কেমন আছো? গেমস জোনের বেষ্ট ১০টি পর্ব নিয়ে “ফিরে দেখা” টিউন করছি। আজ এর ৪নং পর্বে রয়েছে আমার পছন্দের একটি গেম।
আজকের গেম Syndicate
Syndicate (অনেকেই একে প্রজেক্ট রেডলাইন বলে থাকেন) একটি সায়েন্স ফিকশন ভিডিও গেম যেটি স্টারব্রিজ স্টুডিও দ্বারা ডেভেলপ করা হয়েছে। গেমটি এ বছরের ২১শে ফেব্রুয়ারী (২০১২) তে মাইক্রোসফট উইন্ডোজ পিসি, প্লে-ষ্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেম কনসোল এর জন্য রিলিজ করা হয়।
Developer:
Starbreeze Studios
Publisher:
Electronic Arts
Series:
Syndicate
Engine:
Starbreeze Engine
Platform(s):
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360.
Release Date:
February 21, 2012
Genre:
First-person Shooter
Mode(s):
Single Player,
Co-Op
Rating(s):
ACB: RC
BBFC: 18
ESRB: M
OFLC: R18
PEGI: 18
Trailer Video:
http://www.youtube.com/watch?v=ewwtznVkSxA
System Requirements:
Mode | OS | Processor | Ram | V-Ram | HDD |
Minimum | Winxp (sp3) | Core 2 Duo 2.4GHz | 2GB | 512MB | 11GB Free |
Normal | WinXP | Quad Core 2.6GHz | 2GB | 512MB | |
Maximum | WinXP/Seven | Core i3 2.0GHz | 2GB | 1GB | |
Highest | WinSeven | Core i5 2.6GHz | 4GB | 2GB |
Plot:
২০১৭ সাল. . . . . . . . । রোবোটিক সংস্থা ইউরোকপ মেগা-করপোরেশন এর জন্ম হয়। তারা ২০২৫ সালে DART চিপ রিলিজ করে। ডার্ট চিপ হলো একধরণের রোবোটিক নিউরাল চিপ যা রোবট বা ইউজার কে যেকোনো ডাটাবেস এ ডুকতে এবং পরিচালনা করতে দেয়। এর ফলে আমাদের এই পৃথিবীতে মানব শাসিত সরকার ব্যবস্থার বিলুপ্ত ঘটে। তবে পৃথিবী অর্ধেক মানুষ এই ডার্ট চিপ কে সর্মথন করে এবং বাকি অর্ধেক এর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে শুরু করে। তারা এই ডার্ট চিপ কে ধ্বংস করতে বায়ো এজেন্টদের নিয়োগ করে। এদের কো এসপারি গ্রুপ বলা হয়।
গেমটি শুরু হয় ২০৬৯ সালে। তখন পৃথিবীর অধিকাংশ মানুষ ডার্ট চিপ কে সর্মথন দেয়। এখানে আপনাকে এজেন্ট মাইলস কিলো হিসেবে খেলতে হবে। এজেন্ট মাইলস কিলো হলো ইউরোকপ সংস’ার সর্বউন্নত এজেন্ট। ইউরোকপ ডার্ট চিপ এর উন্নত ভার্সন “ডার্ট ৬” তৈরি করে এবং এর টেস্ট রান সফল হয়। এরই মধ্যে ইউরোকপ খবর পায় যে তাদের শস্ত্রু এসপারি গ্রুপ ও তাদের ডার্ট ৬ মডেল এর হুবহু চিপ তৈরি করেছে। এরপর ইউরোকপ এর সিইও এজেন্ট কিলো (প্লেয়ার) কে নির্দেশ দেয় যে এসপারি গ্রুপ এর বায়ো বিজ্ঞানী চ্যাং কে হত্যা করে চিপটি তাদের কাছে নিয়ে আসতে।
নির্দেশ পেয়ে এজেন্ট কিলো এবং মেরিট এসপারি এর লস এ্যানজেলেস শাখায় হামলা করে। এজেন্ট কিলো চ্যাং কে হত্যা করে চিপটি আনার সময় চ্যাং এর পিসিতে কিছু ভিডিও কনফারেন্স এর ফাইল দেখতে পায় এবং সেটিতে চালিয়ে দেখে যে তাদেরই ইউরোকপ এর এক কর্মী লিলি চ্যাং কে সাহায্য করেছে চিপটির হুবহু কপি বানাতে।
ইউরোকপ এর অফিসে এসে এজেন্ট কিলো সিইও কে সব জানায়। যেহেতু লিলি একজন তুমুল জ্ঞানী বায়ো অফিসার তাই তাকে হত্যা করা ঠিক হবে না বলে মনে হয় ইউরোকপ এর সিইউও। তবে এজেন্ট কিলো এবং মেরিট কে নির্দেশ দেওয়া হয় যে লিলির উপর গুপ্ত নজর রাখতে যাতে সে আর যেন তথ্য হ্যাক না করতে পারে।
নির্দেশ পাওয়ার পর তারা লিলির উপর গুপ্তনজর রাখতে থাকে। তবে একদিন হাতেনাতে লিলি তাদেরকে ধরে ফেলে। এরপর যা হবার তাই হলো, লিলি এবং এজেন্টদের মধ্যে প্রচুর বাগ-বির্তক চলছে। এরই মধ্যে ইউরোকপ এর আরেকটি শস্ত্রু গ্রুপ ক্যায়ম্যান-গ্লোবাল লিলির উপর হামলা করে এবং তাকে কিডন্যাপ করে । তাকে নিয়ে যাওয়ার সময় এজেন্ট কিলো তাদের ফলো করে।
লিলিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় ক্যায়ম্যান-গ্লোবাল এর প্রধান বেস এ্যাটলান্টিক মহাসাগরে। এরই মধ্যে এজেন্ট কিলো এবং ক্যায়ম্যান-গ্লোবাল এর মধ্যে যু্দ্ধ শুরু হয়। এবং কিলোর জয় হয়। কিলো লিলিকে উদ্ধার করে নিয়ে আসার সময় জানতে পারে যে ক্যায়ম্যান-গ্লোবাল একটি বড়-সড় যুদ্ধের প্রস’তি নিচ্ছে ইউরোকপ এর বিরুদ্ধে।
খবরটি ইউরোকপ কে জানানোর আগেই নিউওয়ার্ক এর বসি-তে লিলির নিজস্ব বাহিনী দ্বারা কিলো আক্রমণ হয়। তবে এবারও কিলো ই জয়ী হয়। লিলি তার বাহিনীর সাথে পালিয়ে যায়। এজেন্ট কিলো ইউরোকপ তে বিস্তারিত বলার পর এইবার তার প্রতি নির্দেশ আসে যে লিলি কে জীবিত অথবা মৃত ধরতে।
এজেন্ট কিলোর ধরাশয়ী কয়েকজন লিলি বাহিনীর কর্মীদের কে প্রশ্ন করার পর এজেন্ট কিলো জানতে পারে যে লিলি বাহিনীর লিডার হলো ক্রিস। ক্রিস লিলির এক্স-বয়ফ্রেন্ড। তারপর লিলি বাহিনীর প্রতি আক্রমণ করতে প্লেয়ার এজেন্ট কিলো এগিয়ে যায়. . . . . . . . .. . . . . . .. বাকি টুকু গেমটি খেলেই জেনে নিন।
Game-Play:
গেমটি একটি সায়েন্স ফিকশন ফার্স্ট পারসন শুটিং গেমস। গেমটিতে প্লেয়ার একসাথে ২টি অস্ত্র এবং ২টি গ্রেনেড বহন করতে পারবে। প্লেয়ার এর শরীরে উন্নত মানের ডার্ট ৬ চিপ ইন্সটল থাকায় প্লেয়ার ডিজিটাল পৃথিবী কে স্লো মোড এ দেখতে পারবে। এছাড়াও শস্ত্রুকে দেয়াল ভেদ করে দেখতে পারবে। শত্রুর ডাটা চিপের ভিতর হ্যাক করতে ঢুকতে পারবে। শত্রুর ডাটা চিপে ঢুকে শত্রুকে সুইসাইড এর কমান্ড দিলে সাথে সাথেই শত্রু মারা যাবে। এই ট্রিক টি বিশাল আকারের এবং শক্তিশালী শত্রুর বিপক্ষে বেশ কাজে দিবে। পারসুয়েড কমান্ড দিয়ে শত্রুটি আপনার দলের হয়ে যাবে। ব্যাকফায়ার কমান্ড দিলে শত্রুর অস্ত্র ফেটে যাবে।
গেমটি তে একসাতে চার জন মাল্টিপ্লেয়ার কো-অপারেশন মোডে খেলা যাবে। গেমটি চালাতে হলে ইন্টেল কোর আই ৩ সাথে ৩জিবি রাম এবং ১জিবি গ্রাফিক্স কার্ড লাগবে। আশা করি গেমটি খেলতে আপনাদের ভাল লাগবে।
ডাউনলোডঃ
http://kickass.to/syndicate-skidrow-t6205362.html
অথবা গেমটি ঘরে বসেই সূলভ মূল্যে পেতে চলে আসো গেমস জোনের অনলাইন ডিভিডি শপেঃ http://www.facebook.com/games.zone.bd
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
size????????? 🙁