
নতুন করে উইন্ডোজ দিলে আপনি আপনার কম্পিউটারে যেসব গেমস খেলে সেভ করে রেখেছেন সেগুলো হারিয়ে যাবে । মানে সেইভ বা লোড ফাইল নষ্ট হয়ে যাবে । তাই আর সেভ/লোড গেমস খেলতে পারবেন না ।আবার প্রথম থেকে খেলতে হবে । এই সমস্যা থেকে বাঁচতে পারেন দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে ।
এজন্য My Documents যান । বা Documents ফোল্ডারে যান ।স্কিনশটে দেখুন আমি লাল দাগ দিয়েছি একটা ফোল্ডারে । আমি জিটিএ-ভাইস-সিটি খেলে গেমস সেভ করেছিলাম । তাই একটা ফোল্ডার দেখাচ্ছে যেটাতে সেভ ফাইল আছে । তেমনি আপনিও আপনার ইউজার ফাইল ফোল্ডার বের করুন ।মানে আপনি যেই গেমস খেলে সেভ করেছেন সেটা আরকি ! মাই ডকুমেন্টস/ডকুমেন্টসতেই পাবেন এটা সিউর ।
![]()
এবার ইউজার ফাইলের ফোল্ডারটি কপি করে হার্ডডিক্সে রাখুন । নিচের স্কিন শটে দেখুন আমি কিভাবে ব্যাকাপ রেখেছি ।
![]()
আপনিও এভাবে ব্যাকাপ রাখুন । ব্যাস হয়ে গেল । এবার উইন্ডোজ সেটাপ দিলেও সমস্যা নেই ।উইন্ডোজ সেটাপ দেওয়ার ব্যাকাপ রাখা ফোল্ডারটি মাই ডকুমেন্টস/ডকুমেন্টস এ কপি করে পেষ্ট করে দিন বা মুভ করে দিন ।
এবার দেখুন ম্যাজিক ।গেমস খেলে যতটুকু পর্যন্ত সেভ করে ছিলেন তার সব আবার লোড গেইমসএ দেখাচ্ছে । ওখান থেকে আবার আগের মত খেলতে পারেন ।নিচের স্কিনশটের মত
![]()
বিশেষ দ্রষ্টব্যঃ-
এই ট্রিকস গ্র্যান্ড থেফট অটো এর সবগুলো ভার্সনে কাজ করেছে । আশা আছে অন্যান্য গেমসে ও কাজ করবে ।কোনটাতে না করলে আমাকে জানিয়ে দিবেন আশা করি ।
সবশেষে একটু ফান-
যারা গেমস খেলেন না , বা গেমস সমন্ধে ভালো জানেন না বিশেষ করে ভিডিও গেমস তারা আবার কুশ্চেন করে বসবেন না গেমস সেভ করা কি আর এটা কিভাবে করতে হয়?
thanks
আমি জাহিদ হাসান শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস ব্লগে নতুন। উৎসাহ চাই।
এটা সব games এই কাজ করে।