গেমস জোন [পর্ব-২০৩] :: Deadly Premonition (2013)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

গেমস জোন

আমি নাকি নভোজিত (গেমস ওর্য়াল্ড) এর টিউন কপি করছি! হাহাহা! নভোজিত তোমার নামে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে তোমার চামচাগুলো! একটু সাবধানে থাকবা বুঝলা!

হরর গেমস তো অনেক খেলেছো তোমরা, কখনো কমেডি হরর ধাঁচের কোনো গেমস খেলেছো নাকি? হুম! কমেডি হরর ফিচারের একমাত্র গেম হওয়ার কারণে Deadly Premonition গেমটি গিনিস ওর্য়াল্ড রেকর্ডে ইতিমধ্যে নাম লিখিয়ে নিয়েছে।

ডেডলি প্রিমোনিশন একটি সাইকোলজিক্যাল হরর ভিডিও গেম নির্মাণ করেছে একসেস গেমস। গেমটি মূলত এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য নির্মিত। পরে গেমটির প্লে-স্টেশন ৩ এবং সবশেষে মাইক্রোসফট উইন্ডোজ সংস্করণ বের করা হয়। তবে এগুলো সবাই DC (Director’s Cut) সংস্করণ। গেমটি স্ট্রিমে পাওয়া যাচ্ছে জুলাই, ২০১৩ হতে।

গেমটি তার ওপেন ওর্য়াল্ড, নন-লাইনার গেমপ্লে এবং কমেডি হরর ধাঁচের জন্য জনপ্রিয়। গেমটির প্রত্যেকটি চরিত্রের আলাদা আলাদা নিজস্ব কাহিনী রয়েছে!

নির্মাতাঃ

একসেস গেমস

প্রকাশকঃ

রাইজিং স্টার গেমস

খেলা যাবেঃ

এক্সবক্স ৩৬০,

প্লে-স্টেশন ৩,

মাইক্রোসফট উইন্ডোজ

মুক্তি পেয়েছেঃ

ফেব্রুয়ারী, ২০১০ সালে,

ধরণঃ

সাইকোলজিক্যাল হরর

খেলার ধরণঃ

সিঙ্গেল প্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টস:

ডুয়াল কোর প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইটের গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স ৩.০ সাথে শেডার মডেল ৩.০

গেমটি একটি সাইকোলজিক্যাল হরর ভিডিও গেম। মানে পাগলা পাগলা টাইপের উপাদান রয়েছে গেমটিতে। গেমটিতে তোমাকে গ্রিণভ্যালি নামের একটি ছোট শহরে এক্সপ্লোর করতে হবে। গেমটি রেসিডেন্ট ইভিল এর মতো Over-the-shoulder ক্যামেরা এঙ্গেলে খেলা যাবে।

গেমটিতে ধূমপান করে সময় কাটানো, দাড়ি কামানো মানে শেভ করা ইত্যাদির জন্য আমার কাছে গেমটি খুবই মজাদার লেগেছে। গেমটিতে তুমি এজেন্ট ওর্য়াক এর ভূমিকায় খেলবে। এজেন্ট চাইলে পায়ে হেটে এক্সপ্লোর করতে পারবে শহরটি কে অথবা চাইলে গাড়িতে করেও ভ্রমণ করতে পারবে। তবে গাড়ির ডেমেজের জন্য পয়সা কিন্তু তাকেই দিতে হবে!

গেমটিতে তোমাকে তোমার প্লেয়ার চরিত্রকে খাদ্য খাওয়াতে হবে ক্ষিদে থেকে বাঁচার জন্য, কাপড়-চোপড় বদলাতে হবে, শেভ করতে হবে এমনকি নিয়মিত গোসল ও টয়লেটও সারতে হবে পরিস্কার-পরিছন্ন থাকার জন্য!

গেমটিতে রয়েছে দিন-রাত্রির ফিচার। গেমটির একদিন আমাদের ৮ ঘন্টা। এছাড়াও গেমটিতে রয়েছে ডাইনামিক আবহাওয়া সিস্টেম যাতে বৃস্টি, রোদ, কুয়াশা এবং চাদের আলোর ইফেক্ট খুব চমৎকার ভাবে ফুটে উঠবে।

যদিও গেমটি একটি হরর গেম তবে গেমটিতে রিয়েল “হরর” উপাদান কমই রয়েছে! তবে তোমাকে গেমটিতে দৈত্যদের মোকাবেলা করতে হবে বিভিন্ন স্থানে। তবে তুমি হ্যান্ড-টু-হ্যান্ড কমবাট এবং অস্ত্রের ব্যবহার দাড়িয়ে করতে হবে! মানে চলন্ত অবস্থায় করতে পারবে না। গেমটিতে তোমার আসল কাজ হচ্ছে শহরে ঘটে যাওয়া বেআইনী ঘটনা সমূহের তদন্ত করা।

গেমটির নির্মাণ কাজ ২০০৪ সাল থেকে শুরু হলেও চার বার গেমটির নির্মাণ কাজ বন্ধ থাকে বিভিন্ন কারণে। বর্তমানে গেমটির একটি সিকুয়্যাল নির্মাণাধীন রয়েছে।

মেইন স্ক্রিণ!
কিউট!
মাইরা লামু!
বুম!
কোপ লাগলো বলে!
একা একা ভালো লাগে এই রাস্তায়!
শেভ করছি!
২০১৩ সালের গ্রাফিক্স! হায়!
গ্রাফিক্সের কারণে গেমটি ডিলেট মারছি!
বিড়িখোর!
লা লা লা!

ডাউনলোডঃ

http://kickass.to/deadly-premonition-the-directors-cut-flt-t8090401.html

 

অথবা, গেমটি ঘরে বসেই সূলত মূল্যে পেতে চাইলে চলে আসো গেমস জোনের অনলাইন শপেঃ http://www.facebook.com/games.zone.bd

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস