Vice City Game এর সকল Radio Station এ গান Add করুন আপনার পছন্দমতো আমার তৈরি Software দ্বারা!!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আশা নয় কামনা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন।অনেক দিন পর আবার একটা Tune করছি।সবাই এটা কেমন ভাবে নিবেন জানি না!আজকের Tune টাতে আমি দেখাবো কীভাবে Vice city Game এর Default  music (MP3 radio) Edit করতে হয়।Vice city গেম খেলেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।আর খেলার সাথে যদি চমৎকার একটা গান না থাকে তাহলে খেলার মজাই নেই।তাইতো আমরা অনেক সময় নিজের Pc এর গান বাজায় আর Vice city এর গান এর সাউন্ড অফ করে রাখি।এতে Pc কিছুটা হলেও Slow হয়ে যায়।আবার কেউ কেউ শুধু Mp3 folder এ কিছু গান রেখে সেগুলো শোনেন কিন্তু সেটা শুধুমাত্র Mp3 radio তেই বাজে।আজ আমি সেটাই দেখাব যে কীভাবে সব গুলো Channel এর গান পরিবর্তন করতে হয় আমার তৈরি Software দ্বারা।

এর জন্য যে দুটো Software দরকার হবে......

  1. Audio joiner অনেকের কাছে নামটা নতুন মনে হতে পারে যে এটা আবার পাব কোথায়?সমস্যা নাই আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমাদের সকলের কাছেই প্রায় Format Factory software টা থাকে যা দিয়ে আমরা বিভিন্ন Audio,video convert করে থাকি এটা দিয়েই আমরা Audio joiner এর কাজ টা করতে পারি।আর যাদের কাছে এটা নেই তারা এখান থেকে Download করে নিন।
  2. আর যে প্রধান Software টা লাগবে সেটার নাম হল আমার তৈরি  Vice City Audio Decoder এটা মাত্র 481kb এর।নামিয়ে নিন এখান থেকে...!

এবার নিচের পদ্ধতি গুলো লক্ষ্য করুন.........।

প্রথমে Format Factory Software টা open করুন।তারপর নিচের মতো কাজগুলো করুন।


Advance থেকে Audio Joiner এ Click করুন।


এবার Add File এ click করুন।

এবার যে যে গান গুলো Add করতে চান সেগুলো একে একে Select করুন বা এখানে Drag করে এনে ছেড়ে দিলেও হবে।৫ টা গান Add করুন তারপর Ok তে click করুন।তারপর Convert start করুন।


Convert Complete হলে Output Folder এ এরকম একটা File দেখতে পারবেন।এভাবে একবারে ৫ টা করে গান একসাথে করে ৯ টা joiner file তৈরি করুন।এবার ২য় Software এর  কাজ।


আমার তৈরি Vice city Audio Decoder software টা open করে চিত্রের ন্যায় MP3->ADF এ click করুন।


এবার একটু আগে তৈরি করা Audio Joiner file টা এভাবে open করুন।


এবার উপরের মতো Desktop Select করে Ok করুন।


এবার দেখুন Desktop এ এরকম একটা File তৈরি হয়েছে।এভাবে ৫ টা Audio Joiner file তৈরি করে সবগুলো এরকম ADF এ Convert করবেন।তারপর এই প্রতিটা ADF file এর নাম Rename করে নিচের মতো নাম দিন।

EMOTION>>>ESPANT>>>FEVER>>>FLASH>>>KCHAT>>>VCPR>>>VROCK>>>WAVE>>>WILD

নাম গুলো হুবহু Copy করে paste করুন।


এবার Vice city game folder এর ভেতর Audio নামে একটা Folder আছে সেটা open করুন।


এবার তৈরি করা ADF file গুলো সব copy করে এই Audio file এর ভেতর paste করুন।এর ভেতর ঐ নামে আগেই ADF ফাইল আছে তাই Replace করুন।overwrite করবেন না।সুবিদারথে Super copy off করে রাখুন তারপর paste করুন।warning আসলে Replace এ click করুন।ব্যাস কাজ শেষ এবার Game খেলুন দেখবেন প্রতিটা Channel এ  আপনার দেয়া গান  বাজবে।ধন্যবাদ।

বিঃদ্রঃকারো কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

Facebook এ আমি......! 

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সহজে বুঝিয়ে দিয়েছেন 🙂

এটা নিয়ে কয়েক বছর আগে টিউন হয়েছে ।
আর অই সফট টা আপনার তৈরি ??? সাইজ টাও ভুল লিখেছেন ।

এই হল আসল ফাইল userscloud.com/7nwvoydhnzls
আপনি বারবার আমার কমেন্ট ডিলিট করছেন কেন ?
পারলে Software টির Interface change করে দেখান ।