গেমস ডেভলপিং সফটওয়্যার কেবল মাত্র গেমস ডেভলপার দের জন্য Unreal Engine 4.6.1

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই । আমি আবারও ফিরে আসলাম আরো একটি গেমস ডেভলপিং সফটওয়্যার নিয়ে যার নাম হল Unreal Engine V4.6.1. এই সফটওয়্যার টি ও Video Games ডেভলপিং এর কাজে Use করা হয়। এবং CryEngin এর মত Unreal Engine ও অনেক Populer গেমস ডেভলপিং সফটওয়্যার।

এবং এই Software টি ও আগের সফটওয়্যার এর মত Video Games Developing এর জন্য ব্যাবহার করা হয়েছে অনেক Games এ। তবে এই Engine দিয়ে Devoloped Games এর পরিমান CryEngine থেকে অনেক বেশি। যেমন: লিখে শেষ করে পারতেছিনা তাই লিঙ্ক টা দিয়ে দিলাম অবশ্যই দেখবেন কিন্তু।

লিঙ্কঃ Unreal Engine Games List

তবে আমি অবশ্যই ২ টি গেমস এর কথা অবশ্যই বলব, প্রথমটি হল Devil May Cry 1-5 প্রতিটি গেমস ডেভলপ করার জন্য কিন্তু Unreal Engine ব্যাবহার করা হয়েছে। তাছারা Bioshok Series টা ও কিন্তু এই Unreal Engine দিয়ে ই করা হয়েছে। আমি আরো কিছু গেমস এর নাম বলছি যেমনঃ Batman: Arkham Origins, Yaiba: Ninja Gaiden Z, Tom Clancy's Rainbow Six: Vegas 2, Splinter Cell:Blacklist আরো অনেক। জানতে চাইলে ওপরে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসুন।

এই Engine দুইটিতে (Unreal Engine + CryEngine) কোন প্রকার Coding ছারাই আপনি গেমস ডেভলপ করতে পারবেন।

Download Link: এখানে ক্লিক করুন

কিভাবে Install করবেন?

1. প্রথমে File টি Download করুন। তারপর Extract করুন কিন্তু আপনার Drive A কমপক্ষে 23 GB Space খালি থাকতে হবে। কারন এই 3.03 GB 7ZP ফাইল টিকে Extrat করলে তা 22GB আকার নিবে 😀 😀 😀 😀 :D.

2. Extract করার পর আপনার Extract করা Folder এ যান। তারপর Engine Folder এ গিয়ে Extra Folder এ যান তারপর UnrealEngineLauncher Folder এ যান তারপর UnrealEngineInstaller টি Install করুন (Internet Connectiong লাগবে)। তারপর আপনি আবার আপনার Extract করা Folder এ যান তারপর যান তারপর Engine Folder এ তারপর যান Binaries Folder এ তারপর আপনি একটা Win64 নামক Folder পাবেন। ওই Folder এ যান এবং আপনি একটি UE4Editor.exe ফাইল পাবেন ওটা Open করুন। কাজ শেষ।

Visual C++ Redistributable 2010, 2012 And 2013 64 Bit Version , Visual Studio 2013 Install (If You Want To Devolop Using Programming Otherwise Visual Studio এর দরকার নেই) করা থাকতে হবে। এবং আরো একটি গুরুত্তপুর্ন কথা আর সেটা হলঃ "There Is No 32 Bit Version Of The Two Engine".

বি.দ্রঃ Unreal Engine And CryEngine উভয়ইটিতে ই Cross Platform এর জন্য Games Devolop করা যায়। তার মানে আপনি যদি Android এর জন্য Games Devolop করতে চান তাহলে CryEngine ও Unreal Engine এ ই করতে পারবেন। এবং এক Platform এর জন্য Games তৈরি করলে তা অন্য Platform এর জন্য Convert করতে পারবেন। তার মানে এইযে আপনি যদি Windows এর জন্য Games Develop করেন তাহলে তা আপনি Linux or Mac Or Android এর জন্য Covert করতে পারবেন।

2 Tech Demo Of unreal Engine (Must Watch):

1. https://www.youtube.com/watch?v=1AMY7I_eHjk

2. https://www.youtube.com/watch?v=RJhJ96mXYFE

আর কিছু Pic Dilam Unreal Engine এর :

ফেসবুকে এড করতে চাইলে ক্লিক করুন

So আমি আজকে এখানে ই শেষ করছি। আবার ও ফিরে আসব আরো ওনেক মজার ও খুবই মুল্যবান সফটওয়্যার নিয়ে। ততখন পর্যন্ত আল্লাহ হাফেয। ধ্যনবাদ সবাইকে সবাই ভাল থাকুন।

Level 2

আমি নিষ্পাপ হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস