ওয়াচ ডগস গেমটির নির্দেশিকার ২য় খন্ড তথা তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে কয়েকজন প্রশ্ন করেছিল, গাইডে বিষয়াগুলি আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে, যা এবার আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। এরপরই গাইডের কোনো বিষয়ে কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে তা জানাবে।
আর এই নির্দেশিকা শুধুমাত্র টেকটিউনস এবং আমার সাইট (www.gamewala.net) এই দুটি জায়গায় পাওয়া যাবে। অন্যত্র কোথাও আমার এই গাইডের কপি পাওয়া গেলে অবশ্যই আমাকে জানাবেন। প্রচুর পরিশ্রম এবং কষ্টসাধ্য ব্যাপার এই গাইড বানানো।
(You’re being watched!)
ওয়াচ ডগস! ইউবিসফটের একটি চমৎকার একশন ধাঁচের গেম! জিটিএ সিরিজের মতো গেমটি হলেও গেমটি জিটিএ সিরিজের থেকে আলাদা! কারণ . . . . . গেমটিতে রয়েছে হ্যাক করার ফিচার! হুম! তোমাকে এবার হ্যাকারের চরিত্রে খেলতে হবে। আর বোঝাই যাচ্ছে যে গেমটির মূল ফিচার হলো হ্যাক!!
গেমটির পটভূমি সাজানো হয়েছে শিকাগোর সিটির আদলে (যেটা জিটিএ ৩ এবং জিটিএ ৪ য়েও ছিল)। গেমটির প্লেয়ার চরিত্রের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র হচ্ছে তার হ্যাকিং স্কিল! গেমটি নির্মাণ করেছে কয়েকটি গেম স্টুডিও যাদের মধ্যে ইউবিসফট মন্টিয়াল লিডে রয়েছে। এই ইউবিসফট আমাদেরকে এসাসিন্স ক্রিড, টম ক্ল্যান্সিস রেইবো সিক্স, ফারক্রাই সিরিজ, প্রিন্স অফ পার্সিয়া সিরিজ সহ আরো বেশ কয়েকটি চমৎকার গেমস সিরিজ উপাহার দিয়েছে। দেখা যাক ওয়াচ ডগসটি শুধু গেম হিসেবে এলো নাকি আমাদের জন্য চমক হিসেবে গেমটি সিরিজ হয়ে ফিরে আসছে!!
১ম পর্বে গেমটির বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। যারা যারা মিস করেছো তারা ১ম পর্বটি তারা এখনই দেখে নাওঃ http://gamewala.net/games/963
আর ১ম খন্ড টি যারা যারা মিস করেছো তারাও ১ম খন্ডটি দেখে নাও, নাহলে মিশন কোথায় আছে বুঝতে সমস্যা হবে : http://gamewala.net/games/1008
বিঃদ্রঃ গাইডের জন্য গেমটি প্লে-স্টেশন ৪ গেমস কনসোলে খেলা হয়েছে। আমার কাছে ওয়াচ ডগস গেমটির পিসি সংস্করণ নেই তাই ভালো স্ক্রিণশট দিতে পারলাম না দেখে দুঃখিত!
গত পর্বে আমরা ৩য় মিশন কমপ্লিট করে এসেছিলাম। আর ৪র্থ মিশনে যাবার আগে মিশনটি আনলক করে নিতে হবে একটি সাইড মিশন খেলে!
Jordie Chin এর সাথে কথোপকথন শেষ হলে লুপ ডিস্ট্রিক এর পার্কিং লটে যাও। গেমটির আরেকটি মেইন মিশন শুরু করার আগেই তোমাকে গেমটির প্রথম Online Contract টাইপের মিশন খেলতে হবে।
এটা এক ধরণের ট্রেইনিং মিশন। এখানে তোমাকে একজন শত্রু হ্যাকারকে ট্র্যাক করতে হবে।
পাকিং লটের পশ্চিম দিকে আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যেতে থাকো, এই গ্যারেজেই তোমাকে স্ক্যান করতে হবে হ্যাকারকে চিহ্নিত করার জন্য।
গ্যারেজের চিহ্নিত সার্কেলে প্রবেশ করার পরই শত্রু হ্যাকার তার হ্যাকিং শুরু করবে এবং তোমাকে পর্দার উপরের বাম দিকের হ্যাকিং বার টি ফিল আপ হবার আগেই শত্রু হ্যাকারকে ট্যাক করতে হবে। এজন্য চিহ্নিত সার্কেলে প্রবেশ করা মাত্রই তুমি স্ক্যানিং শুরু করো আর হ্যাকারকে খুঁজে বের করো।
আর এই সাব-মিশনের ফাইনাল স্টেপ হচ্ছে শত্রু হ্যাকারকে ধরে ফেলা আর হালকা “মাইর-ধর”(!!) করা! এ জন্য তুমি তাকে গুলি করতে পারো, কিংবা হেন্ড-টু-হেন্ড ফাইট করতে পারো। মানে যেই উপায়েই হোক, তাকে খুন করতে হবে তোমাকে! এই সাব-মিশনের মধ্য দিয়ে গেমটির বাকি অনলাইন মিশনসমুহও আনলক হয়ে যাবে!
Rewards: 200 Notoriety points, 20 experience points
এবার আবারো লুপ ডিস্ট্রিকের পার্কিং লটে আসো এবং ৪নং মিশনটি শুরু করো। তোমাকে তোমার গাড়ি Andgo West তে উঠতে হবে এবং তোমাকে ওয়েষ্ট আইল্যান ডিস্ট্রিকে যেতে হবে। সেখানে যাবার পর তোমাকে এবং নর্থমুখি হতে হবে আর পুলিশের নজর এড়িয়ে যেতে হবে। মানে পুলিশের স্ক্যানে ধরা খেলে চলবে না। মিনি ম্যাপে পুলিশের স্ক্যান এরিয়া হলুদ বৃত্তাকারে দেখা যাবে। আর হলুদ সার্কেলে চলে আসার পর পর্দার ডান দিকের উপরের হলুদ বারটি ফিল আপ হতে থাকবে এবং পুরোপুরি ফিল আপ হয়ে গেলে মিশন ফেইল!!
তোমাকে একটি নতুন মার্কার পয়েন্টে যেতে হবে যেটা একটি গলি চিপায় অবস্থিত! সেখানে এসে গেট লক করা অবস্থায় পাবে। আর গেটটি তুমি হ্যাকিং করে খুলতে পারো।
এখানেও তোমাকে পুলিশ স্ক্যান থেকে বেঁচে থাকতে হবে নইলে মিশন ফেইল! তাই মিনিম্যাপে একটু সর্তকভাবে নজর রাখতে হবে তোমাকে। তাই সময় লাগলেও মিনিম্যাপের অবস্থা বুঝে এগোতে থাকো। আর বিপদের কোনো লক্ষণ দেখা মাত্রই রুট পরিবর্তন করো। তবে চিপা গলির রাস্তা ধরে আগানোটা ভালো, কারন সাইড এলি তে সচারচর পুলিশ আসে না!
তবে পুলিশের স্ক্যান এরিয়ার ভিতর যদি তুমি ধরা পড়ে যাও তাহলে দুটি পদ্ধতি অনুসরণ করতে পারো, একটি হচ্ছে একটু আড়ালে গিয়ে গাড়ির ইঞ্জিণ বন্ধ করে দিতে পারো, অথবা, পালাও পালাও!! গাড়ি নিয়ে পালাও!!
গাড়িটি নিয়ে তোমাকে ওয়েস্ট আইল্যান্ডের একটি জায়গায় যেতে হবে যা গেমটি আগে থেকেই মার্ক করে রেখেছে। সেখানে পৌঁছালে Lucky Quinn এর সাথে মিটিং এর কাটসিন শুরু হবে এবং এই মিশনটি শেষ হবে।
Rewards: 3000 dollars, 250 experience points + 250 experience points for losing the police pursuit
Badboy17 এর সাথে কথোপকথন হবার পর লুপ ডিস্ট্রিকে গিয়ে তার সাথে দেখা করো। সেখানে গিয়ে সবুজ মার্কারে প্রবেশ করলেই ৫তম মিশন শুরু হবে। সিঁড়ি বেয়ে নিচে নেমে মেট্রো স্টেশনে আসো। এবং কিছুক্ষণ পরেই হ্যাকারের সাথে তোমার দেখা হবে এবং তুমি নতুন অবজেক্টিভ পাবে।
পশ্চিম দিকের Cargo Bay এর প্রবেশ গেটে যাও, সেটা সিটিওএস অফিস বিল্ডিংয়ের পেছনে অবস্থিত। আর এই মিশনে আমি স্টেলথ মোডকে সার্পোট করবো!! কারণ ধরা পড়ে গেলে বিল্ডিংয়ের গার্ডগুলো তোমাকে . . . . .!!
কার্গো বে এর প্রবেশ পথের নিকটেই একজন গার্ড রয়েছে। তাকে দিয়ে স্টেলথ মোড শুরু করো। বাম দিকের ভ্যানটি হ্যাক করে ভ্যানের এর্লাম বাজাও এবং গার্ডটিতে অন্যমনস্ক করো। অথবা পিছন থেকে Melee Attack এর মাধ্যমে তাকে কুপোকাত করতে পারো। তোমার ইচ্ছে।
কার্গো বেয় এর বাম সাইড ধরে এগোতে থাকে , এখানে দুইজন গার্ড থাকবে তাদেরকে এড়িয়ে যাও। এরপর লোকেশনের মাঝখানে এসে লুকাও এবং নিকটতস্থ ক্যামেরায় হ্যাক চালাও। আর ক্যামেরাটি দিয়ে নিচের ছবির মতো একটি সুইচ পাবে সেখানে সেটা খুঁজে বের করো।
এই সুইচে হ্যাক চালিয়ে কার্গো বেয় এর প্রস্থান দরজা (Exit) ওপেন করতে পারো।
নোটঃ সুইচের স্থানে তুমি নিজেও যেতে পারো, তবে সেটা একটু কঠিনতর হয়ে যায়। এটির জন্য তোমাকে কার্গোর ডান সাইড ধরে এগোতে হবে এবং পথের সকল শত্রুকে মেরে ফেলতে হবে।
Exit লোকেশনের কাছে তিনটি গার্ড থাকবে। তুমি Exit এর পাশেই একটি গাড়ি পাবে এবং সেখানে গিয়ে লুকাও। এবার তাদেরকে অন্যমনস্ক করে এড়িয়ে যেতে হবে। এরজন্য তুমি অন্য কোনো গাড়িতে হ্যাক চালাতে পারো, মেটাল শাটারগুলো উঠাতে পারো, অথবা Lure / Blackout এর ব্যবহার করতে পারো কিংবা ফিউজ বক্সটি ফাটিয়ে দিতে পারো, তোমার ইচ্ছে। এগুলো করলে গার্ডরা কনফিউজ হয়ে যাবে এবং উদ্ভট ভাবে ব্যাপারটা খুঁজতে থাকবে । আর তুমি তাদেরকে নিরাপদ ভাবে এড়িয়ে যেতে পারবে।
কার্গো বেয় এর Exit দরজা নিয়ে কার্গো থেকে বেরিয়ে আসো, এরপর তুমি একটি ছোট স্টোরেজ রুমে এসে পড়বে, এখানে এসে রুমটি ভালো ভাবে এক্সপ্লোর করো, কারণ রুমে কিছু উপদান রয়েছে তা তুমি সংগ্রহ করতে পারো। আর এই রুমেই তোমাকে পরবর্তী অবজেক্টের জন্য Lure তৈরি করতে হবে (যদি তোমার কাছে পর্যাপ্ত উপাদান থাকে তাহলে)। এরপর রুমে আরেকটি দরজা থরে স্কাইসক্র্যাপারস লবিতে চলে আসো।
লবিতে সর্তকবাবে প্রবেশ করো। আর এখানকার প্রথম গার্ডকে দ্রুত শেষ করতে হবে, এ জন্য তুমি ভেন্ডিং মেশিনকে হ্যাক করতে পারো আর তার জন্য অপেক্ষা করতে পারো। অথবা কাউকে না মেরেই পুরো লোকেশনকে ক্রস করতে পারো। যদিও এটা একটু কঠিন আর কি! কারণ তোমাকে উপরের ফ্লোরের গার্ডদেরকেও নজরে রাখতে হবে। কারণ প্রত্যেকটি গার্ডরা রিইনফোর্সমেন্টের জন্য কল করতে পারে।
লবিতে এক্সপ্লোর করার আগে আমার মতে তোমাকে নিকটতস্থ ক্যামেরায় হ্যাক চালানো উচিত এবং লবির সমস্ত গার্ডদেরকে মার্ক করে নেওয়া উচিত। আর এভাবেই কোডযুক্ত গার্ডকে তুমি পেয়ে যাবে।
এবার তোমাকে লবির অন্যদিকের শেষ প্রান্তে যেতে হবে। যদি তুমি লবির বাম সাইড হয়ে যাও তাহলে পথিমধ্যে একটি অডিও লগ (Malcolm Deodato 01) খুঁজে পাবে। আর সিড়ি বেয়ে যদি তুমি উপরে উঠে যাও তাহলে ব্যাপারটা সহজ হয়ে যায়। কারণ সিড়ির পথে একজন মাত্র গার্ড থাকবে আর তাকে তুমি Lure কিংবা Blackout এর মাধ্যমে এড়িয়ে যেতে পারো। আর তোমার কাছে যদি এগুলো না থাকে তাহলে সিড়ির জেনারেটরকে ধ্বংস করে শব্দ তৈরি করতে পারে আর গার্ডকে অন্যমনস্ক করে এড়িয়ে যেতে পারো।
প্রথম তলায় তিনজন গার্ড রয়েছে। এদের মধ্যে দুজন ( তোমার কাছে একজন এবং ডানদিকের আরেকজন) তাদের পজিশন থেকে নড়বে না। আর একদম দুরের গার্ডটি মেইন হল এবং সাইড রুমের পাহাড়া দিতে ব্যস্ত। আর তোমাকে সেই সাইড রুমেই যেতে হবে!
বাম দিকের ওয়াল করে আস্তে আস্তে সামনে যেতে থাকে এবং দুইজন গার্ডকে পেছনে ফেলে আসো। আর এরপর অবস্থা বুঝে ছোট রুমটায় ঢুকে পড়ো। একটু সাবধান থাকতে হবে কারণ ওই গার্ডটি কিছুক্ষণ পর পর রুমটায় নজর দিতে আসবে।
গার্ড চলে গেলে রুমে এক্সপ্লোর করো আর তুমি আরেকটি অডিও লগ (Malcolm Deodato 02) খুঁজে পাবে। এরপর আগের গার্ডের কাছ হতে ডাউনলোড করা কোডের সাহায্যে রাউটারে হ্যাক চালাও।
আর রাউটারে হ্যাক সম্পন্ন করতে হলে কিছু হ্যাকিং মিনিগেম খেলতে হবে! আর হ্যাক হয়ে গেলে ক্যামেরা ভিউ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এবার Caughlins Office এর দৃশ্য তোমার সামনে আসবে। আর তোমাকে কম্পিউটারটি খুঁজে বের করে সেখানে ভাইরাস আপলোড করতে হবে।! ব্যাস!
ভাইরাস আপলোড হয়ে গেলে দ্রুত ওই ছোট রুমটি ত্যাগ করো। কারণ পুলিশ সেই এরিয়াটা স্ক্যানিং শুরু করবে। নিচের ছবিতে দেখানো জায়গায় দ্রুত গিয়ে কভার নাও।
একটু সময় নিয়ে বসে থাকো যতক্ষণ না পুলিশরা তোমার এরিয়া হতে চলে যাবে। এরপর তুমি সিড়ি ধরে নিচে চলে আসো। আর বিল্ডিংটি ত্যাগ করে একটি গাড়ি কিংবা অন্য যেকোনো যানবাহনে দ্রুত উঠে যাও। কারণ আরেকটু পড়ে পুলিশ বিল্ডিংয়ের বাইরেও স্ক্যানিং শুরু করবে
এবার গেমটি তোমাকে Jam Coms এর ট্রেনিং হিসেবে এটাকে ফ্রিতে ব্যবহার করতে দিবে। Jam Coms এর সাহায্য নিয়ে পুলিশের স্ক্যানিং এরিয়া হতে বেরিয়ে যাও এবং পুলিশের পারসূট End করে দাও!
Rewards: option to buy new skills (thanks to the meeting with Clara), 250 experience points + 225 experience points for losing the police pursuit.
