ফেসবুকে ফুটবল খেলুন বন্ধুদের সাথে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমরা সবায় কম বেশি গেম খেলি। কেও কম্পিউটারে কেওবা মবাইলে। আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন ফেসবুকে গেম খেলতে কেমন লাগে? অনেকেই আছেন জারা জআনেনয়ি না যে ফেসবুকে গেম খেল জিয়। কিন্তু ফেসবুকে আপনি অনেক সুন্দর সুন্দর গেম আপনি পাবেন। আপনি ফুটবল নিয়েও অনেক সুন্দর সুন্দর গেম পাবেন।

ফুটবল নিয়ে অনেক গেমের মাঝে সবথেকে জনপ্রিও গেমটি হোল টপ ইলেভেন বি এ ফুটবল ম্যানেজার। এই গেমটি ৫০ লক্ষ এরও বেশি গেমার খেলছেন! এখানে আপনাকে ১টি ফুটবল দলের ম্যানেজার হিসেবে কাজ করা লাগবে। আপনার কাজ গুলো হবে অনেক বড় পরিসরে।

এই গেমে আপনাকে প্রথমে ১টি ক্লাব দেওয়া হবে। ২৮ দিনে ১টি লিগ সেশন বা ১ বছর। আপনি কিছু ডলারও পাবেন। যা আপনি নতুন খেলোয়াড় কিনতে ও আপনার ক্লাবের উন্নয়নে ব্যাবহার করতে পারবেন। অপরদিকে আপনি খেলোয়াড় বিক্রয় করেও আয় করতে পারবেন। আপনি ২ ধরণের স্পন্সরশীপ পাবেন। ১টি থেকে আপনি ডলার পাবেন আর একটি থেকে আপনি টোকেন পাবেন। টোকেন খেলোয়াড় কিনার সময় বিড করতে লাগে। অথবা আপনি ওই টোকেন ব্যাবহার করে উন্নয়ন কাজ দ্রুত করতে পারবেন অথবা বিভিন্ন ধরণের বনাসও কিনতে পারবেন। তাছাড়া আর বিভিন্ন ব্যাবহার আছে।

আপনাকে ক্লাব উন্নয়নের জন্য অনেক কাজ করা লাগবে। মাঠের দর্শক ধারণক্ষমতা বাড়াতে সবথেকে বেশি সময় লাগে এবং খরচও বেশি। মাঠের উন্নয়নের জন্য আপনাকে ঘাষের কোয়ালিটি বাড়াতে হবে না হলে আপনার খেলোয়াড়েরা ইনজুরিতে পড়বে! আবার পারকিং লটের উন্নয়ন না করলে মাঠে দর্শক আসবেনা। এরকম আর অনেক উন্নয়ন কাজ করা লাগবে আপনাকে।

সব মিলিয়ে গেমটি এক কথায় অসাধারণ। ৫০ লক্ষ মানুষের মন জয় করেছে। সুতুরাং এই গেমটি আপনারও ভালো লাগবে বলে আসা করছি। গেমটি খেলতে এখানে ক্লিক করুন।

আমার ওয়েব সাইট থেকে ঘুরে আসতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস