নিয়ে এলাম Watch Dogs (প্রিভিউ/2013)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসসালামু আলাইকুম, সবাইকে টেকটিউনসে এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। সব সময়ই হাসি খুশি থাকুন।

http://nextvg.com/wp-content/uploads/2013/10/watch-dogs.jpg

ওয়াচ ডগস একটি আপকামিং একশন-এডভেঞ্চার ভিডিও গেম যা নির্মান করেছে উবিসফট মন্টরিয়াল এবং প্রকাশ করেছে উবিসফট। গেমটির নাম শুনে আমার তথা আরো অনেকেরই মনে হয়ে ছিল যে এটা "স্লিপিং ডগস" গেমটির মতো হবে কিন্তু না । এটি হবে একটি ওপে ওয়ার্ল্ড গেম আ উবিসফট সর্বপ্রথম নির্মান করেছেন। জানা গেছে উবিসফট ওয়াচ ডগস এর জন্য একটি মুভি রিলিজ করবে। মুভিটি দেখার আমার ইচ্ছা ইচ্ছা আছে আশা করি দেখতে পারবো 😀 এটির পটভূমি নির্ধারিত করা হয়েছে যুক্তরাষ্ট্র/আমেরিকার শিকাগো শহরকে।  এই গেমটিতে মূলত প্রায় জিটিএ গেমের প্ল্যাটফর্ম ই অনূসরণ করা হয়েছে, গেমটি এ বছরের মাঝামাঝির দিকে রিলিজ পাওয়ার কথা থাকলেও এটি রিলিজ কবে পাবে তা জানায়নি উবিসফট তবে এটুকু জানা গেছে যে এটা ২০১৪ সালে রিলিজ পাবে। গেমটির মূল কাজ হল হ্যাকিং! এখানে গেমারের যেকোনো ডিভাইস হ্যাক করে তা নষ্ট করার ক্ষমতা আছে। এখানে শহরের  অপারেটিং সিস্টেম হ্যাক করা সহ আরো সেলফোন হ্যাক করা এবং তার নিশানাকে মেরে ফেলা 😀 গেমটির স্টোরি মূলত ভবিষ্যত প্রজন্মের শিকাগো শহরকে নিয়ে গঠিত। এর গ্রাফিক্স অনেক উন্নত হবে। এই গেমটি একদম ভালোভাবে খেলতে আপনার লাগবে ইন্টেলের সর্বশেষ বের করা কোর আই-৭ 😀

http://assets1.ignimgs.com/2013/10/09/watchdogs-us-rp-ps4jpg-8840bd.jpg

আসুন জেনে নেই কিছু বিস্তারিতঃ

নির্মাতাঃ

উবিসফট মন্টরিয়াল

প্রকাশকঃ

উবিসফট

ইঞ্জিনঃ

ডিজরাপ্ট এবং হ্যাভোক ফিজিক্স

প্ল্যাটফর্মঃ

উইন্ডোজ, প্লেস্টেশন ৩ ও ৪, Wii U, এক্স-বক্স ৩৬০ ও এক্স-বক্স ওয়ান

ধরণঃ

একশন,এডভেঞ্চার,ওপেন ওয়ার্ল্ড

মোডঃ

সিঙ্গেল ও মাল্টিপ্লেয়ার

রিলিজ ডেটঃ

২০১৪( কত তারিখ তা এখনো জানানো হয়নি)

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

কমপক্ষেঃ

Supported OS: Windows Vista SP2 64bit, Windows 7 SP1 64bit, Windows 8 64bit
Processor: Intel Core 2 Quad Q8400 @ 2.66Ghz or AMD Phenom II X4 940 @ 3.0Ghz
RAM: 6 GB
Video Card: 1024 VRAM DirectX 11 with Shader Model 5.0
Sound Card: DirectX 9 compatible Sound Card
This product supports 64-bit operating systems ONLY.

ভালো ভাবে খেলতে হলেঃ

Processor: Core i7 3770 @ 3.5Ghz or AMD FX-8350 @ 4.0Ghz
RAM: 8 GB
Video Card: 2048 VRAM DirectX 11 with Shader Model 5.0 or higher
Sound Card: Surround Sound 5.1 capable sound card
Supported video cards at time of release:
nVidia GeForce GTX460 or better, GT500, GT600, GT700 series
AMD Radeon HD5850 or better, HD6000, HD7000, R7 and R9 series
Intel Iris Pro HD 5200.

স্ক্রীনশটসঃ

http://gematsu.com/wp-content/uploads/2013/03/Watch-Dogs-PAX-East-ctOS_004.jpg

http://www.hybridgames.co.uk/driver/watchdogs/screenshots/watchdogs001.jpg

http://images.g4tv.com/rimg_606x0/ImageDb3/300433_l/e3-2012-watch-dogs-screenshots.jpg

http://gamehdwallpaper.com/wp-content/uploads/2013/11/windows-game-watch-dogs-2014-release.jpg

https://media1-us.shopto.net/ShopToMedia/images/screenshots/PS3WA14/F.jpg

http://s.pro-gmedia.com/videogamer/media/images/ps4/watch_dogs/screens/watch_dogs_12.jpg

http://webguyunlimited.com/pixelperfectgaming/wp-content/gallery/watch-dogs/screen-shot-2013-02-20-at-7-47-53-pm.png

http://socialsteak.com/wp-content/uploads/2013/02/1.jpeg

http://i1-games.softpedia-static.com/screenshots/Watch-Dogs-Out-of-Control-Trailer_14.jpg

http://www.gamnesia.com/images/uploads/Watch-Dogs-header-530x298.jpg

গেমটির মূল চরিত্রঃ

AidenRender

আইডেন পিয়ার্স

আমার সাথে যোগাযোগ করুন

আমরা কয়েকজন টিউনার মিলে একটি গেমিং গ্রুপ আর ফ্যান পেজ খুলেছি আমাদের সাথে যোগ দিনঃ

গ্রুপ

ফ্যানপেজ

Level New

আমি নাফিস রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নাফিস রেজা! ব্লগিংটা বেশ ভালোই পারি, তাই আপনাদের সাথে আছি!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন !! , তবে ওয়াচ ডগস ২০১৪ এর এপ্রিলে রিলিজ হওয়ার সম্ভবনা আছে । 😀

Level 0

thnx