“LIMBO” খেলা আর মুভি দেখা একই কথা!! -গেম রিভিও

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

অনেকে অনেক গেম খেলেছেন। অনেক হাই হাই গ্রাফিক্স এর গেম ওভার করেছেন। বিশাল বিশাল সাইজ এর গেম কে ধরাসাই করে আনন্দ লুটেছেন! 😀  এই গেমটি অন্য সব গেমের মতো নয়, সাইজ এর দিক থেকে তো নয় ই! যারা আগে খেলেছেন তাদের কাছে নতুন করে পরিছয় করিয়ে দেয়ার কিছু নেই। গেমটির নাম লিম্ব! LIMBO.

আলো আধারে ঘেরা পরিবেশে ছোটো একটা ছেলে বের হয়েছে তার পিচ্চি বোনটার খোজে। প্রতিটা মুহুরতে রয়েছে অজানা এক অন্য রকম চরম উত্তেজনা। গেমের পুরো অন্স জুরেই রয়েছে ভৌতিক এক পরিবেশ। নানা ধরনের পাজেল দিয়ে সাজান হয়েছে এই গেম টি।

গেমটি খেলতে খেলতে আপনি হারিয়ে জাজবেন অন্য এক মায়াবি ভহুবনে। প্রতিটা পাজেল ই অনেক চমৎকার। আর মাথা ঘামানো

বনের মাজ দিয়ে পেরিয়ে আপনি চলে যাবেন কলকারখানার দুনিয়ায় আবার মাঝে মাঝে থাকবে পানি নিয়ে অনেক পাজেল।

এই গেম টি খেলার জন্য আপনার পিসি কে গেমিং রিগ হতে হবে না। জাস্ট একটা নরমাল পিসি তেই খেলা যাবে। এই গেমটির মিনিমাম সিস্টেম রিকয়ারমেন্ট নিচে দেয়া হলোঃ

  • CPU: 2 GHz
  • RAM: 512MB
  • VGA:  Integrated graphics and very low budget cards
  • DX:  9.0c
  • OS: Windows XP, Vista, 7
  • HDD: 150MB

গেমটির সাইজ মাত্র ৯৮ MB.  এখান থেকে টরেন্ট ডাউনলোড করে নিন।

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গেমটা আমার অনেক প্রিয়।গ্রাফিক্সপ্রিয় গেমারদের হয়ত সাদাকালো গ্রাফিকের এই গেম ভাল লাগবে না।

limbo 2 dekhsen?
na dekhle … !!

Level 0

nice thnx

Level 0

একটু স্লো মোশন গেম কিন্তু খেলতে আনেক মজা।

ধন্যবাদ