ক্ল্যারার সাথে কথার বলার পর তুমি ৬ষ্ঠ মিশনে যেতে পারো। যেটা লুপ ডিস্ট্রিকে রয়েছে। মিশনটি শুরু হবার পর, চিপা গলি ধরে নিচে যেতে থাকো এবং ওখানকার ব্যালকনিতে উঠে যাও। সেখানে একটি রাউটার থাকবে আর আপাতত রাউটারে হ্যাক চালাতে পারবে না তুমি । এবার প্রোফাইলার একটিভ করো এবং সাদা লাইন ধরে এগোতে থাকো। তোমাকে দুটি সিটিওএস ক্যাবল বক্স একটিভ করতে হবে এবং এর জন্য তোমাকে ক্যামেরা হ্যাকিং অবশ্যই করতে হবে। তাই নিকটতস্থ ক্যামেরা হ্যাক করে বক্স দুটির কানেকশন লাইন ধরে বক্সদুটির অবস্থা খুঁজে বের করো আর তাদেরকে একটিভ করো মানে হ্যাক করো আর কি!
দুটি বক্সে হ্যাক চালানোর পর (সাদা লাইনগুলো নীল হয়ে যাবে) রাউটারের দিকে চলে আসো। এবার রাউটারে তুমি হ্যাক চালাতে পারবে। আর এবারো হ্যাকটি কমপ্লিট করতে হলে কিছু হ্যাকিং মিনিগেম খেলতে হবে তোমাকে। আর এবারের গেমগুলো আগের থেকে একটু কঠিন হবে। তাই একটু সময় এবং ধৈর্য্য নিয়ে গেমগুলো শেষ করো।
রাউটার হ্যাক হয়ে গেলে ক্যামেরাটি লোডিং নিবে এবং বিল্ডিংয়ের সামনের দৃশ্য তোমার কাছে আসবে। সেখান থেকে ক্যামেরাটি ডান দিকে ঘুরাও এবং পরবর্তী ক্যামেরায় সুইচ করো। তারপর বিল্ডিং এর ভিতরের ল্যাপটম কম্পিউটারে পাশে টিভি রয়েছে, আর টিভির নিচে রয়েছে টেলিফোন। তোমাকে টেলিফোনে হ্যাক চালাতে হবে এবং একটি ছোট কনভারসেশন শুনতে হবে।
তুমি যখন গুপ্তগিরি করতে থাকবে তখন একদল ফিক্সার তোমাকে মারতে আসবে। আর তাদের সাথে ফাইট না করে তাদেরকে এড়িয়ে যাওয়াই ভালো। কারণ তাদের মধ্যে কিছু স্নাইপার রয়েছে, তাদের এক গুলিতে তুমি শেষ . . . . . !
আর এরিয়া হতে বিনা ফাইটিংয়ে বেরিয়ে আসতে হলে তোমাকে Blackout নামক গ্যাডেটের সাহায্য নিতে হবে।
আর তোমার কাছে যদি Blackout না থাকে তাহলে ব্যালকনি হতে নিচে নেমে আসো আর কভারে থাকে। ফিক্সাররা চলে গেলে মেইন রাস্তায় চলে আসো আর এরিয়া হতে বেরিয়ে যাও।
তবে এরজন্য তোমাকে ভালো একটি গাড়ি খুঁজে নিতে হবে। আর গাড়িতে উঠার পরই কিছু শত্রু গাড়ি তোমার পিছু ধাওয়া করা শুরু করবে। তাদেরকে তোমাকে এড়িয়ে যেতে হবে। আর তাদেরকে কুপোকাত করতে হলে রাস্তায় তোমার হ্যাকিং স্কিল এর উপযুক্ত ব্যবহার করতে হবে।
সমস্ত ফিক্সার গাড়িকে এড়িয়ে যাবার পর তোমাকে Damien Brenks এর সাথে দেখা করতে হবে। এরজন্য দ্যা লুপ এর ইর্স্টার পার্টে যাও এবং তার সাথে দেখা করো।
Rewards: 500 experience points
তো আজ এ পর্যন্তই থাক। আবারো ঈদের পর গাইডের ৩য় খন্ড নিয়ে আসবো। সবাইকে ঈদ এবং পুজোর অগ্রিম শুভেচ্ছা রইলো। 🙂
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অস্কার টিউন। সত্যিই অনেক কষ্টসাধ্য ব্যাপার।