার জন্যেও রেডি করতে সমস্যা!! তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, টিউনে যতটুকু শব্দ এবং ছবি ধরে ঠিক ততটুকু করে টিউন করবো। বর্তমানে প্রতিটি টিউনে ২৫০০টি শব্দের লিমিট এবং ছবি আপলোডের ক্ষেত্রেও এই টাইপের লিমিট দেওয়া রয়েছে। তো সেই হিসেবে এক একটি টিউনে যতগুলো মিশন ধরে, ঠিক ততটুকু করেই টিউন করবো ইনশাল্লাহ!

গত খন্ডে ১৬টি মিশন পর্যন্ত লেখেছিলাম। তো আজ ১৭তম থেকে শুরু করছি।

যারা আগের খন্ডগুলো মিস করেছো তাদের জন্য আগের গুলোর লিংক দিয়ে দিলামঃ

>>> ৪র্থ খন্ড <<<

>>>৩য় খন্ড <<<

>>> ২য় খন্ড <<<

>>> ১ম পর্ব <<<

 

মিশন ১৭: Mr. Philips

>> The Jewel Store Job মিশনটি কমপ্লিট করার পরেই এই মিশনটি আনলক হবে। আর এই মিশনটিতেই এই প্রথম বারের জন্য তুমি গেমটির আরেকটি চরিত্র ট্রেভর এর হয়ে খেলবে। আর ট্রেভর কতটা মানসিকভাবে অস্থির এবং কতটা ঝুঁকিপূর্ণ তা এই মিশনটি খেললেই বুঝতে পারবে! আর এই মিশনটি সহ সামনের ৫টি মিশন কমপ্লিট করা পর্যন্ত তোমাকে এই ট্রেভর এর ভূমিকাতেই খেলতে হবে। ফ্রি রমে ঘুরা ফেরা করার সময়ও ক্যারেক্টার সুইট করতে পারবে না তুমি! <<

 

ট্রেভর এর জং ধরা ট্রাক!

মিশনটি শুরু করার জন্য মাইক্যালের ম্যানশনে যেতে হবে এবং একটি কাটসিন এর মধ্য দিয়ে মিশনটি শুরু হবে। কাটসিনের পর তুমি নিজেকে ট্রেভর এর হয়ে একটি গ্রামাঞ্চলে আবিস্কার করবে। এরপর তোমাকে ট্রেভর এর ট্রাকে (Canis Bodhi) তে উঠতে পড়তে হবে আর Ron এবং Wade কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে ট্রাকে জয়েন করবে।

 

প্রথমেই কালো ভ্যানটিকে টার্গেট না করে তার পাশের দুটি বাইককে আগে টার্গেট করো!

তারপর Grapesseed নামের লোকেশনে তোমাকে ড্রাইভ করে যেতে হবে সেখানে তোমাকে একটি বাইক গ্যাঙ্গকে ধাওয়া করতে হবে। লোকেশনে যাবার পর আরেকটি কাটসিন প্লে হবে। তারপর ধাওয়া শুরু করো!! প্রথমেই কালো ভ্যানটিকে টার্গেট না করে তার পাশের দুটি বাইককে আগে টার্গেট করো! তারপর ভ্যানটিকে ফলো করতে থাকো।

আর যেই ট্রাকটি তুমি চালাচ্ছো সেটি অনেক পুরোনো এবং লক্কর ঝক্কর জাতীয় একটি বাহন, এবং তাই এই ট্রাক নিয়ে তুমি ঝুঁকিপূর্ণ ড্রাইভিং করতে পারবে না। ধাওয়াটি একটি ছোট ট্রেইলার মোটেল এর পাশে এসে শেষ হবে। এবার ট্রাক থেকে নেমে যাও আর তোমার ইনভেন্টরি থেকে যেকোনো একটি অস্ত্র সিলেক্ট করো। শটগান হলে ভালো হয়!

 

মোটেল
ট্রেভর এর স্পেশাল স্কিল

 

এবার মোটেল এরিয়ার বাইকারগুলোকে গুলি করা শুরু করো। খেয়াল রাখবে পিছন থেকে বা ডান-বাম থেকে কেউ এসে যাতে তোমাকে আহত করতে না পারে! সে জন্য কভার ব্যবহার করা অতি উত্তম! এবং অবশ্যই ট্রেভর এর স্পেশাল স্কিল; ফিউরি মোড ব্যবহার করতে ভুলো না যেন!!

আর যেসব শত্রু অলরেডি বাইকে করে চলে যাচ্ছে তাদের দিকে গুলি না করে আশেপাশের গ্যাস ট্যাংকগুলোতে গুলি চালাও আর বুম!!! তারপরেও কোনো বাইকার পালিয়ে যেতে থাকলে তুমিও তার পিছে পিছে গাড়ি বা বাইক নিয়ে ধাওয়া করো এবং ওদেরকে খতম করে দাও।

 

গ্যাস ট্যাঙ্কগুলোতে শুট করলে বিশাল ব্রাষ্ট হবে!

ফাইটিং শেষ হলে মরাগুলোর কাছ থেকে গোলা-বারুদ সংগ্রহ করে তোমার ট্রাকে ফিরে এসো যেখানে অলরেডি তোমার জন্য Ron অপেক্ষা করছে। এবার তোমাকে Ortega’s ট্রেলার এর কাছে পৌঁছাতে হবে। সেখানে পৌছাঁবার পর তোমাকে ট্রেইলারটিকে ঠেলে ঠেলে নদীতে ফেলে দিতে হবে।

ট্রেইলারটি নদীতে পড়ার আগ পর্যন্ত পুশ করতে থাকো

তারপর একটি কাটসিন এবং তোমার কাছে আবারো সিদ্ধান্ত নেবার সময় এসে যাবে। Ortega কে মেরে ফেলবে নাকি জীবিত রাখবে সেটা তোমার ইচ্ছের উপর নির্ভর করে। তারপর ট্রেভর এর ট্রেইলারে চলে আসলেই মিশন কমপ্লিট!

 

মিশনটি কমপ্লিট করার জন্য পুরস্কার হিসেবে যা যা থাকছেঃ

> ট্রেভর এর ট্রেইলারটি এর সকল সুবিধাসহ আনলক হবে

> ট্রেভর এর ট্রাক (Canis Bodhi) আনলক হবে

> ট্রেভর এর বাসার কাছের গ্যারেজটিও আনলক হবে

> সকল ট্যাটুর স্টুডিওগুলো আনলক হবে

> অফ-রোড রেস ইভেন্টগুলোও আনলক হবে

 

মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> No Survivors - মোটেল এরিয়াতে ফাইটিং এর সময় সমস্ত বাইকারদের খুন করতে হবে।

> Headshots - অন্তত ১২ জন শত্রুর মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দিতে হবে!!! (লুল)

> Time - সমস্ত মিশনটি তোমাকে ১২ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

> Trailer Trashed - ট্রেইলারটি নদীতে ফেলার আগেই এর উপর বেশি ড্যামেজ দিতে হবে।

> Lost and Damned - মিশনটির শুরু দিকের ধাওয়াতে তোমাকে দুইজন বাইকারকেই (Clay এবং Terry) খুন করতে হবে যারা ভ্যানটির সাথে সাথে পালিয়ে যাচ্ছিল।

 

মিশন ১৮: Nervous Ron

>> আগের মিশনটি কমপ্লিট করার পর এই মিশনটি আনলক হবে। মিশনটি শুরু করার জন্য ট্রেভর এর ট্রেইলার এর পাশের T চিহ্নিত মার্কারে যেতে হবে তোমাকে। আর মিশনটিতে তোমাকে এর্লাম না বাজিয়ে কিছু শত্রুকে নিধন করতে হবে, তারপর সংঘর্ষ আরো ব্যাপক আকারে রূপ নিবে এবং তুমি বিমানবন্দরে তুমুল গোলাগুলিতে জড়িয়ে পড়বে। আর মিশনটির শেষ অংশে কিভাবে প্লেন চালাতে হয় সেটি তুমি শিখবে!! <<

 

কাটসিন দিয়ে মিশনটি শুরু হবে এবং কাটসিনটি দেখার পর ট্রেভর এর ট্রেইলারের পাশে রাখা ATV (Nagasaki Blazer) গুলোর থেকে যেকোনো একটি চড়ে বসো এবং পশ্চিম দিকের লোকাল Ammu-Nation স্টোরের দিকে যেতে শুরু করো।

পিস্তলের দোকান !

স্টোরে এসে তোমাকে By Default একটি স্নাইপার রাইফেল কিনতে হবে, ফ্রিতে কিনে ফেল অস্ত্রটি। তারপর এটিকে Suppressor & Advanced Scope যন্ত্রাদি দিয়ে আপগ্রেড করে নাও। তারপর অস্ত্রটিকে নিয়ে ATV তে ফিরে এসো এবং দক্ষিণ-পশ্চিমের বিমানবন্দরের দিকে ড্রাইভ করতে থাকো। সেখানে গিয়ে তোমাকে একটি ওয়াটার টাওয়ারে চড়তে হবে।

 

প্রথম শত্রু

টাওয়ারে উঠার পর তোমার ইনভেন্টরি থেকে স্নাইপার রাইফেলটি বেছে নাও, তারপর টার্গেটিং মোডে ঢুকো এবং যতটুকু জুম (Zoom) করা যায় করো। এবার প্রথমেই Ron কে টার্গেটেড করে রাখো যাতে তার টিউমেন্টস এবং ইন্সট্রাকশনগুলো তুমি শুনতে পারো। এবার তোমার প্রথম শিকার হচ্ছে কনট্রোল টাওয়ারের সিঁড়ির নিচে পাহারারত ওই শত্রুটি। অতদূর থেকে হেডশট না নিতে পারলেও বুকে মারলেও কাজ হয়ে যাবে! তাই না পারলে শুধু শুধু হেডশটে গুলি নষ্ট করা উচিৎ নয়।

 

এবার তোমাকে নিচের ছবিতে দেখানো দুটি ল্যাম্পে গুলি করতে হবে (লাল বৃত্তে চিহ্নিত রয়েছে)। তবে এই কাজটি প্রথম শট নেবার পরপরই করতে হবে এবং দ্রুত করতে হবে। সঠিক সময়ের মধ্যে করতে পারলে ব্যাকআপ হিসেবে আসা গাড়ির শত্রুদেরও খুন করতে তোমার সুবিধে হবে।

 

দুটি ল্যাম্পগুলোকে টার্গেট করো

তারপরের টার্গেট হচ্ছে কনট্রোল টাওয়ারের উপরে পাহারারত শত্রুটি। শট নেবার পর সিঁড়ি, টাওয়ারের নিচের অংশে এবং টাওয়ারের উপরের অংশে যেখানে এই মাত্র গুলি চালিয়েছো এসব জায়গাগুলোতে চোখ বুলিয়ে নাও। কোনো এক্সট্রা শত্রু আসলে সাথে সাথে ফিনিস করে দেবে। না হলে সে / তারা এর্লাম বাজিয়ে দেবে এবং পুরো শত্রু দল চলে আসবে সেখানে!!!

 

কনট্রোল টাওয়ারের শত্রু

এবার গ্যাস ট্যাঙ্ক এর পাশে দাঁড়ানো সেই শত্রুটিকে টার্গেট করো। তার সাথে আরেকটি শত্রু থাকবে এবং সে গুলির শব্দ শুনেই বেরিয়ে আসবে আর তাকে সাথে সাথে খতম করে দিতে হবে। তারপর Ron এর পরামর্শ মতো তাকে কভার দিতে থাকো যতক্ষণ না পর্যন্ত সে বোম সেট না করে।

 

গ্যাস ট্যাংক

তারপর শত্রুপক্ষের একটি হেলিকপ্টারও চলে আসবে ততক্ষণে। Ron এর পরামর্শ মতো সঠিক সময়ে কপ্টারটির পাইলটের দিকে টার্গেট করো এবং তাকে খালাশ করে দাও! আর এরপর গেমের স্ক্রিপ্ট অনুযায়ী তুমি আর পালিয়ে পালিয়ে মারতে পারবে না, যতই স্টেলথ ভাবে খেলো না কেন। এবার সময় এলো কোপা সামসু টাইপের গুলি করার! স্নাইপার রাইফেল পাল্টে ফেলে যেকোন ভালো অটোমেটিক অস্ত্র নাও আর ট্রেভর এর স্পেশাল স্কিল এর সৎ ব্যবহার করে করে শত্রুদের মারতে থাকো।

পাইলটকে টার্গেট করতে হবে

 

তোমাকে বন্দরে থাকা সকল বাইকারদের খুন করতে হবে। আর সেটি করতে করতে একসময় Ron ছোটখাট একটি প্লেন র্স্টাট দিয়ে চালনো শুরু করবে আর তোমাকে সেটির পাখার উপর দৌড়ে লাফ দিয়ে উঠতে হবে আর . . .. . ঠিসুম ঠিসুম গুলি চালাতে হবে!! আর প্লেনটি রানওয়েতে চলে আসার পর বোমটিকে Detonate রিমোট দিয়ে ফাটাও!

 

ট্রেভরের স্পেশাল স্কিল ব্যবহার করতে হবে যথা সময়ে

কিছুক্ষণপর ট্রেভর অটোমেটিক্যালি আরেকটি প্লেনে (Cuban 800) চড়ে বসবে এবং তোমাকে এটি চালাতে হবে। আর প্লেনটি উড্ডয়নের সময় আশেপাশের বাইকারদের পাত্তা না দিয়ে প্লেন ড্রাইভিংয়ে মনোযোগ দাও। প্লেনটি উড়ানোর পর পাখায় যদি কোনো বাইকার উঠে থাকে তাহলে প্লেনটিকে ফুল স্পিন দিয়ে বাইকাদের ঝেঁড়ে ফেলে দাও!!

 

বুম!

এবার Ron এর প্লেনটিকে ফলো করে তোমাকে প্লেন চালাতে হবে। আর এর মাঝে একটি ব্রিজ আসবে, আর মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করার জন্য তোমাকে প্লেনটি ব্রিজের নিচে দিয়ে চালিয়ে নিয়ে আসতে হবে। আর তারপর ম্যাপে চিহ্নিত ড্রপ জোনের দিকে যেতে থাকো।

 

গিয়ার চাকা উঠিয়ে দিয়ে শত্রুকে ঝেড়ে ফেলে দাও

মিলিটারি বেইসের কাছাকাছি আসার পর Ron তোমাকে স্পিড কমিয়ে প্লেনটিকে নিচের দিকে নিয়ে আসতে বলবে, এতে করে মিলিটারিদের রাডারে তুমি স্পট হবে না। আবার অতিরিক্ত নিচের দিকে চালাতে থাকলে ক্র্যাশ খাবে তুমি এটাও মাথায় রেখো। তারপর চিহ্নিত স্থানে এসে Cargo টি ড্রপ করে দাও।

 

এখানে কার্গোটি ড্রপ করতে হবে

এরপর মিশনটি শেষ করার জন্য এরিয়ার বিমানবন্দরের দিকে যেতে হবে তোমাকে। তবে এখনো তোমাকে নির্দিষ্ট উচ্চতা বজায় রেখে প্লেনটি চালাতে হবে আর ভূলেও মিলিটারি বেইসের উপর দিয়ে যেওনা! বিমানবন্দরে চলে আসার পর প্লেনটির ল্যান্ডিং গিয়ার নামাও, প্লেনের স্পিড কমাও এবং ল্যান্ড করো। এরপর প্লেনটিকে তোমাকে Hangar রে পার্ক করতে হবে তারপরেই মিশন খালাশ!

 

 

মিশনটি কমপ্লিট করার জন্য পুরস্কার হিসেবে যা যা থাকছেঃ

> Cargo টি সঠিক জায়গায় সঠিক ভাবে ড্রপ করার উপর Money Reward এর পরিমাণ কমবেশি হবে।

> Sandy Shores Airfield টি কনট্রোল করার জন্য আনলক হবে।

> Sandy Shores Airfield বন্দরের Hangars গুলোও আনলক হবে।

> Real Estate ক্রয় করতে পারবে এখন থেকে।

 

 

মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Headshots - ৫ জন শত্রুকে মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দিতে হবে!

> Time - পুরো মিশনটি তোমাকে ১২ মিনিট ৩০ সেকেন্ডের ভিতর কমপ্লিট করতে হবে। তাই সময় বাঁচানো জন্য Ammu-Nation স্টোরে বেশিক্ষণ থাকলে চলবে না আর প্লেন চালানো সময় সবোর্চ্চ গতিতে চালানোর চেষ্টা করতে হবে।

> Nervous Twitch - Ron এর সাথে প্লেন রেস করার সময় জিততে হবে। (মিশনের শেষ অংশে)

> 6 Bridges, 1 Plane - প্লেন চালানো সময় তোমাকে ৬টি ভিন্ন ভিন্ন ব্রিজের নিচ দিয়ে আসতে হবে।

> Death on a Wing - Ron এর প্লেনের পাখায় থাকার সময় আশে পাশের সকল বাইকারদের খুন করতে হবে। এটি করার জন্য আশেপাশের যাবতীয় এক্সপ্লোসিভ জিনিসগুলো সৎ ব্যবহার করতে হবে যেমন তেলের ট্যাঙ্ক, ব্যারেলসমূহ ইত্যাদি।

মিশন ১৯ : Trevor Philips Industries

>> এই মিশনটি একটি ছোটখাট মিশন। তবে মিশনটি একশনে ভরপুর! মিশনটির জন্য গেমটি তোমাকে ফ্রিতে অস্ত্র দিবে সো তোমাকে টাকা দিয়ে কিছু কেনার দরকার নেই তবে তুমি আরমর কিনে রাখতে পারো এক্সট্রা প্রোটেকশনের জন্য! <<

 

মিশন শুরু

মিশনটির শুরু করতে হবে ট্রেভরের ট্রেইলারে উত্তরে অবস্থিত একটি ছোটখাট মোটেল থেকে। সেখানে গিয়ে মিশনটি একটি কাটসিন দিয়ে শুরু হবে। কাটসিনে তোমার সাথে মি. চ্যাঙ্গ এবং তার অনুবাদক এর সাথে মিটিং হবে। এরপর কাটসিন শেষ হলে তুমি তোমার গাড়িতে করে তাদেরকে নিয়ে Meth Lab এর মিটিংয়ে ড্রাইভ করে নিয়ে যাও।

 

গ্যাস ট্যাংকে গুলি করে ফাটিয়ে দিতে হবে

Chef এর কাছ থেকে অটোমেটিক রাইফেল নিয়ে নাও, জানালা ভেঙ্গে ফেলো এবং Aztec Gang সদস্যদের উপর গুলি ছোঁড়া শুরু করো। আর সাথে পাশের লাল গ্যাস ট্যাঙ্কটিকেও ফাটিয়ে দাও আর জাদু দেখো!

