হ্যালো? কেমন আছো তোমরা? সকলের জন্য গেমস জোন নিয়ে আমি গেমওয়ালা আবারো চলে এসেছি। কয়েকদিন ধরেই অনেকেই অনুরোধ করছিলে যে অল্প সাইজের কোনো শুটিং গেম নিয়ে পোষ্ট করতে। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হরর শুটিং গেম সিরিয়াসস্যাম এর ২ টি গেম।
সিরিয়াস স্যাম
নির্মাতা:
ক্রোটিম
প্রকাশক:
গোথাম গেমস
সিরিজ:
সিরিয়াসস্যাম
ইঞ্জিণ:
সিরিয়াস ইঞ্জিণ
সর্বশেষভার্সন:
১.০৫
খেলাযাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
লিনাক্স,
এক্সবক্স
মুক্তি পেয়েছে:
মার্চ ১, ২০০১ (প্রথম পর্ব),
ফেব্রুয়ারী ১, ২০০২ (দ্বিতীয় পর্ব)
ধরণ:
ফার্স্ট এবং থার্ড পারসন শুটার
খেলারধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেমরিকোয়ারমেন্টস:
হা! হা! হা! এই গেম খেলতে পারো “পেন্টিয়াম ২” তেই!!!!!
সিরিয়াস স্যাম সিরিজের প্রথম গেম এটি। যেটি দুটি পর্বে রিলিজ পেয়েছে। গেমটি মুলত ফার্স্ট পারসন শুটার (থার্ড পারসন অপশন সহ) ভিডিও গেম। নির্মাণ করেছে ক্রোটিম। প্রথমে গেমটি পিসি এর জন্যই মুক্তি দেওয়া হয়েছিল। পরে জনপ্রিয়তার জন্য অন্যান্য প্লাটফর্মেও রিলিজ দেওয়া হয়। সিরিয়াস স্যাম গেমটি ডুম অথবা কোয়াক সিরিজের গেমস গুলোর মতই । ভৌতিক শত্রুগুলো তোমাকে দেখা মাত্রই ছুটে আসবে মারতে। তোমাকে তাদের মোকাবেলা করে এক একটি লেভেল পার করতে হবে।
সিরিয়াস স্যাম: দ্যা ফার্স্ট এনকাউন্টার গেমটি সিরিয়াস স্যাম গেমটির প্রথম পর্ব। গেমটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৬ সাল থেকে এবং মুক্তি পায় ২০০১ সালে। গেমটির পটভূমি বহু বছর আগের। এনসিয়ান টাইমের। যেখানে পৃথিবীর মানুষ এবং একটি শয়তান জাতির মধ্যে যুদ্ধ চলছে।
সিরিয়াস স্যাম: দ্যা সেকন্ট এনকাউন্টার গেমটি সিরিয়াস স্যাম গেমটির দ্বিতীয় পর্ব। যেখা প্রথম পর্বের অসমাপ্ত গল্প পুণরায় শুরু হয়।
গেমটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৬ সাল থেকে। ক্রোটিম তাদের নিজস্ব গেম ইঞ্জিণ “সিরিয়াস ইঞ্জিণ” গেমটিতে ব্যবহার করে। গেমটির জনপ্রিয়তা শীর্ষে উঠে যায় সে সময়ে। গেমটি গেম অফ দ্যা ইয়ার ২০০১, এডিটর চয়েস সহ অনেক এওয়ার্ড জিতে নেয়। গেমটির গোল্ড এডিশন এবং এইচডি রিমেক এডিশন ও রয়েছে।
চিটকোড:
আহ! গেমস জোনে বহু দিন পর চিটকোড নিয়ে পোষ্ট করছি। এহেম! এহেম!
সিরিয়াস স্যাম গেমটির দুটি পর্ব এরই চিটকোড একই।
Use (`) to bring up the console window and use the
codes from the list:
Result Code
————————————-
All weapons – please giveall
Flight mode – please fly
Full health – please refresh
God mode – please god
Invisibility – please invisible
No clipping – please ghost
Kill all enemies – please killall
Open all doors – please open
All data available in NETRICSA – please tellall
ডাউনলোড:
এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।
Serious Sam_ The First Encounter:(143MB)
Serious Sam_ The Second Encounter: (180MB)
http://rapidshare.com/files/208709224/Serious_Sam_www.dl4all.com.part1.rar
http://rapidshare.com/files/208710929/Serious_Sam_www.dl4all.com.part2.rar
http://rapidshare.com/files/208710921/Serious_Sam_www.dl4all.com.part3.rar
গেমস জোনের আজকের গেমটি আশা করি তোমরা “ডাউনলোড উপযুক্ত” করে পোষ্ট করতে পেরেছি। যেহেতু গেমটি ২০০১ সালের, তাই গ্রাফিক্স পুরাই . . . . .. ! 😆
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
game ta amar prio ami sobgulu khele si but chit kud actibe korte parina plz help me