তোমার বাড়ির গেমের মেলার দেখেছিলাম মোডের স্তুপ! মোডের নেশায় আমায় ছাড়ে না! হাহাহাহা! হ্যাঁ! নিয়ে এলাম বস্তা ভর্তি মোড সমগ্র! আগের মোড থেকে ব্যবহারে সহজ এবং সাইজে ছোট। উল্লেখ্য যে, আজকের মোডগুলো গেমগুলোতে আলাদা করে গ্রাফিক্স যোগ করে না, বরং গেমটির মধ্যেই লুকায়িত বা অব্যবহৃত সেটিং গুলোকে একটিভ করে দেয়। যেমন আলোর ইফেক্ট, ছায়ার ইফেক্ট ! তবে অনেক সেটিং গুলো নিজের মতো করে সাজিয়ে নিয়ে নতুন নতুন গেমকেও আরো গ্রাফিক্স দেওয়া যায়। আর আগের ENB মোডের মতো এটি কম্পিউটারকে স্লো করে না তাই যেকোনো পিসিতেই এই সুইট এফএক্স মোডগুলো ব্যবহার করা যাবে!
উল্লেখ্য যে, মোডগুলো আমার নিজের বানানো!
চলো চলে যাই মোডের দুনিয়াতে:
> প্রথমে FX injector প্রোগ্রামটি ডাউনলোড করে নাও:
> পাসওর্য়াড দিয়ে ফাইলটি আনজিপ করো। এবার ফাইলটির ভিতরে একটিSweetFX_config.exe প্রোগ্রাম রয়েছে ওটা ওপেন করো। দয়া করে কোনো ফাইলের নড়চড় করবে না। নাহলে কাজ করবে না।
> পোষ্টে উল্লেখিত সকল গেমের মোড ফাইল আগে থেকেই আমি সেট করে রেখেছি। তাই প্রোগ্রামটি চালু করে Add new game বাটনে ক্লিক করো।
> এবার যে গেমটির মোড করতে চাও সেটির প্রোগ্রাম ফাইল সিলেক্ট করো।
> এবার Add SweetFX বাটলে ক্লিক করো।
> দেখো যে আমার মোড করা ফাইলটি একটিভ হয়েছে। এবার সরাসরি Launch Game বাটনে ক্লিক করে গেমটির নতুন সংস্করণটি খেলো তবে তুমি চাইলে মাঝের সারির অপশনগুলো থেকে এক্সট্রা সুবিধা যোগ-বিয়োগ করে নিতে পারো।
> উল্লেখ্য যে, মোড টি চালাতে হলে গেমটির সংস্করণ অনুযায়ী DirectX সফটটি লাগবে। যেমন ভাইস সিটির জন্য ডাইরেক্ট এক্স ৮ সংস্করণটি লাগবে।
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ডাউনলোড করছি। NFS Seriesএর জন্যে কিছু লিখেন। ধন্যবাদ।