তখন ছিলো না কল অফ ডিউটি; ছিলো না ব্যাটলফিল্ড। গেমস জগতে প্রথম মিলিটারী শুটার গেমস নিয়ে আসে এই ডেল্টা ফোর্স সিরিজ। তবে অন্যান্য মিলিটারী শুটার গেমস বাজারে আসায় দিন দিন এই গেমস সিরিজটি তার জনপ্রিয়তা হারাচ্ছে। তবে OLD IS GOLD! তাই তো, ২০০৯ সালের এই সিরিজের গেমটির গ্রাফিক্স এমনই যে, তা পেন্টিয়াম ৪ পিসিতেও খেলা যায়!!!
আজকের গেমস জোনে নিয়ে এসেছি ডেল্টা ফোর্স সিরিজের শেষ দুটি গেমস। এক্সট্রিম এবং এক্সট্রিম ২।
নির্মাতা এবং প্রকাশকঃ
নোভালজিক
ইঞ্জিণ:
ব্ল্যাক হক ইঞ্জিণ (Modified)
খেলা যাবে:
শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজে।
মুক্তি পেয়েছে:
এপ্রিল ২২, ২০০৫
ধরণ:
ফার্স্ট পারসন শুটার,
মিলিটারী থিম
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
পেন্টিয়াম ৪ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
২৫৬ মেগাবাইট ভিজিএ,
৯০০ মেগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্স এক্স ৯.০সি
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২
ডেল্টা ফোর্স এক্সট্রিম – একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম। নির্মাণ করেছে এবং একই সাথে প্রকাশ করেছে নোভালজিক। গেমটি শুধুমাত্র উইন্ডোজ ভিক্তিক পিসিতেই চলবে। গেমটির সিরিজের ৭তম সংস্করণ। গেমটি সিরিজের প্রথম গেমটির রিবুট। গ্রাফিক্স উন্নত করে এবং কিছু মিশন যোগ করে গেমটির রিবুট করা হয়।
গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন তিনটি অঞ্চলে বিভক্ত। > পেরুর ড্রাগ শিপমেন্ট, > চাদ এবং > নোভোয়া জেমলার জঙ্গিদের নিমূর্ল করাই গেমটিতে তোমার উদ্দেশ্য।
গেমটিতে সিরিজের প্রথম বারের মতো গাড়ি চালানো যাবে। যেখানে সিরিজের আগের গেমসগুলোতে শুধু গাড়িতে চড়া যেত, চালানো যেতো না। মাল্টিপ্লেয়ারে সিরিজের প্রথম গেমটির ডেথম্যাচ, টিম ডেথম্যাচ, কিং অফ হিল ইত্যাদি মোড ফিরে এসেছে।
গেমটির শত্রুপক্ষ এমনিতেই দূর্বল করে নির্মাণ করা হয়েছে তাই আলাদা করে Easy সেটিং দিয়ে খেলার দরকার নেই!! হাহাহাহা
ডাউনলোডঃ
http://depositfiles.com/files/x5cmmqyx2
নির্মাতা এবং প্রকাশকঃ
নোভালজিক
ইঞ্জিণ:
ব্ল্যাক হক ইঞ্জিণ (Heavily Modified)
মুক্তি পেয়েছে:
মে, ২০০৯
ধরণ:
ফার্স্ট পারসন শুটার,
মিলিটারী থিম
সিস্টেম রিকোয়ারমেন্টস:
ডুয়াল কোর প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
২৫৬ মেগাবাইট বিল্ট-ইন ভিজিএ,
দেড় গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ অপারেটিং সিস্টেম।
গেমটি জনপ্রিয়তা পায় নি এবং তার কারণ হলো:
> ২০০৯ সালের গেম হলেও গেমটির গ্রাফিক্স ২০০২/২০০৩ সালের গেমসগুলোর মতো
> গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে মাত্র ১০ টি মিশন রয়েছে যা সিরিজের সবথেকে কম মিশনওয়ালা গেম।
তবে গেমটির গেম-প্লে আলাদা কিছু ফিচার আনার জন্যই গেমটি আমার কাছে ভালো লেগেছে। গেমটির কাহিনী ফোকাস করবে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের উপর। গেমটি মুক্তি দেওয়া হয় ডিজিটাল ডাউনলোডের মাধ্যমে ২০০৯ সালের জুনে। তবে গেমটির মাল্টিপ্লেয়ার বলতে গেলে সিরিজের সবথেকে উন্নত মাল্টিপ্লেয়ার গেম। গেমটির সিঙ্গেল প্লেয়ার মজা না লাগলেও বন্ধুদের সাথে ল্যানে গেমটি খেলতে ভালোই লাগবে।
এক্সট্রিম এবং এক্সট্রিম ২ এই দুটো গেমটিতেই রয়েছে কাস্টম মিশন এডিটর। যেটা ব্যবহার করে তুমি নিজেই মিশন বানাতে পারো! এবং খেলতেও পারো! এই ফিচারটাই সিরিজের একমাত্র ইউনিক মোড। যা অন্য মিলিটারী শুটার গেমসগুলোতে নেই।
ডাউনলোডঃ
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!