জিটিএ ফাইভ নিয়ে উত্তেজনার কমতি ছিল না । পিসিতে আসবে কিনা ? এটা কি denovo drm হবে কিনা ? ক্র্যা(ক) করতে পারবে ? এই প্রশ্ন ছিল সবার মুখে । যাইহোক , অবশেষে 3DM এবং Skidrow এর কল্যাণে জিটিএ ফাইভ ইতিমধ্যে অনেক গেমার শুরু করে দিয়েছে । কিন্তু এখনো অনেক ভাই ব্রাদারস গেমসটি চালাতে পারছেন না । তাই তাদের কথা ভেবে লিখে ফেললাম কমপ্লিট ইন্সটলেশন গাইড 😀
নতুন গেমারদের কথা ভেবে আমি এই লেখাটি একদম শুরু থেকে এবং সহজভাবে উপস্থাপন করছি । গেমসটি খেলার জন্য আপনাকে কিছু ফাইল ডাউনলোড করে নিতে হবে । সেগুলো হলো গেমস , আপডেট এবং v1 / v2 ক্র্যা(ক) এবং social club সফট
ডাউনলোড
১। প্রথমে ৬০জিবি + এই গেমসটি ডাউনলোড করে নিন - https://kickass.to/grand-theft-auto-v-2015-dlc-s-full-unlocked-retail-t10471016.html#main
( অন্য জায়গা থেকে ডাউনলোড করলেও চলবে , তবে খেয়াল রাখবেন এটা যেন Full unlocked retail ভার্সন হয় । )
২। এবার আপনাকে আপডেট সহ ক্র্যা(ক) ডাউনলোড করতে হবে । v1 টি শুধু উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদের কাজ করবে । v2 সেভেন এবং এইট দুই ধরনের ব্যবহারকারীদের কাজ করবে
আপডেট + v1 - https://kickass.to/grand-theft-auto-v-update-1-and-crack-v1-3dm-t10509593.html
আপডেট + v2 - https://kickass.to/3dmgame-grand-theft-auto-v-update-1-and-crack-v2-3dm-7z-t10513028.html
ইন্সটলেশন
১। ফুল আনলকড ভার্সনটি ইন্সটল করার প্রয়োজন নেই । এটি আগে থেকেই unpacked আছে ।
২। এবার আপনাকে আপডেট সহ ডাউনলোড করা ক্র্যা(ক)টি কপি করতে হবে । ( আপডেট কপি করলেই হবে , আপডেট এ ঢুকে আপডেট করতে হবে না )
আপডেট সহ v1 / v2 কপি করার নিয়ম
১। আপনার পিসিতে ইন্সটল করা সব ধরনের anti virus অথবা anti malware , windows security এবং windows firewall ডিসেবল করে নিন
২। এবার আপনি আপনার ডাউনলোড করা update সহ ক্র্যা(ক) এর ফাইলটি একটি আলাদা ফোল্ডারে extract করুন
৩। installer ফোল্ডারে থাকা social club সফটটি ইন্সটল করুন ( অবশ্যই ইন্সটল করা লাগবে , নাহলে গেমস চলবে না )
৪। এবার ক্র্যা(ক) ফোল্ডারে যান । ৩টি ফাইল ঠিক মত আছে নাকি চেক করুন ( 3dmgame.dll , 3dm.ini , launcher )
৫। এবার সেগুলো কপি করে gta v - full unlocked ( game directory ) ফোল্ডারে paste করুন ।
৬ । এবার extracted ফোল্ডারে যান , সেখানে update নামে একটি ফোল্ডার আছে । সেখানে আপনি তিনটি ফাইল এবং একটি ফোল্ডার পাবেন ( GTAVLauncher , GTA5 , চাইনিজ ফাইল ( হলুদ আইকনের ) এবং update নামে একটি ফোল্ডার )
৭। এবার এই চারটি ফাইল কপি করুন এবং paste করুন
৮ । Launcher দিয়ে গেমস চালু করুন । ( শুধু launcher নামে যে ফাইলটি আছে সেটি , GTAVLauncher নামের ফাইলটি নয় )
৯। গেমস চালু করার পর যদি চাইনিজ ভাষা আসে তবে নিচের কাজটি করুন
1. Open start menu type in "regedit" in the search bar.
2. Open HKEY_LOCAL_MACHINE
3. Open SOFTWARE
4. Open Wow6432Node
5. Open Rockstar Games
6. Select Grand Theft Auto V
7. At the right side double click "Language" and set it to en-US
8. গেমস চালু করুন
সোশ্যাল ক্লাব error দেখাতে পারে । social club ইন্সটলের পরে অনেক সমস্যা দেখাচ্ছে । যেমন -
১। "Social Club failed to initialize."
২। "Social Club failed to load due to an incomplete installation. Please exit the game and re-install the latest version of the Social Club."
৩। "A newer version of Social Club is required. The updater may have failed. Please exit the game and install the latest version of the Social Club''
তারা তাদের সর্বশেষ পোস্টে জানিয়েছে , Social club এর অসম্পূর্ণ installation'র কারনে এসব সমস্যা হচ্ছে । এই কারনে এটি uninstall করে আবার ইন্সটল করতে হবে । তবে পূর্বে অবশ্যই অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে যে এটি ব্যাকগ্রাউন্ডে এখন চলছে না ।
ডাউনলোড লিংক - https://kickass.to/rockstar-social-club-v1-1-5-6-for-gta5-t10510218.html ( social club )
Open the Task Manager and end the following processes if they are running (right click the process and click "End Process"):
GTA5.exe
PlayGTAV.exe
GTAVLauncher.exe
Ensure you have administrator rights on your computer. Run the Social Club Installation application as an administrator by right clicking the application and choosing "Run as Administrator."
If you are still experiencing the same problem, please try the additional troubleshooting below
*** Verify that you have the latest version of DirectX and Visual C++
*** If you are stuck loading, auto-signin may have failed. Press the Home key and see if you can log in manually. ( প্রয়োজন দেখি না )
*** temporarily disable antivirus/security, then uninstall if disabling does not work as a test. Be sure to reinstall and re-enable your antivirus after the test.
*** Make sure that Social Club is installed to the correct directory (by default, this is: Program Files\Rockstar Games\Social Club)
এছাড়া যেসব ছোটখাটো সমস্যা দেখা যেতে পারে -
সমস্যা ১ - social club failed to initialize , error code 15
Control Panel এ গিয়ে Windows Update এ যাবেন। তারপর Check For Updates এ যাবেন। দেখবেন অনেক গুলো আপডেট শো করবে। সেখান থেকে শুধু মাত্র Windows 7 Service Pack 1 for x64-based Systems (KB976932) টি সিলেক্ট করে ডাউনলোড + ইনস্টল করবেন। তারপর রিস্টার্ট দেওয়ার পরই ভালো মতো এই সমস্যা ছাড়া খেলতে পারবেন।
সমস্যা ২ - Error 0xc00007b
আপনার কম্পিউটারে নেট ফ্রেমওয়ার্ক 4.5 ইন্সটল করা নেই । থাকলেও আবার রিইন্সটল করুন । সফটটি না থাকলে ডাউনলোড করে নিন - https://kickass.to/net-framework-4-5-offline-standalone-installer-x86-x64-2010k-t6737864.html
সমস্যা ৩ - গেমস চলছে কিন্তু কোন সাউন্ড আসছে না
১ । ১০ মিনিট গেমসটি খেলার পর ভালোভাবে সিউর হোন আসলেই সাউন্ড আসছে না
২ । আপনার স্পিকার / হেডফোন খুলে আবার লাগান
৩। মাইক্রোসফট ডাইরেক্ট এক্স ১১ রিইন্সটল করুন । না থাকলে ডাউনলোড করে নিন - https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=35
সমস্যা ৪ - লেটেস্ট গ্রাফিক্স ড্রাইভার সফট না থাকা
এএমডি গ্রাফিক্স কার্ড ইউজাররা এটি ডাউনলোড করুন - http://support.amd.com/en-us/kb-articles/Pages/latest-catalyst-windows-beta.aspx
nvidia ইউজাররা এটি - http://www.geforce.com/whats-new/articles/geforce-350-12-whql-driver-released
গেমসটি চালাতে Visual C++ Redistributable লাগতে পারে , তাই এটি ইন্সটল করুন । না থাকলে ডাউনলোড করে নিন - https://kickass.to/microsoft-visual-c-2012-redistributable-package-x86-x64-theemirskrew-t7058506.html
আশাকরি , আপনি এখন জিটিএ ফাইভ চালাতে পারছেন 😀
হ্যাপি গেমিং 😀
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
এত লাস্ট জিটিএ ফাইভ খেলতে পারছি।থাঙ্কু ভাইজান