এক্সবক্সের দুর্দান্ত গেমগুলো এখন সবার!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

এক্সবক্সের ব্যয়বহুল কনসোলটি না থাকার কারণে, খেলতে না পারার আফসোস ছিল সবার। এক্সবক্স-ভক্তদের মন খারাপ দূর হয়ে যাবে মাইক্রোসফটের নতুন ঘোষণা শুনলে। উইন্ডোজ game-ntv১০ অপারেটিং সিস্টেমের আওতায় যেকোনো গ্যাজেটেই এখন এক্সবক্সের গেম খেলতে পারবেন সবাই। গেম ডেভেলপারদের এক সম্মেলনে মাইক্রোসফট জানিয়েছে এই সুখবর।

আনুষ্ঠানিকভাবেই এই বিশেষ সুবিধা আসতে যাচ্ছে বলে জানাচ্ছে মাইক্রোসফট। এই সুবিধাটিকে বলা হয় ‘ক্রস বাই সিস্টেম’। এটা এ রকম হবে যে, আপনি যখন এক্সবক্সের গেম কিনবেন তখন ওই গেমটি আপনার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সংবলিত ট্যাব, কম্পিউটার কি মোবাইলে খেলার উপযোগী সংস্করণটিও আপনাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে। মাইক্রোসফটের উইন্ডোজ ইউনিভার্সাল অফিশিয়াল অ্যাপ প্ল্যাটফর্মের আওতায় এই বিশেষ ব্যবস্থাটি আসতে যাচ্ছে । এই ঘোষণার সাপেক্ষে ‘পিনবল এফএক্স ২’ গেমটি এখন সব ডিভাইসে মিলবে খেলুড়েদের।

তবে কোন ধরনের গেম কোন ধরনের ডিভাইসে ঠিকভাবে খেলা যাবে, তা নিয়ে বেশ কিছু সংশয় থেকে যাচ্ছে। কনসোলে খেলার উপযোগী একটি হার্ডকোর অ্যাকশন গেম পিসি থেকে শুরু করে সব ধরনের ডিভাইসে কীভাবে খেলা যাবে- সে প্রশ্ন থেকে যায় স্বাভাবিকভাবেই। খেলার জন্য অবশ্যই উপযোগী কনফিগারেশনের ডিভাইস লাগবে। কেবল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থাকলেই হবে কিনা এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা আসেনি মাইক্রোসফটের কাছ থেকে। কিছুটা সময়সাপেক্ষ হতে যাচ্ছে পুরো বিষয়টি!

বিজ্ঞান ও প্রযুক্তির সর্ব শেষ খবর জানতে ক্লিক করুন: http://www.ntvbd.com/tech

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস