ফারক্রাই! বহু ব্যবধান! গেমটির নামকরণের সার্থকতা খুঁজেছি আমি অনেক। কিন্তু পেলাম না! সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গেমস জোন।
আজকের পর্বে থাকছে চমৎকার একটি গেম ফারক্রাই ৩।
ফারক্রাই ৩ একটি ওপেন ওয়ার্ল্ড ফিচারের ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে ঊবিসফট মন্টিয়াল এবং প্রকাশ করেছে ঊবিসফট। গেমটি ফারক্রাই মূল সিরিজের ৩য় সংস্করণ। গেমটির এক্সপেনশন প্যাক ফারক্রাই ৩: ব্লাড ড্রাগন গেমটির এপ্রিল ৩০, ২০১৩ সালে বাজারে আসে।
ফেব্রুয়ারী ২০১২, মুক্তির ৩ মাসের মাথায় গেমটি বিশ্বব্যাপি ৪ দশমিক ৫ মিলিয়ন কপি বিক্রি করতে সক্ষম হয়!
নির্মাতাঃ
ঊবিসফট মন্টিয়াল
প্রকাশ করেছেঃ
ঊবিসফট
পরিচালকঃ
ড্যান হেয়
সিরিজঃ
ফারক্রাই
ইঞ্জিণঃ
দুনিয়া ইঞ্জিণ ২
খেলা যাবেঃ
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০
মুক্তি পেয়েছেঃ
নভেম্বর-ডিসেম্বর, ২০১২ সালে
ধরণঃ
ফার্স্ট পারসন শুটার,
একশন এডভেঞ্চার,
ওপেন ওর্য়াল্ড
খেলার ধরণঃ
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
কমপক্ষেঃ
ডুয়াল কোর ৩.৩ গিগাহার্জ গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯ সাথে শেডার মডেল ৩.০
অফিসিয়ালঃ
কোর ২ ডুয়ো প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড,
উইন্ডোজ সেভেন,
ডাইরেক্ট এক্স ১০ সাথে শেডার মডেল ৪.০
ভালোভাবে খেলতে হলেঃ
কোর আই ৭ প্রসেসর,
৬ গিগাবাইট র্যাম,
২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড,
উইন্ডোজ এইট
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৫.০
ফারক্রাই ৩ গেমটির পটভূমিতে রয়েছে ইন্ডিয়ান এবং প্যাসিফিক সাগরের মর্ধ্যবর্তি একটি আইল্যান্ড। সিরিজের আগের গেম ফারক্রাই ২ গেমটির মতো এই গেমটিতে প্লেয়ার চরিত্র হিসেবে অনেকজন থাকছে না। প্লেয়ার চরিত্রে রয়েছে জ্যাসন ব্রডি। সে বন্ধুদের সঙ্গে অবসরে ছুটি কাটাতে আসে উক্ত আইল্যান্ডে। জলপথ ভ্রমণে একসাথে বের হওয়ার নির্দেশ থাকলেও হঠাৎ করে কাউকে না জানিয়ে সে বের হয় জলপথে মানে সাগরে।
ওদিকে জ্যাসনকে আগে থেকেই ফলো করছিল একদল মানবপাচারকারী জলদস্যুর দল। সাগরে একা একা ঘুরে বেরানোর এক পর্যায়ে জলদস্যুদের পাঁতানো ফাঁদে আটকে যায় জ্যাসন। হাত-পা বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় জলদস্যু নেতা ভ্যাসের আস্তানায়। ভ্যাস হলো গেমটির খলনায়ক চরিত্র এবং একজন সাংঘাতিক জলদস্যু।
কিন্তু জ্যাসনকে ধরে নিয়ে আসার পরপরই জলদস্যু দলের সদস্যদের মধ্যে কলহ ছড়িয়ে পড়ে। শেষমেষ ভ্যাস সিন্ধান্ত নেয় যে জ্যাসনকে ফেলে দেওয়া হবে একটি গভীর কূপে। তবে ভাগ্যগুণে সে আস্তানা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় জ্যাসন। পরে সে জানতে পারে যে, তার বন্ধুদের ধরার জন্য একই রকমভাবে ওত পেতে আছে জলদস্যুরা। যেভাবেই হোক, তার বন্ধুদের সঙ্গে মিলে তাদের সবাইকে এই চক্রের হাত থেকে বাঁচতে হবে।
গেমটিতে তোমাকে খেলতে হবে হ্যান্ডসাম বালক জ্যাসনের ভূমিকায়। উদ্ধার করতে হবে অপহরণ হওয়া বন্ধুদের, পালাতে হবে শত্রুদের সীমানা থেকে। খুঁজতে হবে নিরাপদ আশ্রয়স্থল।
অন্যান্য ফারক্রাই গেমসের মতোই ফারক্রাই ৩ গেমটির পরিবেশ ডিজাইন এবং গ্রাফিক্স খুবই উন্নত মানের।
ফারক্রাই ৩ একটি ফার্স্ট পারসন শুটার গেম। তবে গেমটিতে একশন এবং এডভেঞ্চার সাথে রোল-প্লেয়িং উপকরণও রয়েছে।
মিশনসমূহের ভিন্নতাঃ ফারক্রাই ৩ গেমটি বিভিন্ন ধরণের মিশন রয়েছে, যা সিরিজের আগের গেম ফারক্রাই ২ গেমটিতেও পাওয়া যায়:
> স্টোরি মিশনঃ গেমটির কাহিনীর সাথে সম্পর্কিত যাবতীয় মিশনসমূহই হচ্ছে স্টোরি মিশন।
> সাইড মিশনঃ স্থানীয় এবং রাকাতায় সদস্যদের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সাহায্য করা হচ্ছে এই মিশন। বিনিময়ে পাচ্ছ আকর্ষনীয় পুরস্কার।
> পাথ অফ দ্যা হান্টারঃ এইসমস্ত মিশনগুলো “আউটপোষ্ট” অঞ্চলটি স্বাধীন করার পরপরই আনলক হবে। এটি একটি প্রাণী বদ করার মিশন।
> সাপ্লাই ড্রপঃ এইসমস্ত মিশনগুলোও “আউটপোষ্ট” অঞ্চলটি স্বাধীন করার পরপরই আনলক হবে। এখানে তোমাকে বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট সময়ের ভিতর মেডিসিন ডেলিভারী দিতে হবে। এজন্য তুমি গেমটির যেকোনো যানবাহন ব্যবহার করতে পারবে।
> ট্রায়াল অফ দ্যা রাকায়াতঃ এইসব সুরভাইবাল জাতীয় মিশনগুলো লাল রঙের পাথরের আশে পাশে পাওয়া যাবে।
> ওয়ান্টেড ডেডঃ এই মিশনে তোমাকে একজন পাইরেট কমান্ডারকে খুঁজে বের করে হত্যা করতে হবে। এবং তাকে শুধুমাত্র ছুরি কিংবা টেকডাউনের মাধ্যমে হত্যা করতে হবে। বাকি পাইরেট সদস্যদের যেকোনো অস্ত্রের সাহায্যে খুন করা যাবে।
গেমটির পটভূমি রুক আইল্যান্ডে রয়েছে চমৎকার প্রাকৃতিক দৃশ্য। যা উপভোগ করতে তুমি অবশ্যই মজা পাবে। গেমটিতে ২০ প্রকারের বেশি প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়েছে ড্রাগন, শার্ক, বাঘ, হায়েনা, কুকুর,প পিগ সহ আরো অনেক কিছু্।
রয়েছে গাড়ি, বাগি, বোট, জেট স্কাই, বাস সহ অনেক প্রকারের যানবাহন। রয়েছে ৩৯ প্রকারের ভিন্ন ভিন্ন অস্ত্রের সমাহার!
ডাউনলোডঃ
ftp://serv1.2fun.ge/games/far%20cry%203.iso
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
tnx vi apni asole ginius…ami coto manus….game kelte posondo kori :p