 

ব্যালকনিতে কে আছে হে!!

প্রথম শত্রু গ্রুপদের ফিনিশ করার পর Chef কে অনুসরণ করে বাইরের ব্যালকনি তে চলে আসো। এখানে তোমার অবজেক্টটিভ হচ্ছে শত্রুদের বিল্ডিংয়ের কাছে না আসতে দেওয়া। তাই বুঝেশুনে শুট করতে থাকো। আর কোনো শত্রু যদি বিল্ডিংয়ে প্রবেশ করেও ফেলে তাহলে তাকেও দ্রুত খালাশ করে দাও। আগের মতোই এখানেও সকল শত্রুদের তোমাকে খতম করতে হবে।

 

গ্রেণেড লাঞ্চার!!

এবার Chef কে অনুসরণ করে ছাঁদে উঠে এসো এবং শত্রুদের মারা শুরু করো। কিছুক্ষণ পর Chef তোমাকে একটি গ্রেণেড লাঞ্চার দিবে। সেটির সাহায্য নতুন করে আসার শত্রু গাড়িদের উড়িয়ে দাও। গাড়ি হতে শত্রুরা নামার আগে উড়িয়ে দিতে পারলে ভালো!

 

শেষ অ্যাটাকের স্থান!

এবার সর্বশেষে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে তোমাকে আসতে হবে বিল্ডিংয়ের মূল ফটক দিয়ে আগত যাবতীয় শত্রুদের ফিনিশ করতে হবে তোমাকে। এখানে তোমাকে শক্তিশালি অস্ত্র সাহায্য করবে! কিছুক্ষণের মধ্যেই শত্রুরা বিল্ডিংয়ে প্রবেশ না করে পালিয়ে যেতে থাকবে। আর মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করতে হলে সকল শত্রুকেই খালাশ করতে হবে তোমাকে। তাই দ্রুত বিল্ডিং হতে বেরিয়ে এসে পলায়নরত যাবতীয় শত্রুদেরকেও উড়িয়ে দাও!! আর তারপর মিশনটি শেষ করার জন্য তোমাকে আইস কনটেইনারে ফিরে আসতে হবে এবং এতে লুকিয়ে থাকা লোকটিকে মুক্ত করতে হবে।

 

মিশনটি কমপ্লিট করার জন্য পুরস্কার হিসেবে যা যা থাকছেঃ

> ট্রেভর এর ফোনবুকে Cheng Jr. এর নাম্বারটি সেভ হবে।

> নতুন সহযোগী চরিত্র Chef আনলক হবে।

 

 

মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ

> Body Count - মিশনটির সকল শত্রুকে মেরে ফেলতে হবে তোমাকে। একটিকেও বাদ দেওয়া যাবে না!

> Unmarked - কোনো প্রকার হেভি ড্যামেজ না খেয়ে মিশনটি তোমাকে কমপ্লিট করতে হবে

> Scrap Man- মিশনটিতে টোটাল ৬টি গাড়িকে তোমাকে উড়িয়ে দিয়ে হবে। এরজন্যই গ্যাস ট্যাঙ্ক এবং গ্রেণেড লাঞ্চারের সৎ ব্যবহার করতে হবে।

> Time - তোমাকে পুরো মিশনটি ৪ মিনিট ৩০ সেকেন্ডের ভিতর কমপ্লিট করতে হবে!!

 

 

মিশন ২০ : Crystal Maze

>> এই মিশনটিতে তোমাকে একটিই কাজ করতে হবে আর তা হলো Methamphetamine Laboratory কে ধ্বংস করে দেওয়া। আর এটি তুমি আপগ্রেডেড স্নাইপার রাইফেল দিয়েও করতে পারো। আগের একটি মিশন থেকে অলরেডি তোমার কাছে স্নাইপার থাকার কথা, আর যদি না থাকে তাহলে নিকটস্থ Ammu-Nation স্টোর থেকে একটি আপগ্রেডেড স্নাইপার রাইফেল অস্ত্র কিনে নাও। <<

 

আগের মিশনটির শুরু জায়গা (মোটেল) হতে আবারো Mr. Cheng এর সাথে দেখা করতে যাও আর মিশনটি শুরু করো। এবার তোমাকে O’Neil brother’s ফার্মে যেতে হবে। সেখানে পৌছে গেমটির সাজেশন মতো মার্ক করা জায়গায় (Vantage Point) তে চলে আসো।

 

বাইনোকুলার ধরা শত্রুটিকে প্রথমে মারা উচিত

স্নাইপার রাইফেল টি বের করো, জুম করো আর তারপর প্রথমে টার্গেট করো উপরের তলার ওই শত্রুকে সে বাইনোকুলার ধরে আছে! শট নেবার পর দ্রুত উপরের তলার যাবতীয় শত্রুদের খালাশ করে দাও।

 

শট নেবার শব্দ শোনার কিছুক্ষণের মধ্যেই নিচের দিকের শত্রুগুলো একটি সাদা ভ্যানে করে পালাবার জন্য প্রস্তুতি নেবে। আর এখানে তোমার পছন্দ মতো সিদ্ধান্ত নাও ওদেরকে খুন করবে কিনা। তবে শেড এর পাশের দুজন কে অবশ্যই খুন করতে হবে তোমাকে নাহলে তারা এর্লাম বাজিয়ে দেবে।

ফাকা গুলি ছুড়ে অপেক্ষা করো, ভেতর থেকে পিপড়ার দল বেরিয়ে আসবে!

এবার শুধুমাত্র বিল্ডিংয়ের ভেতরের শত্রুদের পালা। এবার এর্লামের চিন্তা না করে একটি ফাঁকা শট নাও। শব্দ শুনে বিল্ডিংয়ের ভেতর থেকে কিছু শত্রু বেরিয়ে আসবে আর তারপর একে একে সবাইকে হত্যা করতে থাকো।

 

এবার তোমাকে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করতে হবে, এজন্য বিল্ডিংয়ের কাছে গিয়ে জানালগুলো দিয়ে গ্রেণেড ছুঁড়ে মারতে যদি তোমার স্টকে গ্রেণেড থাকে। এরপর শটগান নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ো।

 

নিচ তলায় (বেসমেন্ট) যাচ্ছি!

বিল্ডিংয়ের সকল তলায় শত্রু নিধনের পর বেইসমেন্টের সিঁড়ি দিয়ে বেইসমেন্টে চলে আসো আর শেষ শত্রুকে শুট করো। আর এই শত্রুকে দেখা মাত্রই খুন করতে হবে না হলে তুমি নিজেই খতম হয়ে যাবে! বেইসমেন্ট থেকে গ্যাস ক্যানিসার টি তুলে নিয়ে আসো।

 

আগুন ধরিয়ে দাও!!

এবার বিল্ডিংয়ে গ্যাস ক্যানিসার দিয়ে গ্যাস ছিটিয়ে দাও আর ওতে আগুন ধরিয়ে দাও। আর বিল্ডিং এরিয়া হতে চলে আসো। মিশন কমপ্লিট!

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করার জন্য যা যা করতে হবে:

> ১০ জন শত্রুকে হেডশট দিয়ে খুন করতে হবে

> কোনো প্রকার ড্যামেজ না নিয়ে মিশনটি কমপ্লিট করতে হবে।

> একটি শটে দুটি শত্রুকে খুন করতে হবে। এটি করার জন্য ওই বাইনোকুলার শত্রুর ডান দিকের দুটিকে টার্গেট করতে পারো তুমি।

> মিশনটি কমপক্ষে ৮০% Accuracy নিয়ে কমপ্লিট করতে হবে তোমাকে। তাই এলোপাথারি গোলাগুলি করা যাবে না!

 

মিশন ২১: Friends Reunited

>> ট্রেভর চরিত্র নিয়ে একাধারে খেলতে থাকা মিশনগুলো মধ্যে এটি একটি। মিশনটির প্রথম দিকে তোমাকে Sneak করে আগাতে হবে এবং ধরা পড়ে গেলে চলবে না। আর মিশনটির শেষের দিকে লং জার্নি করতে হবে তোমাকে!! <<

 

ট্রেইলার পার্ক

ট্রেভর এর ট্রেইলারে গিয়ে এই মিশনটি শুরু করতে হবে। কাটসিনটির পর গাড়িতে (Canis Bodhi) উঠে পরো আর পশ্চিমের ট্রেইলার পার্কের দিকে রওনা দাও। সেখানে যাবার পর তোমাকে একটি নির্দিষ্ট ট্রেইলারে পাঁচটি বোমা ফিটিং করতে হবে। গাড়ি হতে নেমে যাও আর সাইলেন্সারযুক্ত যেকোনো একটি অস্ত্র নিয়ে অগ্রসর হও।

 

প্রথম শত্রু

পার্কে প্রবেশের পর তুমি খেয়াল করবে যে পার্কটি The Lost MC গ্যাং সদস্যরা পাহারা দিচ্ছে। তাদেরকে একে একে করে সাইলেন্সারযুক্ত অস্ত্র দিয়ে সুযোগ বুঝে খুন করো অথবা বোম ফিটিং এর পথে যে সমস্ত শত্রু আসবে শুধুমাত্র তাদেরকেও খুন করতে পারো তুমি।

 

ট্রেইলার এর দিকে লক্ষ্য করে বোম সেট করো

এক এক করে সকল চিহ্নিত স্থানে বোম ফিটিং করার পর পার্কের প্রবেশ পথে ফিরে এসো এবং বোমটি Detonate করে দাও!! ব্লাস্টিং এরপর বেঁচে থাকা শত্রুরা বেরিয়ে আসবে আর তুমি তাদেরকেও এক এক করে খতম করতে পারো।

 

Vantage point

এবার Wade এর কাছে ফিরে আসো এবং Los Santos এর পথে লং জানিং শুরু করো!! মিশনটি সমুদ্র সৈকত পাড়ের Floyd এর এপার্টমেন্টে এসে শেষ হবে। বি:দ্র: Floyd হচ্ছে Wade এর কাজিন।

 

মিশনটি কমপ্লিট করার জন্য পুরস্কার হিসেবে থাকছে:

> Floyd এর বাসাটি গ্যারেজসহ আনলক হবে

> মাইক্যাল এবং ফ্র্যাঙ্কলিন এর হয়ে আবারো খেলতে পারবে

> Aviation School আনলক হবে।

 

মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করার জন্য যা যা করতে হবে:

> ৫টি হেডশট নিতে হবে

> ট্রেইলারগুলোতে বোম ফিটিং করার আগে ধরা খাওয়া যাবে না

> পুরো মিশনটি কোনো প্রকার ড্যামেজ না নিয়ে কমপ্লিট করতে হবে

> সবগুলো ট্রেইলার একসাথে ধ্বংস করতে হবে। এরজন্য সকল বোমা ফিট করার পর একসাথে ব্লাস্ট করতে হবে।

 

মিশন ২২ : Fame or Shame

 

>> অনেকগুলো মিশনের পর আবারো তুমি মাইক্যালের ভূমিকায় খেলতে পারে। এই মিশনটিও ছোট আর এখানে মাইক্যাল আর ট্রেভর এর মাঝে Reunion হবে। তবে মিশনটিতে তোমাকে একটি বড়সড় ট্রাক নিয়ে ধাওয়া করতে হবে, যেটি একটু সমস্যাই!!! <<

 

মিশনটি শুরু করার জন্য তোমাকে মাইক্যালের ম্যানশনে যেতে হবে। ট্রেভর কিংবা মাইক্যাল যেকোন চরিত্র নিয়ে ম্যানশনে যেতে পারো সমস্যা নেই। কাটসিনটি শেষ হলে মাইক্যাল এর ভূমিকায় চলে আসো আর তার গাড়ি (Obey tailgater) তে উঠো, তারপর The Maze Bank Arena এর দিকে ড্রাইভ করতে থাকো। সেখানে পৌঁছাবার পর গাড়িটি মার্ক করা জায়গায় পার্ক করো। আর মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে নিচের ছবিটিতে দেখানো সার্ভিসের লোকটিতে ঘুষি মারো!!

 

গুষি মারো এই লোকটিকে
েএই ট্র্যাক

বিল্ডিংয়ে প্রবেশ করো এবং আরেকটি কাটসিন প্লে হবে। এরপর ট্রেভর এর হয়ে Lazlow কে ধাওয়া করতে থাকো। এরিনা থেকে বেরিয়ে আসার পর মার্ক করে রাখা বিশাল ট্রাকটিতে (JoBuilt Phantom) উঠে পড়ো, কিছুক্ষণের মধ্যেই মাইক্যালও উঠে পড়বে ট্রাকে তারপর Lazlow গাড়িকে লক্ষ্য করে ধাওয়া শুরু করো।

 

ট্রাকটি বিশালাকার কার্গোসহ আছে বিধায় এর হেভি ওজনের কারণে এটিকে নিয়ন্ত্রণ করে ড্রাইভিং করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। তাই রাস্তায় টার্ন নেবার সময় একটু সাবধান থাকতে হবে।

 

Lazlow এর গাড়ির দিকে মনোযোগ না দিয়ে ট্রাকটিকে ভালোভাবে চালানো দিকে তোমাকে মনোযোগ দিতে হবে। আর বিশেষ করে নিচের ছবির জায়গাতে রাস্তা ক্রসিং করতে হবে তোমাকে। এর জন্য ক্যামেরাটি একটু উপরের দিকে করে নেওয়া উচিৎ যাতে ট্রাকটি আশে পাশে কোথাও বাড়ি না খায়!

 

জাম্প দেওয়ার আগ মুর্হুতে!

আর মিশনটির আরেকটি কঠিন অংশ হচ্ছে ট্রাকটি নিয়ে জাম্প দেওয়া!!! জাম্প লোকেশনে আসার আগে ট্রাকটিকে সোজা রাখতে হবে, অযথা ডানে-বামে মোড় নেওয়া চলবে না। জাম্পের পর দেখা যাবে Lazlow এর গাড়িটি একটু এগিয়ে গেছে। চিন্তা না করে ধাওয়া করতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই আরেকটি কাটসিন দিয়ে মিশনটি শেষ হবে।

 

মিশনটি কমপ্লিট করার জন্য পুরষ্কার হিসেবে যা যা থাকছে:

> মাইক্যালের ফোনবুকে ট্রেভর এর নাম্বার সেভ হবে

 

 

মিশনটি ১০০% র‌্যাঙ্কে কমপ্লিট করার জন্য যা যা করতে হবে:

> ট্রাকের সবোর্চ্চ গতিতে একবার নিয়ে যেতে হবে তোমাকে। যেটি করতে হলে তোমাকে ট্রাকের পিছনের কার্গোটিকে ঝেঁড়ে ফেলতে হবে। তবে এটি করলে শেষের অবজেক্টটি পূরণ হবে না!!!

> Lazlow এর গাড়ির নির্দিষ্ট পরিমাণের কাছাকাছি থাকতে হবে তোমাকে।

> ওই সার্ভিসের লোককে ঘুষি বা চড় মারতে হবে তোমাকে

> মিশনটি তোমাকে ট্রাকের কার্গো ট্রেইলারটি সহ ফিনিশ করতে হবে!!

 

মিশন ২৩: Hotel Assassination

>> ২২ তম মিশনটি কমপ্লিট করার কিছুক্ষণ পর Lester তোমাকে মেসেজ দিয়ে বলবে তার সাথে মিটআপ করতে। আর সেটিই এই মিশনটি শুরু করার জন্য তৈরি! সমুদ্র সৈকতের পাশেই L চিহ্নিত পয়েন্টে গিয়ে মিশনটি তুমি শুরু করতে পারো আর এই মিশনটি তোমাকে ফ্রাঙ্কলিন এর হয়ে খেলতে হবে। এই মিশনটি দিয়ে তুমি গেমটিতে প্রথম এসাসিনেশন টাইপের মিশন খেলতে যাচ্ছো। তাই আমার মতে তোমাকে Ammu-nation স্টোর থেকে একটি সাইলেন্সার ও ভালো স্কোপযুক্ত স্নাইপার রাইফেল কিনে রাখা অতি উত্তম!<<

 

Vespucci Beach অঞ্চলে গিয়ে মিশনটি শুরু করতে পারো। যেখানে তোমার কাজ হচ্ছে Bilkinton Research Company এর প্রেসিডেন্ট Brett Lowrey কে খুন করা। ইনি বর্তমানে রকফোর্ড হিলস অঞ্চলের Von Crastenburg হোটেলে অবস্থান করছেন। আর মজার ব্যাপার হলো উনার নিজস্ব বডিগার্ড এর দল রয়েছে!!

নোটঃ মিশনটির শুরু করার সময় Lester এর সাথে আলাপচারিতায় তুমি আরো জানতে পারবে যে এই খুনটির ফলে শেয়ার মার্কেটে Betta Pharmaceuticals Corporation এর শেয়ার ভ্যালু কয়েকগুণ বৃদ্ধি পাবে। তাই খুন-টুন করার আগে কিছু শেয়ার কিনে রাখা উচিৎ, যাতে খুনের পর এর ভ্যালু বৃদ্ধি পায় আর তোমার এক্সট্রা কিছু টাকা-পয়সা অর্জন হয়।

 

গাড়িতে উঠে পড়ো আর হোটেল এর দিকে ড্রাইভ করতে থাকো। সেখানে এসে দুই বিল্ডিংয়ের মাঝের রোড ধরে পার্কিং লটে চলে আসো। নির্দিষ্ট স্থানে গাড়িটি পার্ক করার পরেই গেমটি তোমাকে ৯০ সেকেন্ডের সময় বেঁধে দিবে। মানে তোমাকে ৯০ সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে খুন করতে হবে!

 

আন্ডারগ্রাউন্ড পার্কি লটের রাস্তা

এই খুনটি তুমি বহু উপায়, বহু পদ্ধতি অনুসারে কমপ্লিট করতে পারো। তবে ডাইরেক্টলি ওই ব্যক্তির দিকে গুলি ছুঁড়লে বিশাল গানফাইট, পুলিশ ইত্যাদির ঝামেলা এসেই যায় তাই সরাসরি হামলা না করে দূর থেকে স্নাইপিং করা ভালো! আর মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলেও এই স্নাইপার অস্ত্রের ব্যবহার করতে হবে তোমাকে তাই তোমার ইনভেন্টরি থেকে স্নাইপার রাইফেল টি নিয়ে সিঁড়ি বেয়ে পার্কি লটের দ্বিতীয় তলার উঠে পড়ো। আর নিচের ছবির দেখানো জায়গায় এসে পজিশন নাও।

 

সিড়ি ধরে ২য় তলায় এসে এখানে পজিশন নাও

এবার কালো রংয়ের SUV গাড়িটির দিকে টার্গেট করে জুম ইন করো। যাকে তোমাকে খুন করতে হবে যে পিংক কালারের শার্ট পড়ে আসবে। আর সে যেকোনো সাইড হতে আসতে পারে তাই চোখ-কান খোলা রাখতে হবে তোমাকে। সে এরিয়া তে আসার পর এবং গাড়িতে উঠে পড়ার আগেই তোমাকে শটটি নিতে হবে।

 

তোমার টার্গেট

কাজ শেষ হলে এবার তোমাকে এরিয়া থেকে চলে আসতে হবে। স্নাইপিং এর দূরত্বের ফলে ব্যক্তির বডিগার্ডগুলো তোমাকে স্পট করতে পারবে না। এটি তোমার প্লাস পয়েন্ট। তার কিছুক্ষণের মধ্যেই Lester এর কাছ থেকে একটি ফোন কল পাবে। মিশন খালাশ!

 

পালাও!

 

মিশনটি কমপ্লিট করার জন্য পুরস্কার হিসেবে থাকছেঃ

> ৯০০০ ডলারস

> ফ্রাঙ্কলিনের Vinewood Hills এর নতুন বাসাটি গ্যারেজসহ আনলক হবে

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করণীয়:

> তোমাকে স্নাইপার রাইফেল ব্যবহার করে খুনটি করতে হবে

 

 

মিশন ২৪: The Multi Target Assassination

>> এই মিশনটি আগের মিশনের মতোই, এখানেও ফ্রাঙ্কলিনকে ভাড়াটে খুনির ভূমিকায় আমরা দেখতে পারো। তবে এইবার তোমাকে চারটি টার্গেটকে খুন করতে হবে আর এদের মধ্যে ৩ জনকে স্নাইপার রাইফেল দিয়ে দূরত্ব বজায় রেখে খুন করতে হবে। আর মিশনটিতে তোমার চাই একটি ফাস্ট গাড়ি, আপগ্রেডেড স্নাইপার রাইফেল এবং একটি অটোমেটিক অস্ত্র। <<

 

মিশন শুরু করলাম!

Little Seoul অঞ্চলের গাড়ি ওয়াশ স্টোর থেকে মিশনটি তুমি শুরু করতে পারো। এখানে এসে তোমাকে ফোন বক্সের কাছে যেতে হবে আর Lester তোমাকে ফোন করে মিশনটির বিস্তারিত তথ্য জানাবে। আর সেটি হলো, তোমাকে চার জন দুনীর্তিগ্রস্থ আইনজীবিকে খুন করতে হবে যারা সিগারেট কোম্পানি Redwood Cigarettes এর কেইসে লড়ছে।

নোটঃ স্টক এক্সচেইঞ্জ খেললে এবার তুমি Debonaire Cigarettes এর শেয়ার কিনে রাখতে পারো, কারণ এই চারটি খুনের পর এই কোম্পানির শেয়ার ভ্যালুও বৃদ্ধি পাবে!!

 

তো, তোমাকে ৯ মিনিটের ভেতরে চারজনকে খুন করতে হবে। প্রথম জন Vespucci Beach এরিয়ার জীমে বডি বিল্ডিংয়ে ব্যস্ত থাকবে। তাকে একটু দূর থেকে স্নাইপিং করে খালাশ করে দাও।

 

প্রথম জন হচ্ছে একজন বডি বিল্ডার যাকে তুমি সমুদ্র সৈকতের জীমে পাবে

দ্বিতীয় জনকে তুমি Pacific Bluffs অঞ্চলে বোটের অবস্থানরত অবস্থায় পাবে। আর একেও তোমাকে বহু দূর থেকে স্নাইপিং করতে হবে। আর এনার সাথে একটি মেয়েও থাকবে, ভূলবশত তাকেও খুন করে ফেললেও সমস্যা হবে না।

 

বহু দূর থেকে ‍গুলি ছোড়তে হবে

তৃতীয় জনকে তুমি Vinewood অঞ্চলের Elipse Medical Tower এর উচুঁতে কাজ করা অবস্থায় পাবে। সেখানে এসে তাকেও স্নাইপিং করতে হবে তোমাকে।

 

তৃতীয় জনকে তুমি Vinewood অঞ্চলের Elipse Medical Tower এর উচুঁতে কাজ করা অবস্থায় পাবে

শেষের জনকে তুমি Vinewood Hills অঞ্চলের আশে পাশে পাবে। আর এর কাছে আসা মাত্রই সে বাইসাইকেলে চড়ে পালাতে থাকবে। দ্রুতগামী একটি গাড়ি নিয়ে তার পিছে ধাওয়া শুরু করে তাকে গুলি করে হত্যা করো অথবা তার সাইকেলের উপর তোমার গাড়িটি তুলে দাও! মিশন খালাশ!

