যারা নতুন গ্রাফিক্স কার্ড কিনবেন ভাবছেন… রিভিউ ২০১৪

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমরা কম বেস সবাই গেম পাগল হয়ে থাকি। কার কাছে সকাল বিকাল আর সন্ধ্যা বলে কিছু নেই, নাওয়া খাওয়া ভহুলে সারা দিন পরে থাকি গেম ওভার করার জন্য। গেম খেলতে হলে একটা পিছি তো লাগবেই তার সাথে আর যে জিনিসটি লাগে তা হলো গ্রাফিক্স কার্ড। পুরাতন অনেক গেম ই হয়তো বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে খেলা যায় তবে নতুন কিছু গেম এবং ২০১৪ সালের কিছু গেম লেগ ছাড়া খেলতে হলে আপনার একটা গ্রাফিক্স কার্ড থাকা খুব জরুরি। আমি এখানে কিছু গ্রাফিক্স কার্ড তুলে ধরব জা দিয়ে অনায়াসেই লেটেস্ট গেম গুলো খেলতে পারবেন। মিডিয়াম এবং হাই সেটিংস্‌ এ।

লো বাজেট গেমিংঃ (৫০০০-৬৫০০)

অনেকেই আছেন যারা গেম খেতে ভালবাসেন কিন্তু গ্রাফিক্স কার্ড কিনার কথা মাথায় আসলে পিছ পা হন। তারা এমডি এর R7 সিরিজ এর 240 1 GB DDR5 মডেল টি দেখতে পারেন। এটা দিয়ে লেটেস্ট গেম গুলো হাই সেটিং এর খেলা না গেলেও পুরনো অনেক গেম ই হাই সেটিং দিয়ে খেলতে পারবেন,

এর স্পেসিফিকেসনঃ

এর বেঞ্ছমারক HD 6670 এর কাছাকাছি।  এটি বেবহার করতে আলাদা করে পাওয়ার সাপ্লাই কিনা লাগবে না। আপনার স্টক পাওয়ার সাপ্লাই ই যথেষ্ট!

মিডিয়াম বাজেট গেমিংঃ (৭০০০-৮৯০০)

আপনি যদি watch dog, sniper elite 3 GTA 5 (up coming) ইন্টেন্স গেম গুলো মিডিয়াম সেটিং এ খেলতে চান তাহলে আপনি AMD এর R7 250 1 GB DDR5 অথবা R7 250x 1 GB DDR5 মডেল দুটি দেখতে পারেন। এই মডেল দুটির মধ্যে R7 250 চালাতে আপনার আলাদা করে পাওয়ার সাপ্লাই কিনার প্রয়োজন পরবে না। আর R7 250x মডেল টি চালানর জন্য ৫০০ ওয়াট এর পাওয়ার সাপ্লাই প্রয়োজন পরবে। একটা কথা বলে রাখা ভালো এই দুটি মডেল এর মধ্যে পারফমেঞ্চ এর ডিফারেঞ্চ অনেক। R7 250x দিয়ে আপনি মুটামুটি সব গেম খেলতে পারবেন। কিন্তু R7 250 তে কিছু কিছু গেম লেগ করতে পারে।

হাই বাজেট গেমিংঃ (১০০০০-১৫০০০)

যারা হার্ড কোর গেমার তাদের কথা নাই বা বললাম। হাই সেটিং আর হাই পারফমেঞ্চ যাদের প্রথম দরকার। তারা AMD এর R7 260x 1GB DDR5 অথবা R9 সিরিজ এর গ্রাফিক্স কার্ড গুলো দেখতে পারেন। তবে R7 260x আপনার জা চাই তাই ই দিতে পারবে। আপনার মনিটর এর সাইজ যদি ১৯ ইঞ্চি অথবা ২২ ইঞ্চি হয় তবে কোনো লেগ ছাড়াই সব ধরনের গেম গেলতে পারবেন তাও আবার হাই সেটিংস্‌ এ। এই গ্রাফিক্স কার্ড তি আপনাকে আগামি ২/৩ বছর সাপোর্ট দিতে পারবে।

তাহলে ফাফিক্স কার্ড কিনে শুরু করে দিন গেমিং!

গ্রাফিক্স কার্ড এর দাম আপনি রায়হান, ইউসিসি, এর ওয়েবসাইট এ দেখে নিতে পারেন।

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজ টাতে ঘুরে আসার আমন্ত্রন রইলো।

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai gcard lagale ki low ram or low bit valo game khelte parbo?

Level 0

amar 4 gb ram but 32 bit graphics card (এমডি এর R7 সিরিজ এর 240 1 GB DDR5 মডেল )thakle ami ki watch dogs and cod aw games khelte parbo??

Level 0

Bhai, Nvidia GeForce GTX760 er kotha bollen naah? Ultra HD Resolution a game support kore..

R7 240+8gb ram+duel core 2.7ghz diye ki 2 year sob game low te hleo lag chara khela jabe?

” অনেকেই আছেন যারা গেম খেতে ভালবাসেন ” হায় হায়! অনেকে গেম খায়! জানাই ছিল না!

    @ফ্রীওয়্যার সিজান: হা হা হা।। আমরা তো খাওয়া দাওয়া না করে গেম ই খাই! সারাদিন। 😀

@রাকিব হাসান: ওয়েলকাম! 🙂

Level 2

graphics design er kajer jonno ki dhoroner graphics card nile valo hobe

Level 2

Thanks

Level 0

Graphics card shomporke temon dharona chilo nah….. pc kenar shomoy tai….. nVidia gt210
kine felsi 🙁 ……… ekhn ei graphics ee ami ki ki game khelte parbo ???
amr cpu er full specs dilam…

Processore-core i3 3.4 ghz
mother board-Gigabyte 81m
ram-4gb
hdd-1 tb
Graphics card- 1gb nvidea gt_210

graphics card sara onno kichute shortage thakle bolben plz …..

vai amar pc valo na

low budget er graphics card diye ki fifa 15 khela jabe.