নতুন করে উইন্ডোজ দেওয়ার পরেও ফিরে পান গেমস এর সেভ/লোড ,সহজ পদ্ধতিতে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

নতুন করে উইন্ডোজ দিলে আপনি আপনার কম্পিউটারে যেসব গেমস খেলে সেভ করে রেখেছেন সেগুলো হারিয়ে যাবে । মানে সেইভ বা লোড ফাইল নষ্ট হয়ে যাবে । তাই আর সেভ/লোড গেমস খেলতে পারবেন না ।আবার প্রথম থেকে খেলতে হবে । এই সমস্যা থেকে বাঁচতে পারেন দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে ।

এজন্য My Documents যান । বা Documents ফোল্ডারে যান ।স্কিনশটে দেখুন আমি লাল দাগ দিয়েছি একটা ফোল্ডারে । আমি জিটিএ-ভাইস-সিটি খেলে গেমস সেভ করেছিলাম । তাই একটা ফোল্ডার দেখাচ্ছে যেটাতে সেভ ফাইল আছে । তেমনি আপনিও আপনার ইউজার ফাইল ফোল্ডার বের করুন ।মানে আপনি যেই গেমস খেলে সেভ করেছেন সেটা আরকি ! মাই ডকুমেন্টস/ডকুমেন্টসতেই পাবেন এটা সিউর ।

এবার ইউজার ফাইলের ফোল্ডারটি কপি করে হার্ডডিক্সে রাখুন । নিচের স্কিন শটে দেখুন আমি কিভাবে ব্যাকাপ রেখেছি ।

আপনিও এভাবে ব্যাকাপ রাখুন । ব্যাস হয়ে গেল । এবার উইন্ডোজ সেটাপ দিলেও সমস্যা নেই ।উইন্ডোজ সেটাপ দেওয়ার ব্যাকাপ রাখা ফোল্ডারটি মাই ডকুমেন্টস/ডকুমেন্টস এ কপি করে পেষ্ট করে দিন বা মুভ করে দিন ।
এবার দেখুন ম্যাজিক ।গেমস খেলে যতটুকু পর্যন্ত সেভ করে ছিলেন তার সব আবার লোড গেইমসএ দেখাচ্ছে । ওখান থেকে আবার আগের মত খেলতে পারেন ।নিচের স্কিনশটের মত

বিশেষ দ্রষ্টব্যঃ-
এই ট্রিকস গ্র্যান্ড থেফট অটো এর সবগুলো ভার্সনে কাজ করেছে । আশা আছে অন্যান্য গেমসে ও কাজ করবে ।কোনটাতে না করলে আমাকে জানিয়ে দিবেন আশা করি ।

সবশেষে একটু ফান-
যারা গেমস খেলেন না , বা গেমস সমন্ধে ভালো জানেন না বিশেষ করে ভিডিও গেমস তারা আবার কুশ্চেন করে বসবেন না গেমস সেভ করা কি আর এটা কিভাবে করতে হয়?

thanks

Level 0

আমি জাহিদ হাসান শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনস ব্লগে নতুন। উৎসাহ চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা সব games এই কাজ করে।

Level 0

আরো কয়েকটা গেম খেলে টিউন করলে ভালো হত না? না সব গেম এইভাবে কাজ করবে না।
এইটা শুধু মান্দাতা আমলের গেমের ক্ষেত্রে কাজ করে।

Level 0

@Anwar ঃ সহমত, একদম সত্যি কথা।

eti ekti onnotomo faltu post