 

গুলি করে খুলি উড়িয়ে দিয়ে কিংবা গাড়ি চাপা দিয়েও সাইকেলিস্টকে খুন করতে পারো তুমি

মিশনটিতে পুরস্কার হিসেবে ৫০০০ ডলারস পাবে আর ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে ৯ মিনিটের মধ্যেই সকল টার্গেটকে খুন করতে হবে।

 

মিশন ২৫: Dead Man Walking

>> এটি একটি সিনেমাটিক টাইপের মিশন! কিছুই বলার নাই আমার!! <<

 

মিশনটি শুরু করার জন্য Los Santos এর উত্তর দিকের Observatory তে তোমাকে যেতে হবে। সেখানে তোমার জন্য Dave অপেক্ষা করছে। আর তারপর বিল্ডিংয়ে তোমাকে ঢুকতে হবে এবং . . .. . . . .

 

Observatory

কিছুক্ষণের মধ্যেই মাইক্যাল এর জ্ঞান ফিরবে আর নিজেকে তুমি মর্গে আবিস্কার করবে!! আর জ্ঞান ফিরে পাওয়া মাত্রই ওই দুজন ডাক্তারকে থাক্কা দিয়ে সরিয়ে দাও আর উঠে পড়ো। মর্গে বেশিক্ষণ অপেক্ষা করলে ওই দুজন ডাক্তার তোমার শরীল কাটা শুরু করবে আর তাতে তোমার মৃত্যু হবে। তাই দ্রুত উঠে পড়তে হবে তোমাকে।

 

তুমি এখন লাশ কাটা ঘরে!!

নিজের শরীলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবার পর Sneak মোড নিয়ে প্রথম গার্ডকে পেছন থেকে আঘাত করো, কুপোকাত করার পর তার পিস্তলটি তুলে নাও। তারপর মর্গে রাখা দুটি লাশকে সার্চ করো। তখনই তুমি জানতে পারবে যে Kerimov এরই দুটি লাশের মধ্যে নেই। তারপর Dave এর সাথে নতুন করে আলাপ হবে তোমার।

 

প্রথম গার্ডকে পেছন থেকে আঘাত করো, কুপোকাত করার পর তার পিস্তলটি তুলে নাও

এবার সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আর পথিমধ্যে তোমাকে সরকারী এজেন্টরা হামলা করবে তাই একটু সাবধান হয়ে এগিয়ে যাও। মেইন করিডোর থেকে একজন এজেন্ট আসবে তার মাথা উড়িয়ে দাও। সেখান থেকে বামে মোড় নাও এবং আরো কয়েকজন এর সাথে শুটআউট করো। এই সমস্ত কাজগুলো করার সময় মাইক্যালের স্পেশাল স্কিল স্লো-মোশন টাইম এর ভালো মতো ব্যবহার করতে হবে।

 

স্লো মোশন!

পরের জায়গাতে এসে তোমাকে রেডি থাকতে হবে। কারণ লিফট এর ভেতর থেকে একজন এজেন্ট বেরিয়ে আসবে আর সাথে সাথেই তোমার দিকে গুলি ছোঁড়া শুরু করবে। তাই লিফট এর দরজা খোলা মাত্রই তাকে খালাশ করে দিতে হবে তোমাকে। সেখান থেকে মেশিন পিস্তলটি তুলে নাও, ডান দিকের দেয়াল থেকে Med Kit ও তুলে নাও আর সিঁড়ির দিকে আগতে থাকো। সিঁড়িতেও একজন শত্রু থাকবে, ওকে খালাশ করো। নতুন করিডোরে ঢুকে আবারো একজন কে খুন করো এবং সেখান থেকে ডান দিকে মোড় নাও আর আবারো সিড়িঁ বেয়ে উপরে উঠতে থাকো।

 

লিফট

নতুন এরিয়াতে এসে একটি ক্লোজআপ ফাইটের জন্য প্রস্তুত থাকো। এরিয়া ক্লিয়ার করার পর নিচের ছবির মতো একটি কালো রংয়ের ব্যাগটি খুঁজে বের করো। এর মধ্যে থেকে মাইক্যালের হারিয়ে যাওয়া অস্ত্রগুলো ফেরৎ নাও।

 

কালো ব্যাগটি খুজে বের করতে হবে

এবার জানালার দিকে অগ্রসর হও, গুলি করে জানালা ভেঙ্গে বিল্ডিং হতে বেরিয়ে এসো। আর তারপর দ্রুত একটি গাড়ি নিয়ে পালিয়ে আসো।

 

গুলি করে জানালা ভেঙ্গে বিল্ডিং হতে বেরিয়ে এসো

বিল্ডিং হতে বেরিয়ে আসার পর পার্কিং লটে বেশিক্ষণ থাকলে চলবে না, কারণ ততক্ষণে তিন তারকা পুলিশের ধাওয়া শুরু হয়ে যাবে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো আর পুলিশের ধাওয়া থেকে পালিয়ে আসো।

ফ্যাঙ্কলিনের সাথে দেখা করতে হবে এখানে!

এর কিছুক্ষণের মধ্যে মাইক্যাল ফ্রাঙ্কলিনকে ফোন করবে আর তার সাথে Oil Field য়ে দেখা করতে বলবে। সেখানে যাবার পরেই মিশনটি কমপ্লিট হবে।

 

মিশনটি ১০০% র‌্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করণীয়:

> ৭০% Accuracy থাকতে হবে

> ১৪টি হেডশট মারতে হবে

> ৯ মিনিট ৩০ সেকেন্ডের ভিতর পুরো মিশনটি কমপ্লিট করতে হবে।

> ৪ জন শত্রুকে স্লো-মোশনের ভিতর হত্যা করতে হবে

> কোনো প্রকার ড্যামেজ না নিয়ে মিশনটি কমপ্লিট করতে হবে।

 

তো আজ এতোটুকুই থাক। ঈদ শেষে আবারো ভার্সিটির প্যাড়া সরি পড়া শুরু হলো। তাই সামনে খন্ডে বাকি কিছু মিশন নিয়ে ৩/৪ দিন পর আবারো ফিরে আসবো।

 

ধন্যবাদ !

 

 

 

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনে ফিরে আসছেন খুশি হলাম।সুন্দর টিউন। gta 5 খেলার পিসি নাই।
আমার পিসি amd athlon dual core,4gb ram,hd 5450 1gb।এই লো পিসি দিয়া
cod mw সব, farcry 3শেষ করছি।